প্রকাশ পেল সদ্যপ্রয়াত ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথের (কেকে) শেষ গান। গতকাল সোমবার (৬ জুন) টি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় ‘ধুপ পানি বেহনে দে’ শিরোনামের গানটি।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, গুলজারের কথা ও শান্তনু মৈত্রের সুরে সৃজিত মুখার্জির ‘শেরদিল’ ছবির জন্য ‘ধুপ পানি বেহনে দে’ গানটি রেকর্ড করেছিলেন কেকে। কে জানত, সেটিই তাঁর জীবনের শেষ রেকর্ড করা গান হবে!
এদিকে কেকের চলে যাওয়ার পরও নতুন করে তাঁর গলা শুনে আরও একবার আবেগে অশ্রুসজল ভক্তরা। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন সদ্যপ্রয়াত প্রিয় শিল্পীর গান।
গত মঙ্গলবার (৩১ মে) রাতে কলকাতার নজরুল মঞ্চে কনসার্টের পর অসুস্থ হয়ে পড়েন কেকে। হোটেলে ফিরেই হৃদ্রোগে আক্রান্ত হন বলে জানা গেছে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তুমুল জনপ্রিয় এই প্লেব্যাক শিল্পীর অকালপ্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়ে দেশ ও দেশের বাইরের কোটি ভক্তশ্রোতা।
প্রয়াণের এক সপ্তাহ কেটে গেলেও প্রিয় শিল্পীর এমন চলে যাওয়া মেনে নিতে পারছেন না সংগীতপ্রেমীরা। এরই মধ্যে ‘শেরদিল’ ছবির নতুন গান কেকে’র স্মৃতি নতুন করে উসকে দিল। ইউটিউবে মুক্তি পাওয়া এই গানে কেকের গলায় ধরা দিল যেন মাটির গন্ধ।
উল্লেখ্য সৃজিত মুখার্জির ‘শেরদিল: দ্য পিলিভিট সাগা’ সিনেমায় অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, নীরাজ কবি, সায়নী গুপ্তসহ অনেকে। কেকে’র গাওয়া গানটিতে পর্দায় দেখা গেছে পঙ্কজ ত্রিপাঠি ও নীরাজ কবিকে।
এই সম্পর্কিত পড়ুন:
প্রকাশ পেল সদ্যপ্রয়াত ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথের (কেকে) শেষ গান। গতকাল সোমবার (৬ জুন) টি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় ‘ধুপ পানি বেহনে দে’ শিরোনামের গানটি।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, গুলজারের কথা ও শান্তনু মৈত্রের সুরে সৃজিত মুখার্জির ‘শেরদিল’ ছবির জন্য ‘ধুপ পানি বেহনে দে’ গানটি রেকর্ড করেছিলেন কেকে। কে জানত, সেটিই তাঁর জীবনের শেষ রেকর্ড করা গান হবে!
এদিকে কেকের চলে যাওয়ার পরও নতুন করে তাঁর গলা শুনে আরও একবার আবেগে অশ্রুসজল ভক্তরা। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন সদ্যপ্রয়াত প্রিয় শিল্পীর গান।
গত মঙ্গলবার (৩১ মে) রাতে কলকাতার নজরুল মঞ্চে কনসার্টের পর অসুস্থ হয়ে পড়েন কেকে। হোটেলে ফিরেই হৃদ্রোগে আক্রান্ত হন বলে জানা গেছে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তুমুল জনপ্রিয় এই প্লেব্যাক শিল্পীর অকালপ্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়ে দেশ ও দেশের বাইরের কোটি ভক্তশ্রোতা।
প্রয়াণের এক সপ্তাহ কেটে গেলেও প্রিয় শিল্পীর এমন চলে যাওয়া মেনে নিতে পারছেন না সংগীতপ্রেমীরা। এরই মধ্যে ‘শেরদিল’ ছবির নতুন গান কেকে’র স্মৃতি নতুন করে উসকে দিল। ইউটিউবে মুক্তি পাওয়া এই গানে কেকের গলায় ধরা দিল যেন মাটির গন্ধ।
উল্লেখ্য সৃজিত মুখার্জির ‘শেরদিল: দ্য পিলিভিট সাগা’ সিনেমায় অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, নীরাজ কবি, সায়নী গুপ্তসহ অনেকে। কেকে’র গাওয়া গানটিতে পর্দায় দেখা গেছে পঙ্কজ ত্রিপাঠি ও নীরাজ কবিকে।
এই সম্পর্কিত পড়ুন:
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে