বিনোদন ডেস্ক
‘হ্যারি পটার’ ও ‘টোয়াইলাইট’-এর মতো ফ্যান্টাসি গল্প দিয়েই তাঁকে চিনেছে এ প্রজন্ম। অথচ, সেই রবার্ট প্যাটিনসন নাকি কখনোই ভূতের সিনেমা দেখেন না! ভূতের সিনেমার প্রসঙ্গ এলেই এড়িয়ে চলেন। নিজের এই ‘সিক্রেট’ প্যাটিনসন শেয়ার করেছেন জিকিউ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে।
৭ মার্চ মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘মিকি সেভেনটিন’। বানিয়েছেন অস্কারজয়ী পরিচালক বোং জুন হো। নতুন সিনেমা মুক্তি উপলক্ষে পরিচালকের সঙ্গে ওই সাক্ষাৎকারে অংশ নিয়ে প্যাটিনসন বলেন, ‘ছোটবেলায় এ ধরনের ডার্ক কনটেন্ট অনেক দেখতাম। তখন ভালোই লাগত। সাধারণত এটা হয় না। সবাই ছোটবেলায় ভূতের সিনেমা দেখে ভয় পায়। বড় হওয়ার পর ভয়টা কেটে যায়। তবে আমার ক্ষেত্রে বড় হওয়ার সঙ্গে সঙ্গে সংবেদনশীলতা বেড়েছে। তাই ভৌতিক সিনেমা আমি দেখতে পারি না।’
তবে রবার্ট প্যাটিনসন যেহেতু অভিনেতা, তাই হরর সিনেমা তো একেবারেই এড়ানো যায় না। অনেক সময় এ ধরনের সিনেমায় অভিনয়ের প্রস্তাব আসে তাঁর কাছে। সেসব গল্প শুনতে হয়, রেফারেন্স দেখতে হয়। সে অভিজ্ঞতা প্যাটিসনের জন্য খুব যে সুখকর হয়, তা নয়। এমন একটা উদাহরণও দিলেন তিনি। এই তো কয়েক মাস আগেই এমন একটা ঘটনা ঘটেছিল তাঁর সঙ্গে, খুবই ভয় পেয়ে গিয়েছিলেন।
প্যাটিনসন বলেন, ‘এক পরিচালকের সঙ্গে মিটিং ছিল। একটা ভৌতিক সিনেমা বানিয়েছেন তিনি। সিনেমাটা দেখেছিলাম। তিনি চলে যাওয়ার পর সারাক্ষণ মনে হচ্ছিল, কেউ যেন আমার বাড়িতে ঢোকার চেষ্টা করছে!’ এরপর রবার্ট প্যাটিনসন যে কাজটি করলেন, রান্নাঘর থেকে চাকু এনে সোফায় বসলেন! এবার দেখি কে আসে! একপর্যায়ে সোফাতেই ঘুমিয়ে পড়েন অভিনেতা।
অনেকক্ষণ পরে তাঁর জীবনসঙ্গী সুকি ওয়াটারহাউস এসে দেখেন, প্যাটিনসন সোফায় ঘুমাচ্ছেন আর তাঁর মাথার কাছে দুটো চাকু! ধাতস্থ হওয়ার পর প্যাটিনসন বুঝলেন, সবই ছিল তাঁর কল্পনা!
কোন সিনেমা দেখে এত ভয় পেয়েছিলেন প্যাটিনসন, তা জানাননি অভিনেতা। তবে হলিউড রিপোর্টারের অনুমান, সিনেমাটি হতে পারে পার্কার ফিন পরিচালিত ‘স্মাইল’। কারণ গত বছর এই পরিচালক প্যাটিনসনকে নিয়ে ১৯৮১ সালে মুক্তি পাওয়া ভৌতিক সিনেমা ‘পজেসন’-এর রিমেক করবেন বলে খবর বেরিয়েছিল।
‘হ্যারি পটার’ ও ‘টোয়াইলাইট’-এর মতো ফ্যান্টাসি গল্প দিয়েই তাঁকে চিনেছে এ প্রজন্ম। অথচ, সেই রবার্ট প্যাটিনসন নাকি কখনোই ভূতের সিনেমা দেখেন না! ভূতের সিনেমার প্রসঙ্গ এলেই এড়িয়ে চলেন। নিজের এই ‘সিক্রেট’ প্যাটিনসন শেয়ার করেছেন জিকিউ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে।
৭ মার্চ মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘মিকি সেভেনটিন’। বানিয়েছেন অস্কারজয়ী পরিচালক বোং জুন হো। নতুন সিনেমা মুক্তি উপলক্ষে পরিচালকের সঙ্গে ওই সাক্ষাৎকারে অংশ নিয়ে প্যাটিনসন বলেন, ‘ছোটবেলায় এ ধরনের ডার্ক কনটেন্ট অনেক দেখতাম। তখন ভালোই লাগত। সাধারণত এটা হয় না। সবাই ছোটবেলায় ভূতের সিনেমা দেখে ভয় পায়। বড় হওয়ার পর ভয়টা কেটে যায়। তবে আমার ক্ষেত্রে বড় হওয়ার সঙ্গে সঙ্গে সংবেদনশীলতা বেড়েছে। তাই ভৌতিক সিনেমা আমি দেখতে পারি না।’
তবে রবার্ট প্যাটিনসন যেহেতু অভিনেতা, তাই হরর সিনেমা তো একেবারেই এড়ানো যায় না। অনেক সময় এ ধরনের সিনেমায় অভিনয়ের প্রস্তাব আসে তাঁর কাছে। সেসব গল্প শুনতে হয়, রেফারেন্স দেখতে হয়। সে অভিজ্ঞতা প্যাটিসনের জন্য খুব যে সুখকর হয়, তা নয়। এমন একটা উদাহরণও দিলেন তিনি। এই তো কয়েক মাস আগেই এমন একটা ঘটনা ঘটেছিল তাঁর সঙ্গে, খুবই ভয় পেয়ে গিয়েছিলেন।
প্যাটিনসন বলেন, ‘এক পরিচালকের সঙ্গে মিটিং ছিল। একটা ভৌতিক সিনেমা বানিয়েছেন তিনি। সিনেমাটা দেখেছিলাম। তিনি চলে যাওয়ার পর সারাক্ষণ মনে হচ্ছিল, কেউ যেন আমার বাড়িতে ঢোকার চেষ্টা করছে!’ এরপর রবার্ট প্যাটিনসন যে কাজটি করলেন, রান্নাঘর থেকে চাকু এনে সোফায় বসলেন! এবার দেখি কে আসে! একপর্যায়ে সোফাতেই ঘুমিয়ে পড়েন অভিনেতা।
অনেকক্ষণ পরে তাঁর জীবনসঙ্গী সুকি ওয়াটারহাউস এসে দেখেন, প্যাটিনসন সোফায় ঘুমাচ্ছেন আর তাঁর মাথার কাছে দুটো চাকু! ধাতস্থ হওয়ার পর প্যাটিনসন বুঝলেন, সবই ছিল তাঁর কল্পনা!
কোন সিনেমা দেখে এত ভয় পেয়েছিলেন প্যাটিনসন, তা জানাননি অভিনেতা। তবে হলিউড রিপোর্টারের অনুমান, সিনেমাটি হতে পারে পার্কার ফিন পরিচালিত ‘স্মাইল’। কারণ গত বছর এই পরিচালক প্যাটিনসনকে নিয়ে ১৯৮১ সালে মুক্তি পাওয়া ভৌতিক সিনেমা ‘পজেসন’-এর রিমেক করবেন বলে খবর বেরিয়েছিল।
অভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৩ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৬ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৬ ঘণ্টা আগে