Ajker Patrika

একক অ্যালবাম আনছেন জাংকুক

একক অ্যালবাম আনছেন জাংকুক

নিজের প্রথম একক অ্যালবাম নিয়ে আসছেন কোরিয়ার আলোচিত ব্যান্ড বিটিএসের সদস্য জাংকুক। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমে স্পোর্টস চোসানের এক প্রতিবেদনে জানায়, জাংকুকের অ্যালবামটি আগামী ১৪ জুলাই প্রকাশ করা হবে, এতে একটি ইংরেজি ভাষার গানও থাকবে।

সংবাদটি প্রকাশের পর বিটিএসের এজেন্সি বিগহিট মিউজিক আজ রোববার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে জানিয়েছে, অ্যালবাম প্রকাশের সূচি চূড়ান্ত হওয়ার পর তা জানানো হবে।

গত মাসে স্কট ‘স্কুটার’ ব্রাউন নামের ইনস্টাগ্রামে শেয়ার করা বেশ কয়েকটি ছবিতে লস অ্যাঞ্জেলেসের একটি রেকর্ডিং স্টুডিওতে জাংকুককে দেখা গিয়েছিল।

ব্যান্ড বিটিএসের সদস্য জাংকুক। ছবি: ইনস্টাগ্রামএকক ক্যারিয়ারে মনোযোগ দিতে গত বছরের জুনে ব্যান্ড থেকে সাময়িক বিরতি নিয়েছেন জিমিন, সুগারা। বিরতির মধ্যে গত এক বছরে জে-হোপ, জিন, আরএম, জিমিনে ও সুগার একক গান ও অ্যালবাম প্রকাশ করেছেন। সেই তালিকায় এবার যুক্ত হলেন জাংকুক।

গত বছর কাতারে আয়োজিত ফিফা বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’ পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছেন ২৫ বছর বয়সী এ তারকা।

গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের গায়ক চার্লি পুথের সঙ্গে ‘লেফট অ্যান্ড রাইট’ শিরোনামে একটি গান প্রকাশ করেছেন জাংকুক, সেটিই ছিল বিটিএসের বাইরে তাঁর প্রথম কোনো গান। গানটি বিলবোর্ডের হট ১০০ তালিকায় ছিল।

 ১৩ জুন দশক পেরিয়ে ১১ বছরে পা ফেলছে জনপ্রিয় ব্যান্ড বিটিএস। ১০ম বছর পূর্তি উপলক্ষে আগামী ৯ জুন ‘টেক টু’ শিরোনামে একটি গান প্রকাশ করবে বিটিএস। গানটির প্রযোজনায় যুক্ত রয়েছেন সুগা, সুর করেছেন আরএম ও জে-হোপ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত