Ajker Patrika

সাবিনা ইয়াসমীনের নতুন গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
গানের রেকর্ডিংয়ে সাবিনা ইয়াসমীন। ছবি: সংগৃহীত
গানের রেকর্ডিংয়ে সাবিনা ইয়াসমীন। ছবি: সংগৃহীত

সুস্থ হয়ে আবারও গানে নিয়মিত হয়েছেন সাবিনা ইয়াসমীন। রেকর্ডিং করছেন নতুন গান। গত মাসে গান শোনাতে গিয়েছিলেন কানাডায়। এবার তিনি গাইলেন নতুন একটি দেশাত্মবোধক গান। ‘প্রাণের বাংলাদেশ’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন আরিফ হোসেন বাবু। সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ।

নতুন এই গান নিয়ে সাবিনা ইয়াসমীন বলেন, ‘গানের কথা ও সুর খুব সুন্দর। প্রচলিত মডার্ন সুরে তৈরি হয়েছে দেশের এ গান। শুনতে বেশ ভালো লাগে। আশা করছি, শ্রোতাদেরও ভালো লাগবে।’

গীতিকার ও সুরকার আরিফ হোসেন বাবু বলেন, ‘আমার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। সাবিনা ইয়াসমীনের মতো কিংবদন্তির কণ্ঠে আমার কথা ও সুরে গান আমার জন্য অনেক আনন্দের।’ জানা গেছে, শিগগির অরিন মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হবে।

এক বছর বিরতির পর গত ৩১ জানুয়ারি মঞ্চে গাইতে ওঠেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। প্রায় ১ ঘণ্টায় ১০টি গান গাওয়ার পর মঞ্চে অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তিন দিন হাসপাতালে থাকতে হয় গায়িকাকে। সুস্থ হয়ে আবার নিয়মিত হয়েছেন গানে। সাবিনা ইয়াসমীনের সর্বশেষ প্রকাশিত দেশের গান ‘আমার পতাকা লাল-সবুজে আঁকা’। গানটিতে দ্বৈত কণ্ঠে ছিলেন আসিফ আকবর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত