বিনোদন প্রতিবেদক, ঢাকা
নব্বইয়ের দশকের চার ব্যান্ড মাইলস, নগর বাউল, আর্ক ও দলছুটকে নিয়ে ‘ঢাকা রেট্রো’ শিরোনামের কনসার্টের ঘোষণা দিয়েছিল ব্লু ব্রিক কমিউনিকেশন। গত ১৮ অক্টোবর রাজধানীর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। আয়োজকেরা জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে নির্ধারিত তারিখের তিন সপ্তাহ পরে নতুন ভেন্যুতে আয়োজন করা হচ্ছে রেট্রো কনসার্ট।
ব্লু ব্রিক কমিউনিকেশন জানিয়েছে, ১৫ নভেম্বর ঢাকার সেনা প্রাঙ্গণে বসবে ঢাকা রেট্রো কনসার্ট। পূর্বঘোষিত চার ব্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন ওয়ারফেজের সাবেক সদস্য গিটারিস্ট অনি হাসান। এ ছাড়া থাকছে রক কিংবদন্তি আইয়ুব বাচ্চুর স্মরণে একটি বিশেষ পরিবেশনা। আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করে মিজান অ্যান্ড ব্রাদার্স আইয়ুব বাচ্চুর চারটি গান পরিবেশন করবে। এতে অংশ নেবেন এলআরবি ব্যান্ডের কয়েকজন সদস্য।
ব্লু ব্রিক কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী রিয়াসাত নাদিদ বলেন, ‘ব্যান্ডসংগীতের সোনালি যুগ বলা হয় নব্বইয়ের দশককে। এখনো সেই সময়ের ব্যান্ডগুলোর কদর কমনি। সেই ব্যান্ডগুলোকে এক মঞ্চে এখন খুব একটা দেখা যায় না। অনেকেই তাদের পারফরম্যান্স উপভোগ করতে চান। সেই ভাবনা থেকেই আমরা ঢাকা রেট্রো কনসার্টের পরিকল্পনা করেছি। এ ছাড়া এই কনসার্টে নব্বইয়ের দশকের লিজেন্ড প্রয়াত আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করে একটি আয়োজন থাকছে। আশা করছি, এই কনসার্ট সবার জন্য দারুণ এক অভিজ্ঞতা হয়ে থাকবে।’
১৫ নভেম্বর বিকেল ৫টায় শুরু হবে আয়োজন। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ৩টায়। টিকিট বিক্রি হয়েছে দুই ক্যাটাগরিতে—ভিআইপি ২ হাজার ৪০০ টাকা ও সাধারণ ১ হাজার ৪০০ টাকা।
নব্বইয়ের দশকের চার ব্যান্ড মাইলস, নগর বাউল, আর্ক ও দলছুটকে নিয়ে ‘ঢাকা রেট্রো’ শিরোনামের কনসার্টের ঘোষণা দিয়েছিল ব্লু ব্রিক কমিউনিকেশন। গত ১৮ অক্টোবর রাজধানীর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। আয়োজকেরা জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে নির্ধারিত তারিখের তিন সপ্তাহ পরে নতুন ভেন্যুতে আয়োজন করা হচ্ছে রেট্রো কনসার্ট।
ব্লু ব্রিক কমিউনিকেশন জানিয়েছে, ১৫ নভেম্বর ঢাকার সেনা প্রাঙ্গণে বসবে ঢাকা রেট্রো কনসার্ট। পূর্বঘোষিত চার ব্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন ওয়ারফেজের সাবেক সদস্য গিটারিস্ট অনি হাসান। এ ছাড়া থাকছে রক কিংবদন্তি আইয়ুব বাচ্চুর স্মরণে একটি বিশেষ পরিবেশনা। আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করে মিজান অ্যান্ড ব্রাদার্স আইয়ুব বাচ্চুর চারটি গান পরিবেশন করবে। এতে অংশ নেবেন এলআরবি ব্যান্ডের কয়েকজন সদস্য।
ব্লু ব্রিক কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী রিয়াসাত নাদিদ বলেন, ‘ব্যান্ডসংগীতের সোনালি যুগ বলা হয় নব্বইয়ের দশককে। এখনো সেই সময়ের ব্যান্ডগুলোর কদর কমনি। সেই ব্যান্ডগুলোকে এক মঞ্চে এখন খুব একটা দেখা যায় না। অনেকেই তাদের পারফরম্যান্স উপভোগ করতে চান। সেই ভাবনা থেকেই আমরা ঢাকা রেট্রো কনসার্টের পরিকল্পনা করেছি। এ ছাড়া এই কনসার্টে নব্বইয়ের দশকের লিজেন্ড প্রয়াত আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করে একটি আয়োজন থাকছে। আশা করছি, এই কনসার্ট সবার জন্য দারুণ এক অভিজ্ঞতা হয়ে থাকবে।’
১৫ নভেম্বর বিকেল ৫টায় শুরু হবে আয়োজন। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ৩টায়। টিকিট বিক্রি হয়েছে দুই ক্যাটাগরিতে—ভিআইপি ২ হাজার ৪০০ টাকা ও সাধারণ ১ হাজার ৪০০ টাকা।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
৮ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
২০ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
২০ ঘণ্টা আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
২০ ঘণ্টা আগে