দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন অর্থহীন ব্যান্ডের প্রধান গায়ক সাইদুস সালেহীন সুমন। শ্রোতাদের কাছে যিনি ‘বেজবাবা সুমন’ নামেই পরিচিত। ক্যানসারের পাশাপাশি চোখ, স্পাইন সমস্যা নিয়েও তাঁকে যেতে হয়েছে অস্ত্রোপচারের টেবিলে। গতকাল রোববার মধ্যরাতে সুমন জানিয়েছেন, তিনি এখন ক্যানসারজয়ী, তবে স্পাইনের সমস্যা কিছুটা রয়েছে। ভক্তদের অনর্থক মানসিক টেনশন না করার আহ্বান জানিয়ে চেয়েছেন দোয়া। সঙ্গে এও জানিয়েছেন, ভক্তরাই তাঁর অনুপ্রেরণা, প্রতিষেধক ও সুপার হিরো। যেখানে ব্যাটম্যান বা সুপারম্যানের জায়গা নেই।
ফেসবুকে সুমন লিখেছেন, ‘আমি ভয়াবহ অসুস্থ নই, আমার শরীরে কোনো প্রকার ক্যানসার আর নেই। আমার স্পাইনে সমস্যা আছে যার জন্য ভবিষ্যতে সার্জারি লাগবে, কিন্তু এটা এত ভয়াবহ না যে আমি মারা যাচ্ছি অথবা আমি আর কনসার্ট করতে পারব না। আপনারা ২০২১,২০২২ এবং ২০২৩ এ আমার স্পাইনের খারাপ অবস্থা নিয়েই কনসার্টগুলো দেখেছেন, এই মুহূর্তে স্পাইনের অবস্থা তখনের চেয়েও বেটার।’
চোখের সমস্যার আপডেট দিয়ে তিনি লিখেছেন, ‘আমার চোখের অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। ডাক্তারের কথা অনুযায়ী ফেব্রুয়ারির শেষের দিকে আমার চোখ পুরোপুরি নরমাল হয়ে যাবে।’
আগের চেয়ে শরীর শুকিয়েছেন বেজবাবা সুমন। তা নিয়ে ভক্তদের দুশ্চিন্তার শেষ নেই। তা নিয়ে তিনি লিখেছেন, ‘আমি গত ২ বছরে প্রায় ৭০ কেজি কমিয়েছি শুধুমাত্র ফুড, মাল্টি ভিটামিন সাপ্লিমেন্ট খেয়ে এবং অসম্ভব রকম একটি লো ক্যালরি ডায়েট মেনটেইন করে, কারণ আমার স্পাইন ঠিক রাখতে হলে আমার বডির ওপরের অংশের ওজন অনেক কম রাখতে হবে যাতে স্পাইনে প্রেশার না পরে। নরমাল মানুষের মতো ওজন মেনটেইন করলে হবে না, আমার কিছুটা আন্ডার ওয়েট থাকতে হবে। সুতরাং আমার ওজন অনেক কমাতে হয়েছে। ওজন কমানোর সাথে সাথে অনেক বছর পর ক্লিন সেইভ করেছি দেখে আমাকে আরও অনেক বেশি শুকনো লাগছে।’
ভক্তদের দুশ্চিন্তা কমিয়ে দোয়া চেয়ে বেজবাবা সুমন লিখেছেন, ‘আমাকে এখন অনেক শুকনো দেখে আপনারা যেভাবে টেনশন করছেন সেটা করাটা ঠিক হচ্ছে না। অনর্থক মানসিক টেনশন নিচ্ছেন। যখন আমার ‘‘রিয়েল’’ বিপদ আসবে তখন আমার জন্য দোয়া কইরেন, কারণ আপনাদের ভালোবাসা ও দোয়ার কারণেই এখনো সকালে ঘুম থেকে উঠে বলতে পারি ‘‘লাইফ ইজ বিউটিফুল”। আপনারা আমার ইনস্পিরেশন, আপনারা আমার অদ্ভুত ছেলে বা মেয়ে, আপনারা আমার এন্টিডোট, আপনারাই আমার সুপার হিরো! এখানে ব্যাটম্যান বা সুপারম্যানের জায়গা নেই। আপনারা আমার ‘‘অদ্ভুত’’!’
