বিনোদন প্রতিবেদক, ঢাকা
বর্ষাকালে এমনিতেই কমে যায় কনসার্ট নিয়ে শিল্পিদের ব্যস্ততা। তবে গত কয়েক বছর এই সময়ে দেখা গেছে ইনডোর কনসার্টের আধিক্য। কিন্তু এ বছর প্রেক্ষাপট যেন ভিন্ন। কনসার্টের সংখ্যা কমেছে উল্লেখযোগ্যভাবে। দেশে ব্যস্ততা কমায় বিদেশে কনসার্টের দিকে মনোযোগী হচ্ছেন শিল্পীরা। নগর বাউল জেমস, মাইলস, আর্ক, অর্থহীন, প্রীতম হাসানদের মতো শিল্পী ও ব্যান্ডের শিডিউল দেখলে সেটাই স্পষ্ট হয়।
গত বছর রাজনৈতিক অবস্থার পরিবর্তনের পর থেকে কনসার্টের সংখ্যা কমেছে। নিরাপত্তার কারণ দেখিয়ে একাধিক কনসার্ট স্থগিত হওয়ার ঘটনাও ঘটেছে। বর্ষার এই মৌসুমে কনসার্টের সংখ্যা কমেছে আরও। সাম্প্রতিক সময়ে যে কটি কনসার্ট দেখা যাচ্ছে, তার বেশির ভাগ সরকারি উদ্যোগে, নয়তো ব্যক্তিগত আয়োজনে। দেশে কনসার্টের সংখ্যা কমে যাওয়ার বিষয়টি নিয়ে চিন্তা প্রকাশ করেছেন বামবার সভাপতি হামিন আহমেদ। তিনি বলেন, ‘বাংলাদেশে এখন সংগীত নিয়ে যা হচ্ছে, তাতে খুব আশঙ্কার বিষয় রয়েছে। বিশ্ববিদ্যালয়ে শো হবে, কিন্তু কর্তৃপক্ষ তা চাইছে না। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যাশেজ ব্যান্ডের একটা শো হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হতে দিল না, সেখানে কাওয়ালি বা ওই ধরনের শো হলো। এমন পরিস্থিতি তো স্বাধীনতার পর বাংলাদেশে দেখিনি। সব ধরনের কার্যক্রম চলছে, শুধু মিউজিক নিয়ে খুবই কম শো হচ্ছে। এটা অনাকাঙ্ক্ষিত।’
দেশে কনসার্ট কমে যাওয়ায় শিল্পীরা তাই মনোযোগী হয়েছেন বিদেশের কনসার্ট নিয়ে। নগর বাউল জেমস এখন আছেন যুক্তরাষ্ট্র সফরে। লস অ্যাঞ্জেলেস, ডালাসসহ দেশটির বিভিন্ন শহরে ইতিমধ্যে গান শুনিয়েছেন তিনি। আগস্ট পর্যন্ত আরও বেশ কয়েকটি কনসার্টে অংশ নেবেন জেমস। আগামী ২ আগস্ট ভার্জিনিয়ায় অনুষ্ঠিত এক আয়োজনে গান গাওয়ার কথা রয়েছে তাঁর; যেখানে জেমসের সঙ্গে একই মঞ্চে গান পরিবেশন করবেন প্রতীক হাসান ও প্রীতম হাসান।
গত মে মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে গেছেন প্রীতম হাসান। ইতিমধ্যে দেশ দুটির ১০টি শহরে কনসার্ট করেছেন তিনি। হিউস্টন, অস্টিন, ওয়াশিংটনসহ আরও ১৬টি শহরে গান শোনাবেন তিনি। আগামী ১৩ সেপ্টেম্বর ফ্লোরিডার টাম্পা শহরে অনুষ্ঠিত হবে প্রীতমের এই সংগীত সফরের শেষ কনসার্ট।
আগামী মাসে অস্ট্রেলিয়ায় গান শোনাবেন কুমার বিশ্বজিৎ। ২৩ আগস্ট মেলবোর্নে, ৩০ আগস্ট সিডনিতে, ৩১ আগস্ট ব্রিসবেনে এবং ৬ সেপ্টেম্বর পার্থে গাইবেন তিনি। মেলবোর্নে কুমার বিশ্বজিতের সঙ্গে পারফর্ম করবেন আভাস ব্যান্ডের তানজির তুহিন।
আর্ক ব্যান্ড আগামী আগস্টের শেষ থেকে পুরো সেপ্টেম্বর মাস কানাডায় থাকবে। সেখানে মাসজুড়ে কনসার্ট করবে দলটি; যার মধ্যে মিক্সটেপ মিউজিক ফেস্টিভ্যাল-২০২৫ অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর স্কারবরো, অন্টারিওতে। সেখানে আর্কের পাশাপাশি একই মঞ্চে থাকবে ব্যান্ড শিরোনামহীন। এ ছাড়া গত শনিবার রাতে ফেসবুক পেজে যুক্তরাষ্ট্র সফরের ঘোষণা দিয়েছে অর্থহীন ব্যান্ড।
