Ajker Patrika

ভালোবাসা দিবসে আসিফের গান

‘কষ্ট ভীষণ’ গানের ভিডিওতে আসিফ আকবর। ছবি: সংগৃহীত
‘কষ্ট ভীষণ’ গানের ভিডিওতে আসিফ আকবর। ছবি: সংগৃহীত

ভালোবাসা দিবসে নতুন গান নিয়ে আসছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। গানের শিরোনাম ‘কষ্ট ভীষণ’। আহমেদ রিজভীর লেখা গানটির সুর দিয়েছেন মনোয়ার হোসেন টুটুল। সংগীত আয়োজন করেছেন পার্থ মজুমদার। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। রূপগঞ্জের সুবর্ণভূমি গ্রামে হয়েছে ভিডিওর শুটিং। মডেল হয়েছেন আসিফ আকবর ও মৌরী মাহদী।

ভালোবাসার যে মানুষকে দেখলে হৃদয় হাসে, সেই মানুষ যখন কাছে টেনে নিয়ে আবার চলে যায় কাঁদিয়ে, তখন হৃদয়ে ওঠে কষ্টের ঝড়। চেনা মানুষের এই অচেনা রূপ মেনে নেওয়া কষ্টের। পেয়ে হারানোর বেদনার আকুতি শোনা যাবে আসিফ আকবরের নতুন গানে। গানটি প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

‘কষ্ট ভীষণ’ গানের ভিডিওতে আসিফ আকবর ও মৌরী মাহদী। ছবি: সংগৃহীত
‘কষ্ট ভীষণ’ গানের ভিডিওতে আসিফ আকবর ও মৌরী মাহদী। ছবি: সংগৃহীত

নতুন এই গান নিয়ে আসিফ আকবর বলেন, ‘গানটিতে দর্শক-শ্রোতারা নানা বিষয়ে নতুনত্ব পাবেন। রিজভী ভাইয়ের লেখা আর টুটুল ভাইয়ের সুরের সাথে পার্থদার সংগীতায়োজন নিঃসন্দেহে ভিন্নমাত্রার একটি গান হয়েছে। আর চন্দনের ভিডিওতে আমার আর মৌরীর রসায়নটাও বেশ ভালো হয়েছে। এটি ভালোবাসা দিবসের বিশেষ গান। আশা করছি দর্শক শ্রোতাদের ভালোবাসা দিবসকে রাঙিয়ে তুলবে গানটি।’

‘কষ্ট ভীষণ’ গানের ভিডিওতে আসিফ আকবর ও মৌরী মাহদী। ছবি: সংগৃহীত
‘কষ্ট ভীষণ’ গানের ভিডিওতে আসিফ আকবর ও মৌরী মাহদী। ছবি: সংগৃহীত

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানিয়েছে, ভালোবাসা দিবস উপলক্ষে তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে কষ্ট ভীষণ গানটির ভিডিও। পাশাপাশি শুনতে পাওয়া যাবে দেশি-বিদেশি একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত