Ajker Patrika

প্রকাশিত হলো ‘আলোকবর্তিকা’

প্রকাশিত হলো ‘আলোকবর্তিকা’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন আজ ২৮ সেপ্টেম্বর। এ উপলক্ষে তৈরি গান ‘আলোকবর্তিকা’ প্রকাশিত হয়েছে। গীতিকার সুজন হাজং এর ব্যক্তিগত ইউটিউবে প্রকাশ করা হয়েছে গানের ভিডিও। গানটিতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও আতিয়া আনিশা। সুজন হাজংয়ের লেখা গানটির সুর করেছেন বেলাল খান। সংগীত করেছেন শোভন রায়।

গত ২৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) মগবাজারের প্রোটিউন স্টুডিওতে গানটির কণ্ঠ ধারণের কাজ শেষ হয়।

তুমি নদীর মত ছুটে চলা যেন এক নদী/ তুমি বাঙালির পাল তোলা নৌকায় বয়ে যাও নিরবধি- এমন কথার গানটি প্রসঙ্গে গীতিকার সুজন হাজং বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাঁর দুরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল। তাঁকে নিয়ে আমার লেখা এই গানটির মাধ্যমে বাংলাদেশের মানুষ নতুন একটি আশার আলো খুঁজে পাবে।’

গানটির কাভার ফটো। বেলাল খান বলেন, ‘গানের কথা খুব হৃদয়স্পর্শী ও নান্দনিক। প্রধানমন্ত্রীর জীবন-সংগ্রাম, ট্রাজেডি, নেতৃত্ব, অর্জন ও সাফল্য নিয়ে এরকম একটি গানে সুর ও কণ্ঠ দিতে পেরে আমি গর্বিত। আশা করি গানটি গণমানুষের মনে একটি ভিন্নধর্মী আবেদন তৈরি করবে।’

আতিয়া আনিশা বলেন, ‘গানের কথা ও সুর চমৎকার, কাব্যিক ও শ্রæতিমধুর। নিজের দেশের প্রধানমন্ত্রীর জন্মদিনে আলোকবর্তিকা শিরোনামের গানটি গাইতে পেরে খুব ভাল লাগছে। আমার বিশ্বাস গানটি শ্রোতাদের কাছে সমাদৃত হবে।’

দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতী নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত