Ajker Patrika

পুলিশ কর্মকর্তা তৌহিদ ইথুনের ‘আমিতো এমনই’

পুলিশ কর্মকর্তা তৌহিদ ইথুনের ‘আমিতো এমনই’

প্রকাশ পেল পুলিশ কর্মকর্তা তৌহিদ ইথুনের নতুন গান ‘আমিতো এমনই’। ইউটিউব চ্যানেল টি-মিউজিকের ব্যানারে প্রকাশিত এই গানটির কথা ও সুর করেছেন শরীফ সিরাজ। সংগীতায়োজন করেছেন এম. এ. রহমান। নাজমুল ইভানের পরিচালনায় নির্মিত হয়েছে একটি ভিডিও চিত্র। এতে মডেল হয়েছেন মাহাতাবিন মমো ও ইভান মিশাল। 

গানটি প্রসঙ্গে তৌহিদ ইথুন বলেন, 'গানটি মেলোডি নির্ভর নিপাট প্রেমের গান, এখানে প্রেমিক যুগলের প্রেমের লুকোচুরির বিষয়টি ফুটে উঠেছে। আশা করি গানটি সবার ভালো লাগবে। তা ছাড়া পেশাগত কাজের পাশাপাশি ভালো লাগার জায়গা থেকে গান করি। এখন থেকে নিয়মিতভাবে গান করার ইচ্ছা রয়েছে। 

জানা যায়, তৌহিদ ইথুন ছোটবেলা থেকেই গানের সঙ্গে সম্পৃক্ত। স্থানীয় বিভিন্ন গানের স্কুলে গান শেখার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানেও নিয়মিত গান পরিবেশন করতেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েও গানের সেই নেশা কাটেনি তৌহিদ ইথুনের। কিন্তু পুলিশের চাকরিতে যোগ দেওয়ার পর নিয়মিত গান করা কিছুটা থমকে যায় তাঁর। 

প্রসঙ্গত তৌহিদ ইথুন কর্মস্থলে তোহিদুল ইসলাম নামে পরিচিত। বর্তমানে তিনি কাজ করছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম-সিটিটিসি ইউনিটে অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত