আজ ঢাকার শ্রোতাদের গান শোনাবেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় ও ব্যান্ড তালপাতার সেপাই। সঙ্গে থাকবেন বাংলাদেশের অর্ণব, ব্যান্ড মেঘদল ও হাতিরপুল সেশনস।
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘ম্যাজিক্যাল নাইট’ শীর্ষক কনসার্টের আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশনস। কনসার্টে অংশ নিতে গতকাল দুপুরেই ঢাকায় পৌঁছেছেন অনুপম ও তালপাতার সেপাই। বছরের শুরুতে বাংলাদেশে এসেছিলেন অনুপম। সেবার নারায়ণগঞ্জ ক্লাবে গান পরিবেশন করেছিলেন তিনি। এ দেশে গান পরিবেশন নিয়ে অনুপম বলেন, ‘এর আগেও অনেকবার এসেছি বাংলাদেশে। এখানকার মানুষ আমায় টানে। এখানে গান করে আমি আনন্দ পাই। তাই ঢাকা থেকে ডাক পেলে মিস করতে চাই না।’
অন্যদিকে গত মাসেই ঢাকার শ্রোতাদের সামনে গেয়েছে পশ্চিমবঙ্গের ব্যান্ড তালপাতার সেপাই। ব্যান্ডটির ‘সোনার কাঠি’, ‘মশাদের চুমু’, ‘চাঁদের শহরে’, ‘আমি শুধু খুঁজেছি আমায়’ গানগুলোর সুরে মুখরিত ছিল পুরো আলোকি কনভেনশন সেন্টার। এবারের কনসার্ট নিয়েও দারুণ আশাবাদী ব্যান্ডটি। তালপাতার সেপাইয়ের ভোকাল প্রিতম দাস বলেন, ‘গতবারের কনসার্টে দর্শকের কাছ থেকে অনেক রেসপন্স পেয়েছিলাম। এবারও আশা করছি পাব। চেষ্টা করব পারফরম্যান্স দিয়ে সবার মন জয় করার।’
গতকাল এই কনসার্ট নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, বিকেল ৫টায় মঞ্চে উঠবে হাতিরপুল সেশনস, এরপর গাইবে মেঘদল, তালপাতার সেপাই ও অনুপম রায়। রাত ১১টার দিকে অর্ণবের পরিবেশনা দিয়ে কনসার্ট শেষ হওয়ার কথা।
আজ ঢাকার শ্রোতাদের গান শোনাবেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় ও ব্যান্ড তালপাতার সেপাই। সঙ্গে থাকবেন বাংলাদেশের অর্ণব, ব্যান্ড মেঘদল ও হাতিরপুল সেশনস।
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘ম্যাজিক্যাল নাইট’ শীর্ষক কনসার্টের আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশনস। কনসার্টে অংশ নিতে গতকাল দুপুরেই ঢাকায় পৌঁছেছেন অনুপম ও তালপাতার সেপাই। বছরের শুরুতে বাংলাদেশে এসেছিলেন অনুপম। সেবার নারায়ণগঞ্জ ক্লাবে গান পরিবেশন করেছিলেন তিনি। এ দেশে গান পরিবেশন নিয়ে অনুপম বলেন, ‘এর আগেও অনেকবার এসেছি বাংলাদেশে। এখানকার মানুষ আমায় টানে। এখানে গান করে আমি আনন্দ পাই। তাই ঢাকা থেকে ডাক পেলে মিস করতে চাই না।’
অন্যদিকে গত মাসেই ঢাকার শ্রোতাদের সামনে গেয়েছে পশ্চিমবঙ্গের ব্যান্ড তালপাতার সেপাই। ব্যান্ডটির ‘সোনার কাঠি’, ‘মশাদের চুমু’, ‘চাঁদের শহরে’, ‘আমি শুধু খুঁজেছি আমায়’ গানগুলোর সুরে মুখরিত ছিল পুরো আলোকি কনভেনশন সেন্টার। এবারের কনসার্ট নিয়েও দারুণ আশাবাদী ব্যান্ডটি। তালপাতার সেপাইয়ের ভোকাল প্রিতম দাস বলেন, ‘গতবারের কনসার্টে দর্শকের কাছ থেকে অনেক রেসপন্স পেয়েছিলাম। এবারও আশা করছি পাব। চেষ্টা করব পারফরম্যান্স দিয়ে সবার মন জয় করার।’
গতকাল এই কনসার্ট নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, বিকেল ৫টায় মঞ্চে উঠবে হাতিরপুল সেশনস, এরপর গাইবে মেঘদল, তালপাতার সেপাই ও অনুপম রায়। রাত ১১টার দিকে অর্ণবের পরিবেশনা দিয়ে কনসার্ট শেষ হওয়ার কথা।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৮ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১১ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৩ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৬ ঘণ্টা আগে