‘ওপেনহাইমার’ সিনেমার জন্য গত অস্কারে সেরা অভিনেতার খেতাব জেতেন আইরিশ অভিনেতা কিলিয়ান মার্ফি। তবে এই তারকা সবচেয়ে বেশি আলোচনায় আসেন ওয়েব সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’-এর কারণে। সিরিজটিতে গ্যাংস্টার টমি শেলবির চরিত্রে অভিনয় দর্শকপ্রিয়তা এনে দেয়। হলিউড রিপোর্টারের খবর, অভিনেতাকে ফের দেখা যাবে গ্যাংস্টার টমি শেলবির ভূমিকায়। এটি হতে যাচ্ছে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির স্পিন-অফ চলচ্চিত্র। পরিচালনা করছেন টম হারপর।
সামাজিকমাধ্যম এক্সে গত মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। চিত্রনাট্যের একটি ছবি পোস্ট করে তারা লিখেছে, ‘ফিরছেন টমি শেলবি। নেটফ্লিক্সে আসছে কিলিয়ান মার্ফি অভিনীত একটি পিকি ব্লাইন্ডার্স চলচ্চিত্র।’ পাশাপাশি যুক্ত করা হয়েছে বিশেষ এই প্রত্যাবর্তন নিয়ে মার্ফির একটি মন্তব্যও। তিনি উল্লেখ করেছেন, ‘তা শুধু ভক্তদের জন্য’।
ওই এক্স পোস্টে অভিনেতা আরও বলেন, ‘আমার ভেতর টমি শেলবির পরিসমাপ্তি ঘটেনি। পিকি ব্লাইন্ডার্সের চলচ্চিত্র সংস্করণে ফের স্টিভেন নাইট ও টম হারপারের সঙ্গে কাজ করতে পারাটা খুবই আনন্দের।’
গণমাধ্যমে টম হারপার বলেন, ‘১০ বছর আগে যখন প্রথমবার পিকি ব্লাইন্ডার্স পরিচালনা করি, তখন জানতাম না যে সিরিজটি কেমন হতে যাচ্ছে, কিন্তু অভিনয়শিল্পীদের রসায়ন এবং লেখার মধ্যে এমন কিছু ছিল, যা বিস্ফোরক মনে হয়েছিল। পিকি সব সময়ই পারিবারিক সম্পর্কের গল্প, তাই স্টিভ ও কিলিয়ানকে নিয়ে নেটফ্লিক্সের মাধ্যমে গোটা বিশ্বের দর্শকের কাছে ফিরতে পারা নিঃসন্দেহে রোমাঞ্চকর।’
মোট ছয়টি সিজনে ২০১৩-২২ সাল পর্যন্ত বিবিসি’তে প্রচার হয়েছিল পিকি ব্লাইন্ডার্স। এতে উঠে এসেছিল প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ইংল্যান্ডের বার্মিংহাম শহরের কল্পিত এক গ্যাংস্টারের জীবনকাহিনি। গল্পটি লিখেছিলেন স্টিভেন নাইট। সিরিজটির সব সিজনেই নজর কেড়েছিলেন কিলিয়ান মার্ফি।
প্রসঙ্গত, বিবিসি টু-তে ২০১৩ সালের সেপ্টেম্বরে প্রথমবার প্রচারে আসে পিকি ব্লাইন্ডার্স। ২০১৯ সালে এর পঞ্চম সিজন থেকে এটি প্রচারিত হয় বিবিসি ওয়ানে। পাঁচ মিলিয়নের বেশি দর্শক দেখেছিলেন সিরিজটি। ন্যাশনাল টেলিভিশন অ্যাওয়ার্ডসহ বাফটায় সেরা ড্রামা সিরিজের পুরস্কার জিতে নিয়েছিল এটি।
‘ওপেনহাইমার’ সিনেমার জন্য গত অস্কারে সেরা অভিনেতার খেতাব জেতেন আইরিশ অভিনেতা কিলিয়ান মার্ফি। তবে এই তারকা সবচেয়ে বেশি আলোচনায় আসেন ওয়েব সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’-এর কারণে। সিরিজটিতে গ্যাংস্টার টমি শেলবির চরিত্রে অভিনয় দর্শকপ্রিয়তা এনে দেয়। হলিউড রিপোর্টারের খবর, অভিনেতাকে ফের দেখা যাবে গ্যাংস্টার টমি শেলবির ভূমিকায়। এটি হতে যাচ্ছে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির স্পিন-অফ চলচ্চিত্র। পরিচালনা করছেন টম হারপর।
সামাজিকমাধ্যম এক্সে গত মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। চিত্রনাট্যের একটি ছবি পোস্ট করে তারা লিখেছে, ‘ফিরছেন টমি শেলবি। নেটফ্লিক্সে আসছে কিলিয়ান মার্ফি অভিনীত একটি পিকি ব্লাইন্ডার্স চলচ্চিত্র।’ পাশাপাশি যুক্ত করা হয়েছে বিশেষ এই প্রত্যাবর্তন নিয়ে মার্ফির একটি মন্তব্যও। তিনি উল্লেখ করেছেন, ‘তা শুধু ভক্তদের জন্য’।
ওই এক্স পোস্টে অভিনেতা আরও বলেন, ‘আমার ভেতর টমি শেলবির পরিসমাপ্তি ঘটেনি। পিকি ব্লাইন্ডার্সের চলচ্চিত্র সংস্করণে ফের স্টিভেন নাইট ও টম হারপারের সঙ্গে কাজ করতে পারাটা খুবই আনন্দের।’
গণমাধ্যমে টম হারপার বলেন, ‘১০ বছর আগে যখন প্রথমবার পিকি ব্লাইন্ডার্স পরিচালনা করি, তখন জানতাম না যে সিরিজটি কেমন হতে যাচ্ছে, কিন্তু অভিনয়শিল্পীদের রসায়ন এবং লেখার মধ্যে এমন কিছু ছিল, যা বিস্ফোরক মনে হয়েছিল। পিকি সব সময়ই পারিবারিক সম্পর্কের গল্প, তাই স্টিভ ও কিলিয়ানকে নিয়ে নেটফ্লিক্সের মাধ্যমে গোটা বিশ্বের দর্শকের কাছে ফিরতে পারা নিঃসন্দেহে রোমাঞ্চকর।’
মোট ছয়টি সিজনে ২০১৩-২২ সাল পর্যন্ত বিবিসি’তে প্রচার হয়েছিল পিকি ব্লাইন্ডার্স। এতে উঠে এসেছিল প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ইংল্যান্ডের বার্মিংহাম শহরের কল্পিত এক গ্যাংস্টারের জীবনকাহিনি। গল্পটি লিখেছিলেন স্টিভেন নাইট। সিরিজটির সব সিজনেই নজর কেড়েছিলেন কিলিয়ান মার্ফি।
প্রসঙ্গত, বিবিসি টু-তে ২০১৩ সালের সেপ্টেম্বরে প্রথমবার প্রচারে আসে পিকি ব্লাইন্ডার্স। ২০১৯ সালে এর পঞ্চম সিজন থেকে এটি প্রচারিত হয় বিবিসি ওয়ানে। পাঁচ মিলিয়নের বেশি দর্শক দেখেছিলেন সিরিজটি। ন্যাশনাল টেলিভিশন অ্যাওয়ার্ডসহ বাফটায় সেরা ড্রামা সিরিজের পুরস্কার জিতে নিয়েছিল এটি।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
৬ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১১ ঘণ্টা আগে