Ajker Patrika

স্থগিতের সিদ্ধান্ত বাতিল, কোক স্টুডিও কনসার্ট হচ্ছে

বিনোদন প্রতিবেদক
স্থগিতের সিদ্ধান্ত বাতিল, কোক স্টুডিও কনসার্ট হচ্ছে

স্থগিত হচ্ছে না কোক স্টুডিও কনসার্ট। বৃহস্পতিবার (৯ জুন) বিকাল ৫টায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়, আর্মি স্টেডিয়ামের কোক স্টুডিও বাংলা কনসার্টটি স্থগিত করা হলো। পরবর্তী সিদ্ধান্ত ও সূচি চূড়ান্ত হলে জানানো হবে। কোক স্টুডিও কর্তৃপক্ষও জানিয়েছিল আজ কনসার্ট হচ্ছে না। তবে সেই সিদ্ধান্ত বদলে গেল। কনসার্টটি হচ্ছে আজই (৯ জুন)। তবে শুরু হবে রাত ৮টায়। সেটাও বৃষ্টির ব্যাঘাত না হলে।

আয়োজকরা জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে থাকায় কনসার্ট আজ রাত ৮টায় করার নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে থাকতেই এই কনসার্ট আয়োজন করতে আয়োজকরা।

এদিন (৯ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে কনসার্ট মাঠের দরজা দর্শকদের জন্য খোলার কথা থাকলেও বিকাল ৪টা পর্যন্ত সেটি খুলতে পারেনি আয়োজকরা। অঝোড়ে বৃষ্টি ঝরছিলো।

আলোচিত এই কনসার্টে গান করার কথা রয়েছে জেমস, মমতাজ, মিজান, অর্ণব, পান্থ কানাই, অনিমেষ প্রমুখ শিল্পীদের। ব্যান্ডের মধ্যে থাকছে ওয়ারফেজ, নেমেসিস, লালন, ইন্ট্রোয়েট ও জালালি সেট।

কোকা-কোলা বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিতব্য এ কনসার্টে গিয়ে ফিফা বিশ্বকাপের ট্রফিও দেখার সুযোগ পাবেন দর্শকরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ-গুলি, নিহত ১

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত