ডিজে রাহাতের পরিকল্পনা ও তত্ত্বাবধানে নতুনভাবে তৈরি হলো ১০০টি ফোক গান। পিয়ানো ও ডাবস্টেপের মিশেলে গানগুলোয় কণ্ঠ দিয়েছেন ১০০ জন সংগীতশিল্পী। গানগুলো গেয়েছেন মিলন মাহমুদ, পারভেজ সাজ্জাদ, মুহিন খান, তানজিনা রুমা, লুৎফর হাসান, খেয়া, দোলা, লুইপা, সাথী খান প্রমুখ। মিউজিক প্রোগ্রামিংয়ে ছিলেন আদিব কবির ও শান সায়েক।
গত ১৯ ফেব্রুয়ারি বিএফডিসিতে সেট তৈরি করে গানগুলোর শুটিং করা হয়েছে।
জানা গেছে, এক দিনেই ১০০টি গানের শুটিং হয়েছে। দিনভর পাঁচটি ক্যামেরার সামনে একের পর এক গানে ঠোঁট মিলিয়েছেন শিল্পীরা, শুট করেছেন নির্মাতা। বিদেশে বসেই পুরো প্রজেক্ট সাজিয়েছেন ডিজে রাহাত। গত ১৭ ফেব্রুয়ারি শুটিং উপলক্ষে তিনি দেশে আসেন। ছিলেন সেট ডিজাইন ও শুটিংয়ে। কাজ শেষ করেই ২০ ফেব্রুয়ারি আবার ফিরে গেছেন কানাডায়।
আদিব কবির জানান, ঈদের পর থেকেই প্রতি সপ্তাহে একটি বা দুটি করে গান প্রকাশিত হবে ডিজে রাহাত ও আদিব কবিরের ইউটিউব চ্যানেলে। পাশাপাশি ই-পিয়ানো নামের ফেসবুক পেজ থেকে গানগুলোর সর্বশেষ আপডেট জানা যাবে। আদিব আরও জানান, এরই মধ্যে নতুন সিজন নিয়েও পরিকল্পনা শুরু করেছেন তাঁরা।
আদিব বলেন, ‘আমরা এখন পরের সিজন নিয়ে ভাবছি। আশা করছি, আরও ১০০টি গান নিয়ে কাজ করব। বাংলাদেশে ফোক গানের অভাব নেই। এত সমৃদ্ধ সংগীত ঐতিহ্য যে চাইলে এক হাজার গানও করা সম্ভব।’
ডিজে রাহাতের পরিকল্পনা ও তত্ত্বাবধানে নতুনভাবে তৈরি হলো ১০০টি ফোক গান। পিয়ানো ও ডাবস্টেপের মিশেলে গানগুলোয় কণ্ঠ দিয়েছেন ১০০ জন সংগীতশিল্পী। গানগুলো গেয়েছেন মিলন মাহমুদ, পারভেজ সাজ্জাদ, মুহিন খান, তানজিনা রুমা, লুৎফর হাসান, খেয়া, দোলা, লুইপা, সাথী খান প্রমুখ। মিউজিক প্রোগ্রামিংয়ে ছিলেন আদিব কবির ও শান সায়েক।
গত ১৯ ফেব্রুয়ারি বিএফডিসিতে সেট তৈরি করে গানগুলোর শুটিং করা হয়েছে।
জানা গেছে, এক দিনেই ১০০টি গানের শুটিং হয়েছে। দিনভর পাঁচটি ক্যামেরার সামনে একের পর এক গানে ঠোঁট মিলিয়েছেন শিল্পীরা, শুট করেছেন নির্মাতা। বিদেশে বসেই পুরো প্রজেক্ট সাজিয়েছেন ডিজে রাহাত। গত ১৭ ফেব্রুয়ারি শুটিং উপলক্ষে তিনি দেশে আসেন। ছিলেন সেট ডিজাইন ও শুটিংয়ে। কাজ শেষ করেই ২০ ফেব্রুয়ারি আবার ফিরে গেছেন কানাডায়।
আদিব কবির জানান, ঈদের পর থেকেই প্রতি সপ্তাহে একটি বা দুটি করে গান প্রকাশিত হবে ডিজে রাহাত ও আদিব কবিরের ইউটিউব চ্যানেলে। পাশাপাশি ই-পিয়ানো নামের ফেসবুক পেজ থেকে গানগুলোর সর্বশেষ আপডেট জানা যাবে। আদিব আরও জানান, এরই মধ্যে নতুন সিজন নিয়েও পরিকল্পনা শুরু করেছেন তাঁরা।
আদিব বলেন, ‘আমরা এখন পরের সিজন নিয়ে ভাবছি। আশা করছি, আরও ১০০টি গান নিয়ে কাজ করব। বাংলাদেশে ফোক গানের অভাব নেই। এত সমৃদ্ধ সংগীত ঐতিহ্য যে চাইলে এক হাজার গানও করা সম্ভব।’
গত রোববার (৫ অক্টোবর) থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। গতকাল সোমবার প্রকাশ পেল সিনেমার ফার্স্ট লুক। ৩৪ সেকেন্ডের মোশন ভিডিওতে জানিয়ে দেওয়া হলো, এটি দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ...
৫ ঘণ্টা আগেদীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে বাগদান সারলেন সপ্তাহও পেরোয়নি। এর মধ্যে বেশ বড় রকমের দুর্ঘটনার মুখে পড়লেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। গতকাল সোমবার সকালে তেলেঙ্গানার জোগুলাম্বা গদওয়াল জেলায় হায়দরাবাদ-বেঙ্গালুরু মহাসড়কে...
১০ ঘণ্টা আগেসম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অভিনেতা শাকিব খান। ফেরার আগেই গুছিয়ে নিয়েছেন শিডিউল। দিন দুয়েকের বিশ্রাম সেরেই সে অনুযায়ী শুরু করেছেন কাজ। ৫ অক্টোবর থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার।
১৮ ঘণ্টা আগেবলিউডে এ বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘সাইয়ারা’। নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডাকে নিয়ে তৈরি সাইয়ারা ব্যবসার অঙ্কে পেছনে ফেলে দিয়েছে জনপ্রিয় অনেক অভিনেতার সিনেমাকে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসাসফল প্রেমের গল্প হিসেবে জায়গা করে নিয়েছে এটি।
১৮ ঘণ্টা আগে