Ajker Patrika

নতুন সংগীতায়োজনে ১০০ ফোক গান

(বাঁ থেকে) ডিজে রাহাত, শান সায়েক ও আদিব কবির। ছবি: সংগৃহীত
(বাঁ থেকে) ডিজে রাহাত, শান সায়েক ও আদিব কবির। ছবি: সংগৃহীত

ডিজে রাহাতের পরিকল্পনা ও তত্ত্বাবধানে নতুনভাবে তৈরি হলো ১০০টি ফোক গান। পিয়ানো ও ডাবস্টেপের মিশেলে গানগুলোয় কণ্ঠ দিয়েছেন ১০০ জন সংগীতশিল্পী। গানগুলো গেয়েছেন মিলন মাহমুদ, পারভেজ সাজ্জাদ, মুহিন খান, তানজিনা রুমা, লুৎফর হাসান, খেয়া, দোলা, লুইপা, সাথী খান প্রমুখ। মিউজিক প্রোগ্রামিংয়ে ছিলেন আদিব কবির ও শান সায়েক।

গত ১৯ ফেব্রুয়ারি বিএফডিসিতে সেট তৈরি করে গানগুলোর শুটিং করা হয়েছে।

জানা গেছে, এক দিনেই ১০০টি গানের শুটিং হয়েছে। দিনভর পাঁচটি ক্যামেরার সামনে একের পর এক গানে ঠোঁট মিলিয়েছেন শিল্পীরা, শুট করেছেন নির্মাতা। বিদেশে বসেই পুরো প্রজেক্ট সাজিয়েছেন ডিজে রাহাত। গত ১৭ ফেব্রুয়ারি শুটিং উপলক্ষে তিনি দেশে আসেন। ছিলেন সেট ডিজাইন ও শুটিংয়ে। কাজ শেষ করেই ২০ ফেব্রুয়ারি আবার ফিরে গেছেন কানাডায়।

আদিব কবির জানান, ঈদের পর থেকেই প্রতি সপ্তাহে একটি বা দুটি করে গান প্রকাশিত হবে ডিজে রাহাত ও আদিব কবিরের ইউটিউব চ্যানেলে। পাশাপাশি ই-পিয়ানো নামের ফেসবুক পেজ থেকে গানগুলোর সর্বশেষ আপডেট জানা যাবে। আদিব আরও জানান, এরই মধ্যে নতুন সিজন নিয়েও পরিকল্পনা শুরু করেছেন তাঁরা।

আদিব বলেন, ‘আমরা এখন পরের সিজন নিয়ে ভাবছি। আশা করছি, আরও ১০০টি গান নিয়ে কাজ করব। বাংলাদেশে ফোক গানের অভাব নেই। এত সমৃদ্ধ সংগীত ঐতিহ্য যে চাইলে এক হাজার গানও করা সম্ভব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত