Ajker Patrika

প্রেমের আন্দোলনে জিতেছেন তাহসান

প্রেমের আন্দোলনে জিতেছেন তাহসান

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান। গান ও অভিনয় একসঙ্গেই চালিয়ে যাচ্ছেন তিনি। গত বছরের জুনে ‘প্রতিবাদী গান’ শিরোনামের একটি গান প্রকাশ করেছিলেন তাহসান। এরপর এক বছরেরও বেশি সময় ধরে ভক্তদের অপেক্ষা! হুট করেই ‘বিয়োগান্তক’ শিরোনামের নতুন গান নিয়ে সামনে এলেন।

গানটি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন। সাদাকালো ভিডিও আকারে প্রকাশ হয়েছে গানটি। ফেসবুকে গানের লিংক শেয়ার করে তাহসান লেখেন, ‘বিয়োগান্তক’, ‘প্রতিবাদী গান’ যাদের ভালো লেগেছিল, তাদের জন্য। রক ফ্লেভারে গানটির জন্য প্রশংসায় ভাসছেন তাহসান। মন্তব্যের ঘরে চোখ রাখলেই সেটা টের পাওয়া যায়। কেউ লিখেছেন, ‘তাহসান ভক্তরা এখন আবারও তাদের চিরচেনা প্রিয় কণ্ঠ শুনতে পেল অবশেষে’, একজন লিখেছেন, ‘বিশুদ্ধতা আর সৃজনশীলতা ভরা তাহসান ভাই। ভাইয়ের গান গুলোর একটা লেভেল আছে ’। আরেকজন লিখেছেন, ‘ফেসবুকে হঠাৎ দেখেই চলে আসলাম গানটি শুনতে। লিরিক্সটা অসাধারণ হয়েছে।’

তাহসান রহমান খানঝাঁজালো শব্দের গাঁথুনি রক ফ্লেভারে গানের সুর-সংগীত সাজিয়েছেন তাহসান। ভালোবাসা-বিরহের ঝড় হজম করে অবিকল টিকে থাকার বার্তা রয়েছে গানটিতে। গানের কিছু কথা এমন- ‘হারিয়ে তোমায় খুঁজে পাই আমি/ প্রকৃত প্রেমের খামে পুরনো কাগজে লেখা চিঠি/ প্রেমের আন্দোলনে জিতে গেছি আমি/ আমার গল্প কেউ জানে না, জানবে না আগামী।’

সম্প্রতি সাদিক আহমেদ পরিচালিত ‘অ্যা ব্লেসড ম্যান’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। অ্যাপেল বক্স ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত আজমেরী হক বাঁধন। 

তাহসান অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘যদি একদিন’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে ছিলেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী। মুক্তির অপেক্ষায় রয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘নো ল্যান্ডস ম্যান’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত