Ajker Patrika

নতুন গান নিয়ে আসছেন সাবিনা ইয়াসমীন

বিনোদন প্রতিবেদক, ঢাকা
সাবিনা ইয়াসমীন। ছবি: সংগৃহীত
সাবিনা ইয়াসমীন। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন। তাই গাওয়া হয়নি নতুন গান। এখন তিনি সুস্থ। আবারও কণ্ঠে তুললেন নতুন গান। সম্প্রতি তিনি গাইলেন ‘অতীত গল্পগুলি’ শিরোনামের একটি গান। গানটি শিগগিরই প্রকাশ করা হবে এফএ মিউজিকের ব্যানারে।

অতীত গল্পগুলি গানটির কথা লিখেছেন এফএ মিউজিকের কর্ণধার গীতিকবি ফারুক আনোয়ার। সুর ও সংগীত পরিচালনা করেছেন সম্রাট আহমেদ। ইতিমধ্যে এই মিউজিক চ‍্যানেলটি প্রবীণ শিল্পীদের নিয়ে কাজ করে প্রশংসিত হয়েছে।

নতুন গান নিয়ে নিজের অনুভূতি জানিয়ে সাবিনা ইয়াসমীন বলেন, ‘আগেই বলেছিলাম, আমি যে ধরনের গান গাই, এমন কোনো গান হলে, যা আমার গাইতে ভালো লাগবে, আমি অবশ্যই গাইব। অতীত গল্পগুলি গানটির কথা ও সুর আমার মন ছুঁয়ে গেছে। এটি গাওয়ার অভিজ্ঞতা আমাকে অন্য রকম আনন্দ দিয়েছে। ধন্যবাদ ফারুক আনোয়ারকে, যিনি আমার জন‍্য একটি চমৎকার গান লিখেছেন। ধন্যবাদ সম্রাটকে, সুন্দর সুর ও সংগীত আয়োজনের জন্য।’

গীতিকার ফারুক আনোয়ার বলেন, ‘অনেক দিন ধরেই পরিকল্পনা করছিলাম শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমীনের জন্য নতুন গান করার। তাঁর কথা মাথায় রেখে সময় নিয়ে যত্ন করে গানটি লিখেছি। তাঁর গায়কি মাথায় রেখেই সুর করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা সফল হয়েছি, কারণ গানটি সাবিনা ইয়াসমীনের ভালো লেগেছে। আমাদের এই চেষ্টা পুরোপুরি সার্থক হবে শ্রোতাদের ভালো লাগলে।’

সুরকার ও সংগীত পরিচালক সম্রাট আহমেদ বলেন, ‘শ্রদ্ধেয়া সাবিনা ইয়াসমীন ম্যামের জন্য গান করা আমার জীবনে এক বড় পাওয়া। গীতিকার ফারুক আনোয়ার স্যার আমাকে বললেন এমন একটা সুর করতে হবে, যে সুর শুনে সাবিনা ইয়াসমীন ম্যামের ভালো লাগবে, তিনি গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তখন থেকেই আমার মাথায় ঘুরছিল আলাউদ্দিন আলী স্যারের নানা সুর। কারণ, তাঁর সুরে সাবিনা ইয়াসমীনের অসংখ্য গান জনপ্রিয় হয়েছে। আমি সাধ্যের পুরোটা দিয়ে চেষ্টা করেছি ভালো একটা সুর করার। নানা ধরনের অর্কেস্ট্রেশন দিয়ে সংগীত আয়োজন করার। আশা করি গানটি শ্রোতাদের মন জয় করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ড. ইউনূসের সফরসঙ্গী হয়েও ফখরুল–আখতাররা ভিভিআইপি সুবিধা পাননি কেন—জানাল প্রেস উইং

স্পিকারের বাসভবনই হবে প্রধানমন্ত্রীর অস্থায়ী আবাস

আ.লীগের ঝটিকা মিছিল: মানিকগঞ্জের প্যানেল মেয়র আরশেদ আলীসহ চারজন কারাগারে

ঘরে সদ্য বিবাহিত বিক্রয় প্রতিনিধির লাশ, চিরকুটে লেখা ‘জীবন খুবই কঠিন’

অবসরে যাওয়া দুই কর কমিশনারকে পদোন্নতি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত