গান, সিনেমা, সংসার—সব মিলিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। সম্প্রতি নতুন দুই ছবির সংগীত পরিচালনা করছেন তিনি। একটি ‘ভালোবাসা প্রীতিলতা’, অন্যটি ‘যুদ্ধজয়ের কিশোর নায়ক’। এ ছাড়া ‘নীল মাছি’ ও ‘শূন্যপুর’ নামে নিজের গাওয়া নতুন দুটি গানের খবর দিয়েছেন বাপ্পা। ‘শূন্যপুর’ গানটি এরই মধ্যে প্রকাশিত হয়েছে। হচ্ছে প্রশংসিত।
‘ভালোবাসা প্রীতিলতা’ ও ‘যুদ্ধজয়ের কিশোর নায়ক’ নামের দুটি ছবির সংগীত পরিচালনা করছেন বাপ্পা মজুমদার। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের লেখা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনীনির্ভর উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ‘ভালোবাসা প্রীতিলতা’। মূল চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। সরকারি অনুদানের ছবিটি বানিয়েছেন প্রদীপ ঘোষ। ছবিটির সংগীত পরিচালনা নিয়ে বেশ উচ্ছ্বসিত বাপ্পা। ঐতিহাসিক গল্প নিয়ে ছবি, পুরোনো সময় পুরোনো আবহ তুলে আনতে হবে ব্যাকগ্রাউন্ড মিউজিকে—কাজটি কম চ্যালেঞ্জিং নয়। তবে এই চ্যালেঞ্জ সাদরে গ্রহণ করেছেন বাপ্পা মজুমদার।
‘যুদ্ধজয়ের কিশোর নায়ক’ ছবির সংগীত পরিচালনার জন্য গত মাসের শেষের দিকে চুক্তিবদ্ধ হন বাপ্পা। ছবির পরিচালক শায়লা রহমান তিথি। মুক্তিযুদ্ধের গল্প। বাপ্পা জানালেন, অন্য রকম আবেগ কাজ করছে এই ছবির সংগীত পরিচালনা করতে গিয়ে। এ দুটি ছবি তাঁর ক্যারিয়ারের অন্যতম কাজ হয়ে থাকবে বলে আশা বাপ্পার।
বাপ্পা মজুমদারের সাম্প্রতিক কাজের খবর জানাতে গেলে বলতে হবে ‘নীল মাছি’ ও ‘শূন্যপুর’ গানের কথাও। ঈদের আগে এ দুটি গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা। ‘কথা রাখা না-রাখার দোটানায় থেমে গেছে ঘড়ি’—এমন কথা দিয়ে শুরু হয়েছে ‘শূন্যপুর’ গান। লিখেছেন কবি হেনরি লুইস। কলকাতার টুনাই দেবাশীষ গাঙ্গুলির সুরে গানটির সংগীতায়োজন করেছেন শুভেন্দু দাস শুভ। বাপ্পা মজুমদারের ইউটিউব চ্যানেল থেকেই প্রকাশিত হয়েছে গানটি।
‘নীল মাছি’র শুটিং এখনো শেষ হয়নি। মিউজিক ভিডিওসহ প্রকাশিত হবে গানটি। বাপ্পা মজুমদার বলছেন, ‘দুটি গানই এককথায় চমৎকার ও সাবলীল। বেশ কজন মেধাবী মানুষ মিলে গান দুটি তৈরি করেছেন। এ ধরনের গানের একটা আলাদা আবেদন আছে।’
গান, সিনেমা, সংসার—সব মিলিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। সম্প্রতি নতুন দুই ছবির সংগীত পরিচালনা করছেন তিনি। একটি ‘ভালোবাসা প্রীতিলতা’, অন্যটি ‘যুদ্ধজয়ের কিশোর নায়ক’। এ ছাড়া ‘নীল মাছি’ ও ‘শূন্যপুর’ নামে নিজের গাওয়া নতুন দুটি গানের খবর দিয়েছেন বাপ্পা। ‘শূন্যপুর’ গানটি এরই মধ্যে প্রকাশিত হয়েছে। হচ্ছে প্রশংসিত।
