‘ওপেনহাইমার’ সিনেমার জন্য গত অস্কারে সেরা অভিনেতার খেতাব জেতেন আইরিশ অভিনেতা কিলিয়ান মার্ফি। তবে এই তারকা সবচেয়ে বেশি আলোচনায় আসেন ওয়েব সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’-এর কারণে। সিরিজটিতে গ্যাংস্টার টমি শেলবির চরিত্রে অভিনয় দর্শকপ্রিয়তা এনে দেয়। হলিউড রিপোর্টারের খবর, অভিনেতাকে ফের দেখা যাবে গ্যাংস্টার টমি শেলবির ভূমিকায়। এটি হতে যাচ্ছে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির স্পিন-অফ চলচ্চিত্র। পরিচালনা করছেন টম হারপর।
সামাজিকমাধ্যম এক্সে গত মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। চিত্রনাট্যের একটি ছবি পোস্ট করে তারা লিখেছে, ‘ফিরছেন টমি শেলবি। নেটফ্লিক্সে আসছে কিলিয়ান মার্ফি অভিনীত একটি পিকি ব্লাইন্ডার্স চলচ্চিত্র।’ পাশাপাশি যুক্ত করা হয়েছে বিশেষ এই প্রত্যাবর্তন নিয়ে মার্ফির একটি মন্তব্যও। তিনি উল্লেখ করেছেন, ‘তা শুধু ভক্তদের জন্য’।
ওই এক্স পোস্টে অভিনেতা আরও বলেন, ‘আমার ভেতর টমি শেলবির পরিসমাপ্তি ঘটেনি। পিকি ব্লাইন্ডার্সের চলচ্চিত্র সংস্করণে ফের স্টিভেন নাইট ও টম হারপারের সঙ্গে কাজ করতে পারাটা খুবই আনন্দের।’
গণমাধ্যমে টম হারপার বলেন, ‘১০ বছর আগে যখন প্রথমবার পিকি ব্লাইন্ডার্স পরিচালনা করি, তখন জানতাম না যে সিরিজটি কেমন হতে যাচ্ছে, কিন্তু অভিনয়শিল্পীদের রসায়ন এবং লেখার মধ্যে এমন কিছু ছিল, যা বিস্ফোরক মনে হয়েছিল। পিকি সব সময়ই পারিবারিক সম্পর্কের গল্প, তাই স্টিভ ও কিলিয়ানকে নিয়ে নেটফ্লিক্সের মাধ্যমে গোটা বিশ্বের দর্শকের কাছে ফিরতে পারা নিঃসন্দেহে রোমাঞ্চকর।’
মোট ছয়টি সিজনে ২০১৩-২২ সাল পর্যন্ত বিবিসি’তে প্রচার হয়েছিল পিকি ব্লাইন্ডার্স। এতে উঠে এসেছিল প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ইংল্যান্ডের বার্মিংহাম শহরের কল্পিত এক গ্যাংস্টারের জীবনকাহিনি। গল্পটি লিখেছিলেন স্টিভেন নাইট। সিরিজটির সব সিজনেই নজর কেড়েছিলেন কিলিয়ান মার্ফি।
প্রসঙ্গত, বিবিসি টু-তে ২০১৩ সালের সেপ্টেম্বরে প্রথমবার প্রচারে আসে পিকি ব্লাইন্ডার্স। ২০১৯ সালে এর পঞ্চম সিজন থেকে এটি প্রচারিত হয় বিবিসি ওয়ানে। পাঁচ মিলিয়নের বেশি দর্শক দেখেছিলেন সিরিজটি। ন্যাশনাল টেলিভিশন অ্যাওয়ার্ডসহ বাফটায় সেরা ড্রামা সিরিজের পুরস্কার জিতে নিয়েছিল এটি।
‘ওপেনহাইমার’ সিনেমার জন্য গত অস্কারে সেরা অভিনেতার খেতাব জেতেন আইরিশ অভিনেতা কিলিয়ান মার্ফি। তবে এই তারকা সবচেয়ে বেশি আলোচনায় আসেন ওয়েব সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’-এর কারণে। সিরিজটিতে গ্যাংস্টার টমি শেলবির চরিত্রে অভিনয় দর্শকপ্রিয়তা এনে দেয়। হলিউড রিপোর্টারের খবর, অভিনেতাকে ফের দেখা যাবে গ্যাংস্টার টমি শেলবির ভূমিকায়। এটি হতে যাচ্ছে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির স্পিন-অফ চলচ্চিত্র। পরিচালনা করছেন টম হারপর।
সামাজিকমাধ্যম এক্সে গত মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। চিত্রনাট্যের একটি ছবি পোস্ট করে তারা লিখেছে, ‘ফিরছেন টমি শেলবি। নেটফ্লিক্সে আসছে কিলিয়ান মার্ফি অভিনীত একটি পিকি ব্লাইন্ডার্স চলচ্চিত্র।’ পাশাপাশি যুক্ত করা হয়েছে বিশেষ এই প্রত্যাবর্তন নিয়ে মার্ফির একটি মন্তব্যও। তিনি উল্লেখ করেছেন, ‘তা শুধু ভক্তদের জন্য’।
ওই এক্স পোস্টে অভিনেতা আরও বলেন, ‘আমার ভেতর টমি শেলবির পরিসমাপ্তি ঘটেনি। পিকি ব্লাইন্ডার্সের চলচ্চিত্র সংস্করণে ফের স্টিভেন নাইট ও টম হারপারের সঙ্গে কাজ করতে পারাটা খুবই আনন্দের।’
গণমাধ্যমে টম হারপার বলেন, ‘১০ বছর আগে যখন প্রথমবার পিকি ব্লাইন্ডার্স পরিচালনা করি, তখন জানতাম না যে সিরিজটি কেমন হতে যাচ্ছে, কিন্তু অভিনয়শিল্পীদের রসায়ন এবং লেখার মধ্যে এমন কিছু ছিল, যা বিস্ফোরক মনে হয়েছিল। পিকি সব সময়ই পারিবারিক সম্পর্কের গল্প, তাই স্টিভ ও কিলিয়ানকে নিয়ে নেটফ্লিক্সের মাধ্যমে গোটা বিশ্বের দর্শকের কাছে ফিরতে পারা নিঃসন্দেহে রোমাঞ্চকর।’
মোট ছয়টি সিজনে ২০১৩-২২ সাল পর্যন্ত বিবিসি’তে প্রচার হয়েছিল পিকি ব্লাইন্ডার্স। এতে উঠে এসেছিল প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ইংল্যান্ডের বার্মিংহাম শহরের কল্পিত এক গ্যাংস্টারের জীবনকাহিনি। গল্পটি লিখেছিলেন স্টিভেন নাইট। সিরিজটির সব সিজনেই নজর কেড়েছিলেন কিলিয়ান মার্ফি।
প্রসঙ্গত, বিবিসি টু-তে ২০১৩ সালের সেপ্টেম্বরে প্রথমবার প্রচারে আসে পিকি ব্লাইন্ডার্স। ২০১৯ সালে এর পঞ্চম সিজন থেকে এটি প্রচারিত হয় বিবিসি ওয়ানে। পাঁচ মিলিয়নের বেশি দর্শক দেখেছিলেন সিরিজটি। ন্যাশনাল টেলিভিশন অ্যাওয়ার্ডসহ বাফটায় সেরা ড্রামা সিরিজের পুরস্কার জিতে নিয়েছিল এটি।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
১০ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
২১ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
২১ ঘণ্টা আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
২১ ঘণ্টা আগে