সব শেষে তিনি লিখেছেন, ‘সুতরাং আমাকে নিয়ে দুশ্চিন্তা বাদ দেন। কখনো কোথাও দেখা হয়ে গেলে চাইলে আমাকে কফি খাওয়াবেন যদি সম্ভব হয়। আমি আপনার জন্য অনেক দোয়া করব। সবাইকে অসম্ভব ভালোবাসা।’
দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন অর্থহীন ব্যান্ডের প্রধান গায়ক সাইদুস সালেহীন সুমন। শ্রোতাদের কাছে যিনি ‘বেজবাবা সুমন’ নামেই পরিচিত। ক্যানসারের পাশাপাশি চোখ, স্পাইন সমস্যা নিয়েও তাঁকে যেতে হয়েছে অস্ত্রোপচারের টেবিলে। গতকাল রোববার মধ্যরাতে সুমন জানিয়েছেন, তিনি এখন ক্যানসারজয়ী, তবে স্পাইনের সমস্যা কিছুটা রয়েছে। ভক্তদের অনর্থক মানসিক টেনশন না করার আহ্বান জানিয়ে চেয়েছেন দোয়া। সঙ্গে এও জানিয়েছেন, ভক্তরাই তাঁর অনুপ্রেরণা, প্রতিষেধক ও সুপার হিরো। যেখানে ব্যাটম্যান বা সুপারম্যানের জায়গা নেই।
ফেসবুকে সুমন লিখেছেন, ‘আমি ভয়াবহ অসুস্থ নই, আমার শরীরে কোনো প্রকার ক্যানসার আর নেই। আমার স্পাইনে সমস্যা আছে যার জন্য ভবিষ্যতে সার্জারি লাগবে, কিন্তু এটা এত ভয়াবহ না যে আমি মারা যাচ্ছি অথবা আমি আর কনসার্ট করতে পারব না। আপনারা ২০২১,২০২২ এবং ২০২৩ এ আমার স্পাইনের খারাপ অবস্থা নিয়েই কনসার্টগুলো দেখেছেন, এই মুহূর্তে স্পাইনের অবস্থা তখনের চেয়েও বেটার।’
চোখের সমস্যার আপডেট দিয়ে তিনি লিখেছেন, ‘আমার চোখের অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। ডাক্তারের কথা অনুযায়ী ফেব্রুয়ারির শেষের দিকে আমার চোখ পুরোপুরি নরমাল হয়ে যাবে।’
আগের চেয়ে শরীর শুকিয়েছেন বেজবাবা সুমন। তা নিয়ে ভক্তদের দুশ্চিন্তার শেষ নেই। তা নিয়ে তিনি লিখেছেন, ‘আমি গত ২ বছরে প্রায় ৭০ কেজি কমিয়েছি শুধুমাত্র ফুড, মাল্টি ভিটামিন সাপ্লিমেন্ট খেয়ে এবং অসম্ভব রকম একটি লো ক্যালরি ডায়েট মেনটেইন করে, কারণ আমার স্পাইন ঠিক রাখতে হলে আমার বডির ওপরের অংশের ওজন অনেক কম রাখতে হবে যাতে স্পাইনে প্রেশার না পরে। নরমাল মানুষের মতো ওজন মেনটেইন করলে হবে না, আমার কিছুটা আন্ডার ওয়েট থাকতে হবে। সুতরাং আমার ওজন অনেক কমাতে হয়েছে। ওজন কমানোর সাথে সাথে অনেক বছর পর ক্লিন সেইভ করেছি দেখে আমাকে আরও অনেক বেশি শুকনো লাগছে।’
ভক্তদের দুশ্চিন্তা কমিয়ে দোয়া চেয়ে বেজবাবা সুমন লিখেছেন, ‘আমাকে এখন অনেক শুকনো দেখে আপনারা যেভাবে টেনশন করছেন সেটা করাটা ঠিক হচ্ছে না। অনর্থক মানসিক টেনশন নিচ্ছেন। যখন আমার ‘‘রিয়েল’’ বিপদ আসবে তখন আমার জন্য দোয়া কইরেন, কারণ আপনাদের ভালোবাসা ও দোয়ার কারণেই এখনো সকালে ঘুম থেকে উঠে বলতে পারি ‘‘লাইফ ইজ বিউটিফুল”। আপনারা আমার ইনস্পিরেশন, আপনারা আমার অদ্ভুত ছেলে বা মেয়ে, আপনারা আমার এন্টিডোট, আপনারাই আমার সুপার হিরো! এখানে ব্যাটম্যান বা সুপারম্যানের জায়গা নেই। আপনারা আমার ‘‘অদ্ভুত’’!’
সব শেষে তিনি লিখেছেন, ‘সুতরাং আমাকে নিয়ে দুশ্চিন্তা বাদ দেন। কখনো কোথাও দেখা হয়ে গেলে চাইলে আমাকে কফি খাওয়াবেন যদি সম্ভব হয়। আমি আপনার জন্য অনেক দোয়া করব। সবাইকে অসম্ভব ভালোবাসা।’
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১০ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৫ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে