রক ‘এন’ রোল কিংবদন্তি এলভিসের একমাত্র সন্তান ও পপ কিংবদন্তি মাইকেল জ্যাকসনের প্রাক্তন স্ত্রী সংগীতশিল্পী লিসা মেরি প্রিসলি ৫৪ বছর বয়সে মারা গেছেন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক হাসপাতালে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় বলে মায়ের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
তাঁর মা প্রিসিলা বলেন, ‘দুঃখভারাক্রান্ত হৃদয়ের অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি, আমার সুন্দরী কন্যা লিসা মেরি আমাদের ছেড়ে চলে গেছে।’
লিসার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
লিসা মেরি প্রিসলির ঘনিষ্ঠ একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম টিএমজেড জানায়, বৃহস্পতিবার সকালে ক্যালিফোর্নিয়ার ক্যালাবাসাসে তার বাড়িতে লিসা মেরি প্রিসলিকে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল। সেখান থেকেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।
এই তারকার মৃত্যুর খবর পাওয়ার পরই যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে লিসার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
গ্র্যামি পুরস্কার বিজয়ী গায়ক ডায়ান ওয়ারেন লেখেন ‘এটি একটি ভয়াবহ খবর।’ ডায়ান ওয়ারেন আরও বলেন ‘প্রিসিলা ও লিসা মেরির সন্তানদের জন্য ভালোবাসা ও প্রার্থনা।’
এক টুইটে অস্কারজয়ী অভিনেত্রী মারলি ম্যাটলিন লিখেছেন, ‘টিভি সিরিজ ‘ডান্সিং উইথ দ্য স্টারে’ মা হিসেবে অভিনয়ের সময় প্রিসিলা প্রিসলিকে জানার সুযোগ হয়। লিসার অকাল মৃত্যুতে কেমন বেদনার মধ্য দিয়ে তাঁর দিন কাটছে, তা ভাবতেও পারছি না।’
লিসা মেরি ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার পথ অনুসরণ করে তিনিও সংগীতে কর্মজীবন শুরু করেন। তাঁর তিনটি অ্যালবাম প্রকাশিত হয়। এর মাঝে ২০০৩ সালে তাঁর অ্যালবাম ‘টু হোম ইট মাই কনসার্ন’ বিলবোর্ড টপ চার্টে অবস্থান নিয়েছিল।
তিনি ১৯৮৮ সালে মার্কিন অভিনেতা ড্যানি কিওফের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে তিনি পপ কিংবদন্তি মাইকেল জ্যাকসনকে বিয়ে করেন। এর পর্যায়ক্রমে মার্কিন অভিনেতা নিকোলাস কেজ ও এরপর জনপ্রিয় মার্কিন গিটারিস্ট মাইকেল লকউডকে বিয়ে করেন।
রক ‘এন’ রোল কিংবদন্তি এলভিসের একমাত্র সন্তান ও পপ কিংবদন্তি মাইকেল জ্যাকসনের প্রাক্তন স্ত্রী সংগীতশিল্পী লিসা মেরি প্রিসলি ৫৪ বছর বয়সে মারা গেছেন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক হাসপাতালে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় বলে মায়ের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
তাঁর মা প্রিসিলা বলেন, ‘দুঃখভারাক্রান্ত হৃদয়ের অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি, আমার সুন্দরী কন্যা লিসা মেরি আমাদের ছেড়ে চলে গেছে।’
লিসার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
লিসা মেরি প্রিসলির ঘনিষ্ঠ একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম টিএমজেড জানায়, বৃহস্পতিবার সকালে ক্যালিফোর্নিয়ার ক্যালাবাসাসে তার বাড়িতে লিসা মেরি প্রিসলিকে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল। সেখান থেকেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।
এই তারকার মৃত্যুর খবর পাওয়ার পরই যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে লিসার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
গ্র্যামি পুরস্কার বিজয়ী গায়ক ডায়ান ওয়ারেন লেখেন ‘এটি একটি ভয়াবহ খবর।’ ডায়ান ওয়ারেন আরও বলেন ‘প্রিসিলা ও লিসা মেরির সন্তানদের জন্য ভালোবাসা ও প্রার্থনা।’
এক টুইটে অস্কারজয়ী অভিনেত্রী মারলি ম্যাটলিন লিখেছেন, ‘টিভি সিরিজ ‘ডান্সিং উইথ দ্য স্টারে’ মা হিসেবে অভিনয়ের সময় প্রিসিলা প্রিসলিকে জানার সুযোগ হয়। লিসার অকাল মৃত্যুতে কেমন বেদনার মধ্য দিয়ে তাঁর দিন কাটছে, তা ভাবতেও পারছি না।’
লিসা মেরি ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার পথ অনুসরণ করে তিনিও সংগীতে কর্মজীবন শুরু করেন। তাঁর তিনটি অ্যালবাম প্রকাশিত হয়। এর মাঝে ২০০৩ সালে তাঁর অ্যালবাম ‘টু হোম ইট মাই কনসার্ন’ বিলবোর্ড টপ চার্টে অবস্থান নিয়েছিল।
তিনি ১৯৮৮ সালে মার্কিন অভিনেতা ড্যানি কিওফের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে তিনি পপ কিংবদন্তি মাইকেল জ্যাকসনকে বিয়ে করেন। এর পর্যায়ক্রমে মার্কিন অভিনেতা নিকোলাস কেজ ও এরপর জনপ্রিয় মার্কিন গিটারিস্ট মাইকেল লকউডকে বিয়ে করেন।
ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
৪ ঘণ্টা আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
৪ ঘণ্টা আগেদীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে।
৪ ঘণ্টা আগে