‘ভালোবাসা প্রীতিলতা’ ও ‘যুদ্ধজয়ের কিশোর নায়ক’ নামের দুটি ছবির সংগীত পরিচালনা করছেন বাপ্পা মজুমদার। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের লেখা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনীনির্ভর উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ‘ভালোবাসা প্রীতিলতা’। মূল চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। সরকারি অনুদানের ছবিটি বানিয়েছেন প্রদীপ ঘোষ। ছবিটির সংগীত পরিচালনা নিয়ে বেশ উচ্ছ্বসিত বাপ্পা। ঐতিহাসিক গল্প নিয়ে ছবি, পুরোনো সময় পুরোনো আবহ তুলে আনতে হবে ব্যাকগ্রাউন্ড মিউজিকে—কাজটি কম চ্যালেঞ্জিং নয়। তবে এই চ্যালেঞ্জ সাদরে গ্রহণ করেছেন বাপ্পা মজুমদার।
‘যুদ্ধজয়ের কিশোর নায়ক’ ছবির সংগীত পরিচালনার জন্য গত মাসের শেষের দিকে চুক্তিবদ্ধ হন বাপ্পা। ছবির পরিচালক শায়লা রহমান তিথি। মুক্তিযুদ্ধের গল্প। বাপ্পা জানালেন, অন্য রকম আবেগ কাজ করছে এই ছবির সংগীত পরিচালনা করতে গিয়ে। এ দুটি ছবি তাঁর ক্যারিয়ারের অন্যতম কাজ হয়ে থাকবে বলে আশা বাপ্পার।
বাপ্পা মজুমদারের সাম্প্রতিক কাজের খবর জানাতে গেলে বলতে হবে ‘নীল মাছি’ ও ‘শূন্যপুর’ গানের কথাও। ঈদের আগে এ দুটি গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা। ‘কথা রাখা না-রাখার দোটানায় থেমে গেছে ঘড়ি’—এমন কথা দিয়ে শুরু হয়েছে ‘শূন্যপুর’ গান। লিখেছেন কবি হেনরি লুইস। কলকাতার টুনাই দেবাশীষ গাঙ্গুলির সুরে গানটির সংগীতায়োজন করেছেন শুভেন্দু দাস শুভ। বাপ্পা মজুমদারের ইউটিউব চ্যানেল থেকেই প্রকাশিত হয়েছে গানটি।
‘নীল মাছি’র শুটিং এখনো শেষ হয়নি। মিউজিক ভিডিওসহ প্রকাশিত হবে গানটি। বাপ্পা মজুমদার বলছেন, ‘দুটি গানই এককথায় চমৎকার ও সাবলীল। বেশ কজন মেধাবী মানুষ মিলে গান দুটি তৈরি করেছেন। এ ধরনের গানের একটা আলাদা আবেদন আছে।’
তিনি আগে কখনোই ঢাকায় আসেননি। বান্দরবানে যেখানে ওনার বাড়ি সেখান থেকে বান্দরবান শহরে আসতেও প্রায় এক দিন লাগে। ওনার বয়স ৬০-এর বেশি। তাঁকে ঢাকায় নিয়ে এসেছিলেন তাঁর মেয়ে। তিনিও প্রথম ঢাকায় এলেন। মণিপুরি ঢোলের পুং গ্রুপটার খবর দিয়েছে আমার স্ত্রী।
৪ ঘণ্টা আগেঋতুপর্ণা সেনগুপ্তর নতুন সিনেমা ‘বেলা’। বেলা দের এই বায়োপিকে ঋতুপর্ণা অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে। কে এই বেলা দে? আকাশবাণী কলকাতার বিশিষ্ট সঞ্চালিকা, নির্দেশক ও লেখিকা। হাজারো নারীর অনুপ্রেরণা তিনি। বাঙালি নারীদের স্বাধীনতা আর স্বীকৃতির জন্য যাঁরা লড়াই করেছেন, তাঁদের মধ্যে একেবারে প্রথম সারির
৪ ঘণ্টা আগেপারিবারিক সম্পর্কের ভাঙাগড়া, ভালোবাসা আর ত্যাগের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘দেয়াল’। শফিক রিয়ানের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজীব। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ, নওবা তাহিয়া, শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু প্রমুখ। আনিসুর রহমান রাজীব বলেন, ‘গল্পটা একেবারেই আমাদের চার
৪ ঘণ্টা আগেতিন বছর পর ওয়েব সিরিজ নিয়ে ওটিটিতে ফিরছেন আফরান নিশো। অভিনয় করেছেন ভিকি জাহেদের পরিচালনায় ‘আকা’ সিরিজে। এতে নিশোর সঙ্গী হয়েছেন মাসুমা রহমান নাবিলা।
১৫ ঘণ্টা আগে