জনপ্রিয়তায় তাঁর কোনো তুলনা হয় না। সংগীত, নৃত্য, অভিনয়, মানবতা ও ভালোবাসার ভুবনে ‘দ্য কিং অব পপ’ মাইকেল জ্যাকসন এক জাদুকরের নাম। আজ এই মহা তারকার ৬৩তম জন্মবার্ষিকী। জন্মদিনে মাইকেলকে নিয়ে বিশেষ এই প্রতিবেদন।
জুতা-রহস্য
মাইকেল জ্যাকসনের ‘স্মুথ ক্রিমিনাল’-এ দেখা যায় অ্যান্টি গ্রাভিটি মুভমেন্ট। ‘অ্যানি, আর ইউ ওকে?’ গানে জ্যাকসন হঠাৎ শরীরের ওপর ভর করে সামনের দিকে ঝুঁকে আবার উঠে পড়েন। কিন্তু কীভাবে এটা সম্ভব! শরীরের এমন মুভমেন্টের পেছনে রয়েছে বিশেষ জুতা। স্টেজের মধ্যে একধরনের পেরেক রাখা ছিল, যা হিলের গর্তে আটকে যাবে। এ ছাড়া শরীরে জড়ানো ছিল অ্যান্টি গ্রাভিটি ইফেক্ট দেওয়ার জন্য কিছু তার। এই জুতা তৈরি হয় জিরো গ্রাভিটিতে ব্যবহৃত মহাকাশচারীর জুতার অনুকরণে। জুতাজোড়া বর্তমানে মস্কোর হার্ড রক ক্যাফেতে রয়েছে। মাইকেলের মৃত্যুর পর ৪ কোটি ২৫ লাখ ২৫ হাজার ৯০০ টাকায় নিলাম হয়েছিল সেটি।
বেঁচে গিয়েছিলেন ৯-১১-এর হামলা থেকে
৯-১১-এর হামলা থেকে বেঁচে গিয়েছিলেন মাইকেল। পপস্টারের ভাই জেরমাইন জ্যাকসনের লেখা মাইকেলের জীবনী ‘ইউ আর নট অ্যালোন’-এ উঠে এসেছে সেই কাহিনি। হামলার দিন বিশ্ব বাণিজ্যকেন্দ্রে জ্যাকসনের একটি বৈঠক ছিল। কিন্তু তার আগের রাতে মা ক্যাথেরাইনের সঙ্গে অনেকক্ষণ কথা বলেছিলেন তিনি। তাই বিছানায় যেতে রাত হয়ে যায়। সকালে ঠিক সময়ে ঘুম থেকে উঠতে না পারায় টুইন টাওয়ারের মিটিংয়ে যেতে পারেননি। আর এতেই তিনি প্রাণে বেঁচে যান সেদিন।
সারা রাত না ঘুমিয়ে কাঁদতেন
মাইকেল ব্যক্তিজীবনে খুবই নিঃসঙ্গ ছিলেন। বেশি মানুষের সঙ্গে মিশতেন না। কেউই পূর্বানুমতি ছাড়া তাঁর বাড়িতে ঢুকতে পারত না। ঠিকমতো খেতেন না। সারা রাত মাদকে আসক্ত থাকতেন। কড়া ঘুমের ওষুধেও তাঁর ঘুম আসত না। তাঁর গৃহপরিচারিকার দাবি, রাতে না ঘুমিয়ে ঘর ছেড়ে বাড়ির বারান্দায় নিয়মিত কাঁদতেন।
অমীমাংসিত মৃত্যু-রহস্য
মাইকেলের মৃত্যুর জন্য দীর্ঘ মেয়াদে পেইন কিলার সেবনকে দায়ী করা হয়। কিন্তু শুরুতে জানানো হয়েছিল, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। হুট করেই বোমা ফাটায় দ্য সান পত্রিকা। তারা জানায়, ডেমারোল নামের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যথানাশক ইনজেকশন নেওয়ার কারণেই মাইকেলের মৃত্যু হয়ে থাকতে পারে। মৃত্যুর মুখে ঢলে পড়ার সময় মাইকেলের সঙ্গে ছিলেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক কনরাড মুরে। রহস্য ঘনীভূত হয় যখন দেখা যায়, মাইকেলের ডেথ সার্টিফিকেটে তিনি স্বাক্ষর করেননি। মাইকেলের মৃত্যুর জন্য তাঁর ব্যক্তিগত চিকিৎসক কনরাড মুরেকে দোষী সাব্যস্ত করে চার বছরের জেল দেন আদালত। মৃত্যুর জন্য অনিচ্ছাকৃতভাবে হলেও চিকিৎসকের গাফিলতিকে দায়ী করেন আদালত।
অমর হওয়ার চেষ্টা
মাইকেল জ্যাকসন অমর হওয়ার রাস্তা খুঁজছিলেন। নিজের ক্লোন তৈরি করে অমর হতে চেয়েছিলেন। মৃত্যুর আগে এর জন্য তিনি লাখ লাখ ডলার ব্যয়ও করেছেন। তাঁর জীবনী লেখক মাইকেল সি লাকম্যান এক সাক্ষাৎকারে সাড়া জাগানো এ তথ্য দেন। মাইকেলের ইচ্ছা ছিল, তাঁর ক্লোন করে একটি খুদে জ্যাকসন দলের সৃষ্টি হবে এবং তাঁরাও এক দিন তাঁর মতো দুনিয়া মাতাবে।
জনপ্রিয়তায় তাঁর কোনো তুলনা হয় না। সংগীত, নৃত্য, অভিনয়, মানবতা ও ভালোবাসার ভুবনে ‘দ্য কিং অব পপ’ মাইকেল জ্যাকসন এক জাদুকরের নাম। আজ এই মহা তারকার ৬৩তম জন্মবার্ষিকী। জন্মদিনে মাইকেলকে নিয়ে বিশেষ এই প্রতিবেদন।