সম্প্রতি যুক্তরাস্ট্র সফর শেষ করে দেশে ফিরেছে ব্যান্ড মাইলস। দেশটির ১০টি শহরে পারফর্ম করেছে তারা। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে যাবে দলটি। আগামী বছর এপ্রিলে তিন মাসের সফরে কানাডায় যাওয়ার কথা আছে তাদের। এরপর মাইলসের ইউএস ট্যুরের ৩০ বছর পূর্তি উদ্যাপন করার কথা আছে যুক্তরাষ্ট্রে। ১৯৯৬ সালে প্রথমবার যুক্তরাষ্ট্রে কনসার্ট করতে গিয়েছিল মাইলস।
সম্প্রতি কানাডায় কনসার্ট করে দেশে ফিরেছে অ্যাশেজ ব্যান্ড ও সংগীতশিল্পী মিলা। ইউরোপের পাঁচটি দেশে গান করে ফিরেছেন সানিয়া সুলতানা লিজা, আয়েশা মৌসুমী ও সাগর বাউল। এ ছাড়া চলতি মাসের শুরুতে সিঙ্গাপুর মাতিয়েছেন সংগীতশিল্পী কনা।
বর্ষাকালে এমনিতেই কমে যায় কনসার্ট নিয়ে শিল্পিদের ব্যস্ততা। তবে গত কয়েক বছর এই সময়ে দেখা গেছে ইনডোর কনসার্টের আধিক্য। কিন্তু এ বছর প্রেক্ষাপট যেন ভিন্ন। কনসার্টের সংখ্যা কমেছে উল্লেখযোগ্যভাবে। দেশে ব্যস্ততা কমায় বিদেশে কনসার্টের দিকে মনোযোগী হচ্ছেন শিল্পীরা। নগর বাউল জেমস, মাইলস, আর্ক, অর্থহীন, প্রীতম হাসানদের মতো শিল্পী ও ব্যান্ডের শিডিউল দেখলে সেটাই স্পষ্ট হয়।
গত বছর রাজনৈতিক অবস্থার পরিবর্তনের পর থেকে কনসার্টের সংখ্যা কমেছে। নিরাপত্তার কারণ দেখিয়ে একাধিক কনসার্ট স্থগিত হওয়ার ঘটনাও ঘটেছে। বর্ষার এই মৌসুমে কনসার্টের সংখ্যা কমেছে আরও। সাম্প্রতিক সময়ে যে কটি কনসার্ট দেখা যাচ্ছে, তার বেশির ভাগ সরকারি উদ্যোগে, নয়তো ব্যক্তিগত আয়োজনে। দেশে কনসার্টের সংখ্যা কমে যাওয়ার বিষয়টি নিয়ে চিন্তা প্রকাশ করেছেন বামবার সভাপতি হামিন আহমেদ। তিনি বলেন, ‘বাংলাদেশে এখন সংগীত নিয়ে যা হচ্ছে, তাতে খুব আশঙ্কার বিষয় রয়েছে। বিশ্ববিদ্যালয়ে শো হবে, কিন্তু কর্তৃপক্ষ তা চাইছে না। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যাশেজ ব্যান্ডের একটা শো হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হতে দিল না, সেখানে কাওয়ালি বা ওই ধরনের শো হলো। এমন পরিস্থিতি তো স্বাধীনতার পর বাংলাদেশে দেখিনি। সব ধরনের কার্যক্রম চলছে, শুধু মিউজিক নিয়ে খুবই কম শো হচ্ছে। এটা অনাকাঙ্ক্ষিত।’
দেশে কনসার্ট কমে যাওয়ায় শিল্পীরা তাই মনোযোগী হয়েছেন বিদেশের কনসার্ট নিয়ে। নগর বাউল জেমস এখন আছেন যুক্তরাষ্ট্র সফরে। লস অ্যাঞ্জেলেস, ডালাসসহ দেশটির বিভিন্ন শহরে ইতিমধ্যে গান শুনিয়েছেন তিনি। আগস্ট পর্যন্ত আরও বেশ কয়েকটি কনসার্টে অংশ নেবেন জেমস। আগামী ২ আগস্ট ভার্জিনিয়ায় অনুষ্ঠিত এক আয়োজনে গান গাওয়ার কথা রয়েছে তাঁর; যেখানে জেমসের সঙ্গে একই মঞ্চে গান পরিবেশন করবেন প্রতীক হাসান ও প্রীতম হাসান।
গত মে মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে গেছেন প্রীতম হাসান। ইতিমধ্যে দেশ দুটির ১০টি শহরে কনসার্ট করেছেন তিনি। হিউস্টন, অস্টিন, ওয়াশিংটনসহ আরও ১৬টি শহরে গান শোনাবেন তিনি। আগামী ১৩ সেপ্টেম্বর ফ্লোরিডার টাম্পা শহরে অনুষ্ঠিত হবে প্রীতমের এই সংগীত সফরের শেষ কনসার্ট।
