Ajker Patrika

‘টিকাটুলীর মোড়’-এর পর ‘পান্থপথের মোড়ে’

আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৯: ৩০
‘টিকাটুলীর মোড়’-এর পর ‘পান্থপথের মোড়ে’

জনপ্রিয় গান ‘টিকাটুলীর মোড়’ গানটি নতুন সংগীতায়োজনে ব্যবহার করা হয়েছিল ‘ঢাকা অ্যাটাক’ সিনেমায়। এবার ‘মিশন এক্সট্রিম’ সিনেমার জন্য তৈরি হলো এ গানের সিক্যুয়াল ‘পান্থপথের মোড়ে’।

‘মিশন এক্সট্রিম’ সিনেমার অন্যতম পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার নতুন এই গানের কথা লিখেছেন। গেয়েছেন মতিন চৌধুরী, সংগীতায়োজন মীর মাসুমের। গত রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মিশন এক্সট্রিমের প্রচারণার সময় গানটির প্রিমিয়ার হয়। ২৯ নভেম্বর রাতে গানটি কপ ক্রিয়েশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।

‘পান্থপথের মোড়ে’ গানের দৃশ্যসিনেমার প্রচারণার জন্য এমন ভিন্নধর্মী গান উপহার দেওয়ায় সবার প্রশংসা পাচ্ছে মিশন এক্সট্রিম টিম। আগেরটির মতো এবারের গানেও নেচেছেন সাঞ্জু জন। তবে বদলে গেছে তাঁর সহশিল্পী, মিমোর জায়গায় জন নেচেছেন মৌ মারমার সঙ্গে। কোরিওগ্রাফি করেছেন মো. রুহুল আমিন।

সানী সানোয়ার বলেন, ‘মূল গানটি প্রায় ২৩ বছর আগের। আমরা গানের মূল মালিকের থেকে স্বত্ব কিনে ঢাকা অ্যাটাক-এর জন্য সেই গায়ককে দিয়েই রিমেক করেছিলাম। সেই রিমেক ভার্সনটি তুমুল জনপ্রিয় হয়। সিনেমা হলে আধুনিকায়ন নিয়ে লিখা সেই গানটি ২৩ বছর পর কী হতে পারে, তা নিয়ে এবার নতুন করে গান লেখা।’

‘পান্থপথের মোড়ে’ গানের দৃশ্যমিশন এক্সট্রিম ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ৩ ডিসেম্বর। সানী সানোয়ারের সঙ্গে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ।

‘পান্থপথের মোড়ে’ গানের দৃশ্যপুলিশ অ্যাকশন থ্রিলারটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরিফিন শুভ। এ ছাড়াও অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

শুনুন ‘পান্থপথের মোড়ে’:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত