ন্যায্য পারিশ্রমিকের দাবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিরুদ্ধে আওয়াজ তুলে পথে নেমেছেন হলিউডের লেখক ও চিত্রনাট্যকারেরা। সম্প্রতি সেই আন্দোলনে যোগ দিয়েছেন হলিউডের অভিনেতারাও। এবার হলিউডের ধর্মঘটে অংশ নিতে দেখা গেছে ‘হ্যারি পটার’-খ্যাত ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফকে। তাঁর সঙ্গে ছিল এক দশকের প্রেমিকা এরিন ডার্ক ও তাঁদের সদ্য জন্ম নেওয়া তিন মাসের সন্তান।
চলতি বছরের প্রথম দিকেই বাবা হওয়ার সুখবর দেন ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফ। গত এপ্রিল মাসে র্যাডক্লিফ ও তাঁর এক দশকের প্রেমিকা এরিন ডার্কের কোলে আসে তাঁদের প্রথম সন্তান। এবার হলিউডের ধর্মঘটে অংশ নিতে দেখা গেল ড্যান ও এরিনকে। হাতে প্ল্যাকার্ড ও কোলে তিন মাসের সন্তানকে নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে হাঁটলেন এই যুগল।
গত ২ মে থেকে আন্দোলনে নেমেছেন হলিউডের লেখক ও চিত্রনাট্যকারেরা। পরিশ্রম ও কাজের ভিত্তিতে ন্যায্য পারিশ্রমিকের দাবিতে আন্দোলন শুরু করেন তাঁরা। শুধু তা-ই নয়, ছবি বা সিরিজ অথবা যেকোনো সৃজনশীল কাজের ক্ষেত্রে শিল্পীদের বিকল্প হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিরুদ্ধেও সরব হন তাঁরা।
গত মে মাস থেকে আন্দোলন চালাচ্ছেন ‘রাইটার্স গিল্ড অব আমেরিকা’ তথা ‘ডব্লিউজিএ’র প্রায় ১১ হাজার ৫০০ জন সদস্য। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন ‘স্ক্রিন অ্যাক্টরস গিল্ড—আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্ট’ তথা ‘এসএজি–আফট্রা’র প্রায় ১ লাখ ৬০ হাজার সদস্য।
ইতিমধ্যেই হলিউডের এই ধর্মঘটে নিজেদের সমর্থন জানিয়েছেন টম ক্রুজ, রবার্ট ডাউনি জুনিয়র, কিলিয়ান মারফি, এমিলি ব্লান্ট, ফ্লোরেন্স পিউয়ের মতো তারকারা। এবার সেই আন্দোলনে যোগ দিলেন ড্যানিয়েল ও এরিনও।
২০১৩ সালে আমেরিকান কবি অ্যালেন গিনসবার্গের জীবনের ওপর নির্মিত ‘কিল ইওর ডার্লিংস’ সিনেমায় প্রথমবার একসঙ্গে অভিনয় করেন ড্যানিয়েল ও এরিন। ওই সিনেমার শুটিংয়েই বন্ধুত্ব থেকে প্রেম। যদিও এই সম্পর্ককে ব্যক্তিগত পরিসরে রাখতেই পছন্দ করেছেন এই যুগল।
‘হ্যারি পটার’-এর মতো জনপ্রিয় মুভি সিরিজে অভিনয় করে সিনেমাপ্রেমীদের কাছে দর্শকপ্রিয়তা পেয়েছেন ড্যানিয়েল। অন্য দিকে, যুক্তরাষ্ট্রের অভিনেত্রী এরিন ডার্ক অভিনয় করেছেন ‘গুড গার্লস রিভোল্ট’, ‘বিসাইড স্টিল ওয়াটার্স’, ‘মুনশাইন’-এর মতো সিনেমা এবং সিরিজে। ২০১৬ সালে ড্যানিয়েলের সঙ্গে ‘ডোন্ট থিঙ্ক টোয়াইস’ সিনেমাতেও অভিনয় করেছেন এরিন।
ন্যায্য পারিশ্রমিকের দাবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিরুদ্ধে আওয়াজ তুলে পথে নেমেছেন হলিউডের লেখক ও চিত্রনাট্যকারেরা। সম্প্রতি সেই আন্দোলনে যোগ দিয়েছেন হলিউডের অভিনেতারাও। এবার হলিউডের ধর্মঘটে অংশ নিতে দেখা গেছে ‘হ্যারি পটার’-খ্যাত ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফকে। তাঁর সঙ্গে ছিল এক দশকের প্রেমিকা এরিন ডার্ক ও তাঁদের সদ্য জন্ম নেওয়া তিন মাসের সন্তান।
চলতি বছরের প্রথম দিকেই বাবা হওয়ার সুখবর দেন ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফ। গত এপ্রিল মাসে র্যাডক্লিফ ও তাঁর এক দশকের প্রেমিকা এরিন ডার্কের কোলে আসে তাঁদের প্রথম সন্তান। এবার হলিউডের ধর্মঘটে অংশ নিতে দেখা গেল ড্যান ও এরিনকে। হাতে প্ল্যাকার্ড ও কোলে তিন মাসের সন্তানকে নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে হাঁটলেন এই যুগল।
গত ২ মে থেকে আন্দোলনে নেমেছেন হলিউডের লেখক ও চিত্রনাট্যকারেরা। পরিশ্রম ও কাজের ভিত্তিতে ন্যায্য পারিশ্রমিকের দাবিতে আন্দোলন শুরু করেন তাঁরা। শুধু তা-ই নয়, ছবি বা সিরিজ অথবা যেকোনো সৃজনশীল কাজের ক্ষেত্রে শিল্পীদের বিকল্প হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিরুদ্ধেও সরব হন তাঁরা।
গত মে মাস থেকে আন্দোলন চালাচ্ছেন ‘রাইটার্স গিল্ড অব আমেরিকা’ তথা ‘ডব্লিউজিএ’র প্রায় ১১ হাজার ৫০০ জন সদস্য। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন ‘স্ক্রিন অ্যাক্টরস গিল্ড—আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্ট’ তথা ‘এসএজি–আফট্রা’র প্রায় ১ লাখ ৬০ হাজার সদস্য।
ইতিমধ্যেই হলিউডের এই ধর্মঘটে নিজেদের সমর্থন জানিয়েছেন টম ক্রুজ, রবার্ট ডাউনি জুনিয়র, কিলিয়ান মারফি, এমিলি ব্লান্ট, ফ্লোরেন্স পিউয়ের মতো তারকারা। এবার সেই আন্দোলনে যোগ দিলেন ড্যানিয়েল ও এরিনও।
২০১৩ সালে আমেরিকান কবি অ্যালেন গিনসবার্গের জীবনের ওপর নির্মিত ‘কিল ইওর ডার্লিংস’ সিনেমায় প্রথমবার একসঙ্গে অভিনয় করেন ড্যানিয়েল ও এরিন। ওই সিনেমার শুটিংয়েই বন্ধুত্ব থেকে প্রেম। যদিও এই সম্পর্ককে ব্যক্তিগত পরিসরে রাখতেই পছন্দ করেছেন এই যুগল।
‘হ্যারি পটার’-এর মতো জনপ্রিয় মুভি সিরিজে অভিনয় করে সিনেমাপ্রেমীদের কাছে দর্শকপ্রিয়তা পেয়েছেন ড্যানিয়েল। অন্য দিকে, যুক্তরাষ্ট্রের অভিনেত্রী এরিন ডার্ক অভিনয় করেছেন ‘গুড গার্লস রিভোল্ট’, ‘বিসাইড স্টিল ওয়াটার্স’, ‘মুনশাইন’-এর মতো সিনেমা এবং সিরিজে। ২০১৬ সালে ড্যানিয়েলের সঙ্গে ‘ডোন্ট থিঙ্ক টোয়াইস’ সিনেমাতেও অভিনয় করেছেন এরিন।
গত বছরের আগস্টে সারা দেশে যখন উত্তাল পরিস্থিতি বিরাজ করছে, সেই সময় দেশের শোবিজ ইন্ডাস্ট্রিও হয়ে পড়েছিল স্থবির। প্রায় সব মাধ্যমে বন্ধ ছিল শুটিং। অনেকটা সাহস নিয়ে ‘ফ্যাঁকড়া’ নামের ওয়েব সিরিজের শুটিং শুরু করেন আসিফ চৌধুরী। নান বাধা পেরিয়ে শেষ করেন শুটিং। এবার সিরিজটি মুক্তির পালা।
৪১ মিনিট আগে১৫ বছর আগে বলিউডে একটি অধ্যায় শুরু হয়েছিল। ২০১০ সালের ৩০ এপ্রিল মুক্তি পায় ‘হাউসফুল’। সিনেমাটি এতটাই জনপ্রিয় হয় যে, এর পর একে একে মুক্তি পেয়েছে হাউসফুলের চারটি পর্ব। চারটি পর্ব বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপির বেশি আয় করেছে। চারটি সিনেমা তৈরি হয়েছে আলাদা গল্পে, তবে প্রতিটিতে কমেডি ছিল কমন।
৪৪ মিনিট আগেসম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নায়ক রুবেলের মৃত্যুর খবর। এমন ঘটনায় বিরক্তি প্রকাশের পাশাপাশি যাঁরা মিথ্যা ছড়াচ্ছেন, তাঁদের হুঁশিয়ার করে দিলেন রুবেলের বড় ভাই অভিনেতা, প্রযোজক ও নির্দেশক মাসুদ পারভেজ সোহেল রানা।
১৪ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়া দিল্লি পাকিস্তানের সঙ্গে ৬ দশকের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। তবে সেই ঘোষণা কতটা কার্যকর হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। দুই দেশের মূল ধারার গণমাধ্যম এই বিষয়ে সেই অর্থে কোনো তথ্য দেয়নি।
১৭ ঘণ্টা আগে