বিনোদন প্রতিবেদক, ঢাকা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে কবির চারটি গান নিয়ে তৈরি হলো অ্যালবাম ‘দ্য নজরুল টেপস—রিফ্লেক্টেড বাই জাহিদ নিরব’। গানগুলো নতুনভাবে সংগীতায়োজন করেছেন জাহিদ নিরব। ইলেকট্রনিক সাউন্ডের সংমিশ্রণে নজরুলের গানগুলোকে উপস্থাপন করা হয়েছে নতুনভাবে, ভিন্ন এক অনুভবে। গেয়েছেন দিলশাদ নাহার কনা, মাশা ইসলাম, শামীম হাসান ও জাহিদ নিরব।
দিলশাদ নাহার কনা গেয়েছেন ‘মোর ঘুমঘোরে’, মাশা ইসলাম গেয়েছেন ‘আমার আপনার চেয়ে’, শামীম হাসান ‘উচাটন মন’ এবং জাহিদ নিরব কণ্ঠ দিয়েছেন ‘সুরে ও বাণীর মালা দিয়ে’। ২৪ মে রাজধানীর যাত্রা বিরতিতে অনুষ্ঠিত হবে প্রকাশনা অনুষ্ঠান। দ্য নজরুল টেপস—রিফ্লেক্টেড বাই জাহিদ নিরব শিরোনামের এই অনুষ্ঠানে শিল্পীরা গেয়ে শোনাবেন গানগুলো। নজরুলের গানের পাশাপাশি নিজেদের পছন্দের কিছু গানও পরিবেশন করবেন তাঁরা। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। ইতিমধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি।
দ্য নজরুল টেপস—রিফ্লেক্টড বাই জাহিদ নিরব অ্যালবাম নিয়ে জাহিদ নিরব বলেন, ‘কাজী নজরুল ইসলাম আমাদের জন্য আশীর্বাদ। তাঁর জীবনদর্শন, চিন্তা ও সৃষ্টিশীলতা সব সময় আমাকে অনুপ্রাণিত করেছে। নজরুলের গান নিয়ে কাজ করাটা আমার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। এখন তো আর আগের মতো অ্যালবাম রিলিজ হয় না। তবে ইপি (এক্সটেনডেড প্লে) ধারণা নিয়ে আমরা চারটি গানের একটি প্রজেক্ট করেছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সহশিল্পী, মিউজিশিয়ান এবং যাত্রা বিরতির প্রতি—এই ব্যতিক্রমী আয়োজনের অংশ হতে পেরে আমরা গর্বিত।’
গানের সুর ঠিক রেখে নতুনভাবে সংগীতায়োজন করা হয়েছে বলে জানান জাহিদ নিরব। তিনি বলেন, ‘আমরা একটি বিষয়ের ওপর বিশেষভাবে নজর দিয়েছি—ফিউশনের নামে যেন কোনো কনফিউশন তৈরি না হয়। গায়কি, সুর ও কথা—এই তিনটি বিষয়ে আমরা সর্বোচ্চ যত্নশীল ছিলাম। যাঁরা নজরুলসংগীত ভালোবাসেন, তাঁদের জন্য এই উদ্যোগটি নিঃসন্দেহে আনন্দের হবে। একই সঙ্গে যাঁরা ইলেকট্রনিক সাউন্ড পছন্দ করেন, তাঁদের কাছেও গানগুলো এক নতুন অভিজ্ঞতা দেবে।’
অ্যালবামের গানগুলো শিগগিরই বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে রিলিজ হবে বলে জানান জাহিদ নিরব।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে কবির চারটি গান নিয়ে তৈরি হলো অ্যালবাম ‘দ্য নজরুল টেপস—রিফ্লেক্টেড বাই জাহিদ নিরব’। গানগুলো নতুনভাবে সংগীতায়োজন করেছেন জাহিদ নিরব। ইলেকট্রনিক সাউন্ডের সংমিশ্রণে নজরুলের গানগুলোকে উপস্থাপন করা হয়েছে নতুনভাবে, ভিন্ন এক অনুভবে। গেয়েছেন দিলশাদ নাহার কনা, মাশা ইসলাম, শামীম হাসান ও জাহিদ নিরব।
দিলশাদ নাহার কনা গেয়েছেন ‘মোর ঘুমঘোরে’, মাশা ইসলাম গেয়েছেন ‘আমার আপনার চেয়ে’, শামীম হাসান ‘উচাটন মন’ এবং জাহিদ নিরব কণ্ঠ দিয়েছেন ‘সুরে ও বাণীর মালা দিয়ে’। ২৪ মে রাজধানীর যাত্রা বিরতিতে অনুষ্ঠিত হবে প্রকাশনা অনুষ্ঠান। দ্য নজরুল টেপস—রিফ্লেক্টেড বাই জাহিদ নিরব শিরোনামের এই অনুষ্ঠানে শিল্পীরা গেয়ে শোনাবেন গানগুলো। নজরুলের গানের পাশাপাশি নিজেদের পছন্দের কিছু গানও পরিবেশন করবেন তাঁরা। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। ইতিমধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি।
দ্য নজরুল টেপস—রিফ্লেক্টড বাই জাহিদ নিরব অ্যালবাম নিয়ে জাহিদ নিরব বলেন, ‘কাজী নজরুল ইসলাম আমাদের জন্য আশীর্বাদ। তাঁর জীবনদর্শন, চিন্তা ও সৃষ্টিশীলতা সব সময় আমাকে অনুপ্রাণিত করেছে। নজরুলের গান নিয়ে কাজ করাটা আমার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। এখন তো আর আগের মতো অ্যালবাম রিলিজ হয় না। তবে ইপি (এক্সটেনডেড প্লে) ধারণা নিয়ে আমরা চারটি গানের একটি প্রজেক্ট করেছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সহশিল্পী, মিউজিশিয়ান এবং যাত্রা বিরতির প্রতি—এই ব্যতিক্রমী আয়োজনের অংশ হতে পেরে আমরা গর্বিত।’
গানের সুর ঠিক রেখে নতুনভাবে সংগীতায়োজন করা হয়েছে বলে জানান জাহিদ নিরব। তিনি বলেন, ‘আমরা একটি বিষয়ের ওপর বিশেষভাবে নজর দিয়েছি—ফিউশনের নামে যেন কোনো কনফিউশন তৈরি না হয়। গায়কি, সুর ও কথা—এই তিনটি বিষয়ে আমরা সর্বোচ্চ যত্নশীল ছিলাম। যাঁরা নজরুলসংগীত ভালোবাসেন, তাঁদের জন্য এই উদ্যোগটি নিঃসন্দেহে আনন্দের হবে। একই সঙ্গে যাঁরা ইলেকট্রনিক সাউন্ড পছন্দ করেন, তাঁদের কাছেও গানগুলো এক নতুন অভিজ্ঞতা দেবে।’
অ্যালবামের গানগুলো শিগগিরই বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে রিলিজ হবে বলে জানান জাহিদ নিরব।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
৬ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৮ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১১ ঘণ্টা আগে