নতুন ইতিহাস গড়লেন জনপ্রিয় কোরীয় ব্যান্ড ‘বিটিএস’ তারকা জাংকুক। দেড় মাস আগে তাঁর গান ‘সেভেন’ প্রকাশের পরপরই হুমড়ি খেয়ে পড়েন ভক্তরা। ইউটিউব তো বটেই, মিউজিক অ্যাপ স্পটিফাইতেও ‘সেভেন’ নিয়ে ভক্তদের উন্মাদনা জাংকুককে নিয়ে গেছেন রেকর্ড বইয়ে। জাংকুক দেড় মাসের কম সময়ের মধ্যে গড়েছেন ইতিহাস।
কোরিয়া টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সেরা গানের সাপ্তাহিক তালিকায় জাংকুকের ‘সেভেন’ টানা ৬ সপ্তাহ ধরে স্পটিফাইতে শীর্ষস্থান দখল করে রেখেছে। এ ছাড়া সাপ্তাহিক তালিকার পাশাপাশি স্পটিফাইয়ের দৈনিক তালিকাতেও ৪২ দিন ধরে শীর্ষে রয়েছে ‘সেভেন’।
স্পটিফাই জানিয়েছে, তাদের হিসাব অনুযায়ী জাংকুকের গানটি প্রতিদিন ৭৬ লাখেরও বেশিবার শোনা হচ্ছে। এ ছাড়া একক গানের তালিকায় গানটি বিলবোর্ডের শীর্ষে জায়গা করে নিয়েছে এরই মধ্যে।
কোরীয় শিল্পীদের মধ্যে দ্বিতীয় কোনো শিল্পী হিসেবে বিলবোর্ডের শীর্ষস্থানে এলেন জাংকুক। এর আগে এপ্রিলে আরেক বিটিএস তারকা জিমিন তাঁর একক গান ‘লাইক ক্রেজি’ দিয়ে শীর্ষ উঠেছিলেন।
গত ১৪ জুলাই ‘বিটিএস’-এর এজেন্সি বিগহিট মিউজিক গ্রীষ্মকালীন এই গানটি প্রকাশ করে। ‘সেভেন’ প্রকাশের আগে কোনো আড়ম্বর ছাড়াই নিজের আরও ‘স্টিল উইথ ইউ’ এবং ‘মাই ইউ’ এবং 'ইউফোরিয়া' শিরোনামের তিনটি গান জাংকুক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।
তবে ওই গানগুলো জাংকুক করেছিলেন ‘বিটিএস’-এর তত্ত্বাবধানে। এবার ‘সেভেন’ দিয়ে আরও এগিয়ে গেলেন জনপ্রিয় কোরীয় এই শিল্পী।
গত বছর কাতারে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’ পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছিলেন জাংকুক।
গত বছরের জুনে বিটিএস থেকে সাময়িক বিরতি নেন ব্যান্ড সদস্যরা। বিরতির মধ্যে জাংকুকের আগে ব্যান্ডের সদস্য জে-হোপ, জিন, আরএম, জিমিন ও সুগার একক গান এনেছিলেন।
এদিকে কোরীয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান এডিওআর এর ব্যানারে একক অ্যালবাম নিয়ে আসছেন ‘বিটিএস’র আরেক তারকা ভি। ব্যান্ডের শেষ সদস্য হিসেবে ‘লেওভার’ নামে ভির অ্যালবামটি প্রকাশ হবে আগামী ৮ সেপ্টেম্বর। ওই অ্যালবামে শিরোনাম সংগীত ‘স্লো ড্যান্সিং’সহ মোট পাঁচটি গান থাকছে।
নতুন ইতিহাস গড়লেন জনপ্রিয় কোরীয় ব্যান্ড ‘বিটিএস’ তারকা জাংকুক। দেড় মাস আগে তাঁর গান ‘সেভেন’ প্রকাশের পরপরই হুমড়ি খেয়ে পড়েন ভক্তরা। ইউটিউব তো বটেই, মিউজিক অ্যাপ স্পটিফাইতেও ‘সেভেন’ নিয়ে ভক্তদের উন্মাদনা জাংকুককে নিয়ে গেছেন রেকর্ড বইয়ে। জাংকুক দেড় মাসের কম সময়ের মধ্যে গড়েছেন ইতিহাস।
কোরিয়া টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সেরা গানের সাপ্তাহিক তালিকায় জাংকুকের ‘সেভেন’ টানা ৬ সপ্তাহ ধরে স্পটিফাইতে শীর্ষস্থান দখল করে রেখেছে। এ ছাড়া সাপ্তাহিক তালিকার পাশাপাশি স্পটিফাইয়ের দৈনিক তালিকাতেও ৪২ দিন ধরে শীর্ষে রয়েছে ‘সেভেন’।
স্পটিফাই জানিয়েছে, তাদের হিসাব অনুযায়ী জাংকুকের গানটি প্রতিদিন ৭৬ লাখেরও বেশিবার শোনা হচ্ছে। এ ছাড়া একক গানের তালিকায় গানটি বিলবোর্ডের শীর্ষে জায়গা করে নিয়েছে এরই মধ্যে।
কোরীয় শিল্পীদের মধ্যে দ্বিতীয় কোনো শিল্পী হিসেবে বিলবোর্ডের শীর্ষস্থানে এলেন জাংকুক। এর আগে এপ্রিলে আরেক বিটিএস তারকা জিমিন তাঁর একক গান ‘লাইক ক্রেজি’ দিয়ে শীর্ষ উঠেছিলেন।
গত ১৪ জুলাই ‘বিটিএস’-এর এজেন্সি বিগহিট মিউজিক গ্রীষ্মকালীন এই গানটি প্রকাশ করে। ‘সেভেন’ প্রকাশের আগে কোনো আড়ম্বর ছাড়াই নিজের আরও ‘স্টিল উইথ ইউ’ এবং ‘মাই ইউ’ এবং 'ইউফোরিয়া' শিরোনামের তিনটি গান জাংকুক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।
তবে ওই গানগুলো জাংকুক করেছিলেন ‘বিটিএস’-এর তত্ত্বাবধানে। এবার ‘সেভেন’ দিয়ে আরও এগিয়ে গেলেন জনপ্রিয় কোরীয় এই শিল্পী।
গত বছর কাতারে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’ পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছিলেন জাংকুক।
গত বছরের জুনে বিটিএস থেকে সাময়িক বিরতি নেন ব্যান্ড সদস্যরা। বিরতির মধ্যে জাংকুকের আগে ব্যান্ডের সদস্য জে-হোপ, জিন, আরএম, জিমিন ও সুগার একক গান এনেছিলেন।
এদিকে কোরীয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান এডিওআর এর ব্যানারে একক অ্যালবাম নিয়ে আসছেন ‘বিটিএস’র আরেক তারকা ভি। ব্যান্ডের শেষ সদস্য হিসেবে ‘লেওভার’ নামে ভির অ্যালবামটি প্রকাশ হবে আগামী ৮ সেপ্টেম্বর। ওই অ্যালবামে শিরোনাম সংগীত ‘স্লো ড্যান্সিং’সহ মোট পাঁচটি গান থাকছে।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১০ মিনিট আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৭ মিনিট আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
২০ মিনিট আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
২৫ মিনিট আগে