জুতা-রহস্য
মাইকেল জ্যাকসনের ‘স্মুথ ক্রিমিনাল’-এ দেখা যায় অ্যান্টি গ্রাভিটি মুভমেন্ট। ‘অ্যানি, আর ইউ ওকে?’ গানে জ্যাকসন হঠাৎ শরীরের ওপর ভর করে সামনের দিকে ঝুঁকে আবার উঠে পড়েন। কিন্তু কীভাবে এটা সম্ভব! শরীরের এমন মুভমেন্টের পেছনে রয়েছে বিশেষ জুতা। স্টেজের মধ্যে একধরনের পেরেক রাখা ছিল, যা হিলের গর্তে আটকে যাবে। এ ছাড়া শরীরে জড়ানো ছিল অ্যান্টি গ্রাভিটি ইফেক্ট দেওয়ার জন্য কিছু তার। এই জুতা তৈরি হয় জিরো গ্রাভিটিতে ব্যবহৃত মহাকাশচারীর জুতার অনুকরণে। জুতাজোড়া বর্তমানে মস্কোর হার্ড রক ক্যাফেতে রয়েছে। মাইকেলের মৃত্যুর পর ৪ কোটি ২৫ লাখ ২৫ হাজার ৯০০ টাকায় নিলাম হয়েছিল সেটি।
বেঁচে গিয়েছিলেন ৯-১১-এর হামলা থেকে
৯-১১-এর হামলা থেকে বেঁচে গিয়েছিলেন মাইকেল। পপস্টারের ভাই জেরমাইন জ্যাকসনের লেখা মাইকেলের জীবনী ‘ইউ আর নট অ্যালোন’-এ উঠে এসেছে সেই কাহিনি। হামলার দিন বিশ্ব বাণিজ্যকেন্দ্রে জ্যাকসনের একটি বৈঠক ছিল। কিন্তু তার আগের রাতে মা ক্যাথেরাইনের সঙ্গে অনেকক্ষণ কথা বলেছিলেন তিনি। তাই বিছানায় যেতে রাত হয়ে যায়। সকালে ঠিক সময়ে ঘুম থেকে উঠতে না পারায় টুইন টাওয়ারের মিটিংয়ে যেতে পারেননি। আর এতেই তিনি প্রাণে বেঁচে যান সেদিন।
সারা রাত না ঘুমিয়ে কাঁদতেন
মাইকেল ব্যক্তিজীবনে খুবই নিঃসঙ্গ ছিলেন। বেশি মানুষের সঙ্গে মিশতেন না। কেউই পূর্বানুমতি ছাড়া তাঁর বাড়িতে ঢুকতে পারত না। ঠিকমতো খেতেন না। সারা রাত মাদকে আসক্ত থাকতেন। কড়া ঘুমের ওষুধেও তাঁর ঘুম আসত না। তাঁর গৃহপরিচারিকার দাবি, রাতে না ঘুমিয়ে ঘর ছেড়ে বাড়ির বারান্দায় নিয়মিত কাঁদতেন।
অমীমাংসিত মৃত্যু-রহস্য
মাইকেলের মৃত্যুর জন্য দীর্ঘ মেয়াদে পেইন কিলার সেবনকে দায়ী করা হয়। কিন্তু শুরুতে জানানো হয়েছিল, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। হুট করেই বোমা ফাটায় দ্য সান পত্রিকা। তারা জানায়, ডেমারোল নামের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যথানাশক ইনজেকশন নেওয়ার কারণেই মাইকেলের মৃত্যু হয়ে থাকতে পারে। মৃত্যুর মুখে ঢলে পড়ার সময় মাইকেলের সঙ্গে ছিলেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক কনরাড মুরে। রহস্য ঘনীভূত হয় যখন দেখা যায়, মাইকেলের ডেথ সার্টিফিকেটে তিনি স্বাক্ষর করেননি। মাইকেলের মৃত্যুর জন্য তাঁর ব্যক্তিগত চিকিৎসক কনরাড মুরেকে দোষী সাব্যস্ত করে চার বছরের জেল দেন আদালত। মৃত্যুর জন্য অনিচ্ছাকৃতভাবে হলেও চিকিৎসকের গাফিলতিকে দায়ী করেন আদালত।
অমর হওয়ার চেষ্টা
মাইকেল জ্যাকসন অমর হওয়ার রাস্তা খুঁজছিলেন। নিজের ক্লোন তৈরি করে অমর হতে চেয়েছিলেন। মৃত্যুর আগে এর জন্য তিনি লাখ লাখ ডলার ব্যয়ও করেছেন। তাঁর জীবনী লেখক মাইকেল সি লাকম্যান এক সাক্ষাৎকারে সাড়া জাগানো এ তথ্য দেন। মাইকেলের ইচ্ছা ছিল, তাঁর ক্লোন করে একটি খুদে জ্যাকসন দলের সৃষ্টি হবে এবং তাঁরাও এক দিন তাঁর মতো দুনিয়া মাতাবে।
ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
৪৩ মিনিট আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
১ ঘণ্টা আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
১ ঘণ্টা আগেদীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে।
১ ঘণ্টা আগে