আগামী মাসে অস্ট্রেলিয়ায় গান শোনাবেন কুমার বিশ্বজিৎ। ২৩ আগস্ট মেলবোর্নে, ৩০ আগস্ট সিডনিতে, ৩১ আগস্ট ব্রিসবেনে এবং ৬ সেপ্টেম্বর পার্থে গাইবেন তিনি। মেলবোর্নে কুমার বিশ্বজিতের সঙ্গে পারফর্ম করবেন আভাস ব্যান্ডের তানজির তুহিন।
আর্ক ব্যান্ড আগামী আগস্টের শেষ থেকে পুরো সেপ্টেম্বর মাস কানাডায় থাকবে। সেখানে মাসজুড়ে কনসার্ট করবে দলটি; যার মধ্যে মিক্সটেপ মিউজিক ফেস্টিভ্যাল-২০২৫ অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর স্কারবরো, অন্টারিওতে। সেখানে আর্কের পাশাপাশি একই মঞ্চে থাকবে ব্যান্ড শিরোনামহীন। এ ছাড়া গত শনিবার রাতে ফেসবুক পেজে যুক্তরাষ্ট্র সফরের ঘোষণা দিয়েছে অর্থহীন ব্যান্ড।
সম্প্রতি যুক্তরাস্ট্র সফর শেষ করে দেশে ফিরেছে ব্যান্ড মাইলস। দেশটির ১০টি শহরে পারফর্ম করেছে তারা। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে যাবে দলটি। আগামী বছর এপ্রিলে তিন মাসের সফরে কানাডায় যাওয়ার কথা আছে তাদের। এরপর মাইলসের ইউএস ট্যুরের ৩০ বছর পূর্তি উদ্যাপন করার কথা আছে যুক্তরাষ্ট্রে। ১৯৯৬ সালে প্রথমবার যুক্তরাষ্ট্রে কনসার্ট করতে গিয়েছিল মাইলস।
সম্প্রতি কানাডায় কনসার্ট করে দেশে ফিরেছে অ্যাশেজ ব্যান্ড ও সংগীতশিল্পী মিলা। ইউরোপের পাঁচটি দেশে গান করে ফিরেছেন সানিয়া সুলতানা লিজা, আয়েশা মৌসুমী ও সাগর বাউল। এ ছাড়া চলতি মাসের শুরুতে সিঙ্গাপুর মাতিয়েছেন সংগীতশিল্পী কনা।
শূন্যন রেপার্টরি থিয়েটারের নতুন নাটক ‘গোধূলিবেলায়’। গত জুনে নিউইয়র্কের জ্যামাইকা আর্টস সেন্টারে উদ্বোধনী মঞ্চায়ন হয়েছিল নাটকটির। নিউইয়র্কের পর এবার দেশের মঞ্চে আসছে নতুন এই নাটক। ৮ আগস্ট রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে গোধূলিবেলায়।
৩ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার মিউজিক ইন্ডাস্ট্রিতে এ মুহূর্তে সবচেয়ে বড় নাম লি জি উন। সারা বিশ্ব যাঁকে চেনে আই ইউ নামে। ২০০৮ সালে মাত্র ১৫ বছর বয়সে সংগীতের দুনিয়ায় পা রাখেন। গত দেড় যুগে তিনি হয়ে উঠেছেন দক্ষিণ কোরিয়ার সবচেয়ে ধনী সংগীতশিল্পী।
৩ ঘণ্টা আগেঅভিনয়ের পাশাপাশি অনেক তারকা বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত হন। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত স্যালন ও পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও যুক্ত হয়েছেন ব্যবসার সঙ্গে।
১৪ ঘণ্টা আগেঅপু বিশ্বাসের পর এবার শবনম বুবলী ও ছেলে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরছেন শাকিব। আজ দুপুরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাঁদের একসঙ্গে সময় কাটানোর কয়েকটি ছবি। এরপর বিষয়টি আর গোপন রাখেননি বুবলী। তিনজনের বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘লাইফ ইন ইউএসএ’।
১৫ ঘণ্টা আগে