নতুন ইতিহাস গড়লেন জনপ্রিয় কোরীয় ব্যান্ড ‘বিটিএস’ তারকা জাংকুক। দেড় মাস আগে তাঁর গান ‘সেভেন’ প্রকাশের পরপরই হুমড়ি খেয়ে পড়েন ভক্তরা। ইউটিউব তো বটেই, মিউজিক অ্যাপ স্পটিফাইতেও ‘সেভেন’ নিয়ে ভক্তদের উন্মাদনা জাংকুককে নিয়ে গেছেন রেকর্ড বইয়ে। জাংকুক দেড় মাসের কম সময়ের মধ্যে গড়েছেন ইতিহাস।
কোরিয়া টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সেরা গানের সাপ্তাহিক তালিকায় জাংকুকের ‘সেভেন’ টানা ৬ সপ্তাহ ধরে স্পটিফাইতে শীর্ষস্থান দখল করে রেখেছে। এ ছাড়া সাপ্তাহিক তালিকার পাশাপাশি স্পটিফাইয়ের দৈনিক তালিকাতেও ৪২ দিন ধরে শীর্ষে রয়েছে ‘সেভেন’।
স্পটিফাই জানিয়েছে, তাদের হিসাব অনুযায়ী জাংকুকের গানটি প্রতিদিন ৭৬ লাখেরও বেশিবার শোনা হচ্ছে। এ ছাড়া একক গানের তালিকায় গানটি বিলবোর্ডের শীর্ষে জায়গা করে নিয়েছে এরই মধ্যে।
কোরীয় শিল্পীদের মধ্যে দ্বিতীয় কোনো শিল্পী হিসেবে বিলবোর্ডের শীর্ষস্থানে এলেন জাংকুক। এর আগে এপ্রিলে আরেক বিটিএস তারকা জিমিন তাঁর একক গান ‘লাইক ক্রেজি’ দিয়ে শীর্ষ উঠেছিলেন।
গত ১৪ জুলাই ‘বিটিএস’-এর এজেন্সি বিগহিট মিউজিক গ্রীষ্মকালীন এই গানটি প্রকাশ করে। ‘সেভেন’ প্রকাশের আগে কোনো আড়ম্বর ছাড়াই নিজের আরও ‘স্টিল উইথ ইউ’ এবং ‘মাই ইউ’ এবং 'ইউফোরিয়া' শিরোনামের তিনটি গান জাংকুক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।
তবে ওই গানগুলো জাংকুক করেছিলেন ‘বিটিএস’-এর তত্ত্বাবধানে। এবার ‘সেভেন’ দিয়ে আরও এগিয়ে গেলেন জনপ্রিয় কোরীয় এই শিল্পী।
গত বছর কাতারে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’ পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছিলেন জাংকুক।
গত বছরের জুনে বিটিএস থেকে সাময়িক বিরতি নেন ব্যান্ড সদস্যরা। বিরতির মধ্যে জাংকুকের আগে ব্যান্ডের সদস্য জে-হোপ, জিন, আরএম, জিমিন ও সুগার একক গান এনেছিলেন।
এদিকে কোরীয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান এডিওআর এর ব্যানারে একক অ্যালবাম নিয়ে আসছেন ‘বিটিএস’র আরেক তারকা ভি। ব্যান্ডের শেষ সদস্য হিসেবে ‘লেওভার’ নামে ভির অ্যালবামটি প্রকাশ হবে আগামী ৮ সেপ্টেম্বর। ওই অ্যালবামে শিরোনাম সংগীত ‘স্লো ড্যান্সিং’সহ মোট পাঁচটি গান থাকছে।
নতুন ইতিহাস গড়লেন জনপ্রিয় কোরীয় ব্যান্ড ‘বিটিএস’ তারকা জাংকুক। দেড় মাস আগে তাঁর গান ‘সেভেন’ প্রকাশের পরপরই হুমড়ি খেয়ে পড়েন ভক্তরা। ইউটিউব তো বটেই, মিউজিক অ্যাপ স্পটিফাইতেও ‘সেভেন’ নিয়ে ভক্তদের উন্মাদনা জাংকুককে নিয়ে গেছেন রেকর্ড বইয়ে। জাংকুক দেড় মাসের কম সময়ের মধ্যে গড়েছেন ইতিহাস।
কোরিয়া টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সেরা গানের সাপ্তাহিক তালিকায় জাংকুকের ‘সেভেন’ টানা ৬ সপ্তাহ ধরে স্পটিফাইতে শীর্ষস্থান দখল করে রেখেছে। এ ছাড়া সাপ্তাহিক তালিকার পাশাপাশি স্পটিফাইয়ের দৈনিক তালিকাতেও ৪২ দিন ধরে শীর্ষে রয়েছে ‘সেভেন’।
স্পটিফাই জানিয়েছে, তাদের হিসাব অনুযায়ী জাংকুকের গানটি প্রতিদিন ৭৬ লাখেরও বেশিবার শোনা হচ্ছে। এ ছাড়া একক গানের তালিকায় গানটি বিলবোর্ডের শীর্ষে জায়গা করে নিয়েছে এরই মধ্যে।
কোরীয় শিল্পীদের মধ্যে দ্বিতীয় কোনো শিল্পী হিসেবে বিলবোর্ডের শীর্ষস্থানে এলেন জাংকুক। এর আগে এপ্রিলে আরেক বিটিএস তারকা জিমিন তাঁর একক গান ‘লাইক ক্রেজি’ দিয়ে শীর্ষ উঠেছিলেন।
গত ১৪ জুলাই ‘বিটিএস’-এর এজেন্সি বিগহিট মিউজিক গ্রীষ্মকালীন এই গানটি প্রকাশ করে। ‘সেভেন’ প্রকাশের আগে কোনো আড়ম্বর ছাড়াই নিজের আরও ‘স্টিল উইথ ইউ’ এবং ‘মাই ইউ’ এবং 'ইউফোরিয়া' শিরোনামের তিনটি গান জাংকুক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।
তবে ওই গানগুলো জাংকুক করেছিলেন ‘বিটিএস’-এর তত্ত্বাবধানে। এবার ‘সেভেন’ দিয়ে আরও এগিয়ে গেলেন জনপ্রিয় কোরীয় এই শিল্পী।
গত বছর কাতারে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’ পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছিলেন জাংকুক।
গত বছরের জুনে বিটিএস থেকে সাময়িক বিরতি নেন ব্যান্ড সদস্যরা। বিরতির মধ্যে জাংকুকের আগে ব্যান্ডের সদস্য জে-হোপ, জিন, আরএম, জিমিন ও সুগার একক গান এনেছিলেন।
এদিকে কোরীয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান এডিওআর এর ব্যানারে একক অ্যালবাম নিয়ে আসছেন ‘বিটিএস’র আরেক তারকা ভি। ব্যান্ডের শেষ সদস্য হিসেবে ‘লেওভার’ নামে ভির অ্যালবামটি প্রকাশ হবে আগামী ৮ সেপ্টেম্বর। ওই অ্যালবামে শিরোনাম সংগীত ‘স্লো ড্যান্সিং’সহ মোট পাঁচটি গান থাকছে।
ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
৪ ঘণ্টা আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
৪ ঘণ্টা আগেদীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে।
৪ ঘণ্টা আগে