অনলাইন ডেস্ক
তারকাদের জীবন নিয়ে বরাবরই ব্যাপক আগ্রহ থাকে ভক্ত–অনুরাগীদের। টিভির পর্দা বা ম্যাগাজিনের পাতার বাইরে ব্যক্তিজীবনে তাঁরা কেমন, কীভাবে সামলান জীবনের বিভিন্ন ঝক্কি–ঝামেলা তা জানতে চান সবাই। ভক্ত–অনুরাগীদের সেই আগ্রহেই এবার নিজেদের সন্তান পালন নিয়ে কথা বললেন মার্কিন সুপার মডেল জিজি হাদিদ এবং সংগীত শিল্পী জায়ান মালিক।
২০২১ সালে এই যুগল ইতি টানেন তাঁদের দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কের। তবে, এখনো একসঙ্গে বড় করছেন কন্যা সন্তান ‘খাই’কে। সন্তানের মানসিক ও শারীরিক সুস্বাস্থ্য নিশ্চিত করাই তাঁদের প্রথম লক্ষ্য বলে জানান এই দুই তারকা। জিজি হাদিদ বলেন, সন্তানকে ভালোবাসা আর সৌহার্দ্যের সঙ্গে বড় করতে প্রতিশ্রুতিবদ্ধ তাঁরা। জানান, ‘খাই’–এর সুন্দর শৈশব নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করেন তাঁরা দু’জন। যুক্তরাষ্ট্রের ব্যস্ততম দুই তারকা হওয়ায় স্বাভাবিকভাবেই সময় একটি বড় ইস্যু তাঁদের জন্য। তাই, আগে থেকেই দিনের সময়সূচি সমন্বয় করে নেন।
ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে জিজি হাদিদ বলেছেন, তিনি তাঁর কর্মজীবনকে এমনভাবে পরিচালনা করেন যেন মাতৃত্বের দায়িত্বে তা বাধা হয়ে দাঁড়াতে না পারে। যদিও সব সময় পরিকল্পনামাফিক সবকিছু হয় না। তবে, আগে থেকে যদি ঠিক করা থাকে কখন কোন কাজটা করা হবে তাহলে, অনেক ক্ষেত্রেই সবকিছু সামলে নেওয়া যায়।
এ সময় ব্যক্তিজীবন নিয়ে ভক্ত–অনুরাগীদের অতিরিক্ত আগ্রহ এবং হুটহাট মন্তব্য করে ফেলা নিয়ে কিছুটা বিরক্তিও প্রকাশ করেন তিনি। বলেন, ‘সমস্যা হলো—সামাজিক মাধ্যমে দু–একটি ঘটনার ছোট ক্লিপ দেখেই অনেকে মনে করেন আমাদের জীবনের সবকিছু তাঁরা জানেন। কিন্তু বাস্তবতা হলো, আমাদের জীবনের সবকিছু আমরা জনসমক্ষে আনতে ইচ্ছুক নই। কিছু জিনিস একান্তই ব্যক্তিগত।’
যদিও জিজি স্পষ্ট করে কোনো ঘটনার কথা বলেননি। তবে, অনেকেই বলছেন, ২০২১ সালে মা ইয়োলান্ডা হাদিদের সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হওয়া নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল সেদিকেই ইঙ্গিত করেছেন তিনি। সেবছর, জিজি হাদিদের তৎকালীন প্রেমিক জায়ান মালিকের বিরুদ্ধে চারটি হয়রানি অভিযোগ তোলেন ইয়োলান্ডা।
জিজি হাদিদ আরও বলেন, ‘নিজেদের প্রতি সর্বোচ্চ সম্মান রেখে খাইকে একসঙ্গে বড় করতে চাই আমি আর জায়ান। শুধু আমরা একটা সন্তানের বাবা–মা এ জন্য নয়, আমরা যে একসঙ্গে সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছি সে জন্যও নিজেদের প্রতি সম্মান রাখা জরুরি। পাশাপাশি ওই সময়গুলোর প্রতিও সম্মান রাখা জরুরি।’
এর আগে ২০২৩ সালের জুলাইয়ে একটি সাক্ষাৎকারে জায়ানও একই মনোভাবের কথা বলেন। জায়ান বলেন, ‘আমার জীবনে সবচেয়ে মূল্যবান বিষয় হলো সময়। আমি এটা এমন বিষয়ের পেছনে নষ্ট করতে চাই না যেখানে আমার নিজেকে বারবার ব্যাখ্যা করতে হবে। আমি জানতাম পরিস্থিতি কী ছিল, যারা জড়িত ছিল তারাও জানত। এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।’
উল্লেখ্য, জায়ান মালিকের সঙ্গে বিচ্ছেদের পর অস্কারজয়ী হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিওর সঙ্গে একাধিকবার ক্যামেরাবন্দী হয়েছেন জিজি হাদিদ। অবশ্য তিনি কখনোই সে সম্পর্কের কথা স্বীকার করেননি। বর্তমানে আরেক হলিউড অভিনেতা ব্র্যাডলি কুপারের সঙ্গে সম্পর্কে রয়েছেন জিজি। এই সম্পর্ক অবশ্য প্রকাশ্য। এই সম্পর্কে খুব সুখেই আছেন বলে সম্প্রতি ভোগ ম্যাগাজিনকে জানিয়েছেন জিজি।
তারকাদের জীবন নিয়ে বরাবরই ব্যাপক আগ্রহ থাকে ভক্ত–অনুরাগীদের। টিভির পর্দা বা ম্যাগাজিনের পাতার বাইরে ব্যক্তিজীবনে তাঁরা কেমন, কীভাবে সামলান জীবনের বিভিন্ন ঝক্কি–ঝামেলা তা জানতে চান সবাই। ভক্ত–অনুরাগীদের সেই আগ্রহেই এবার নিজেদের সন্তান পালন নিয়ে কথা বললেন মার্কিন সুপার মডেল জিজি হাদিদ এবং সংগীত শিল্পী জায়ান মালিক।
২০২১ সালে এই যুগল ইতি টানেন তাঁদের দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কের। তবে, এখনো একসঙ্গে বড় করছেন কন্যা সন্তান ‘খাই’কে। সন্তানের মানসিক ও শারীরিক সুস্বাস্থ্য নিশ্চিত করাই তাঁদের প্রথম লক্ষ্য বলে জানান এই দুই তারকা। জিজি হাদিদ বলেন, সন্তানকে ভালোবাসা আর সৌহার্দ্যের সঙ্গে বড় করতে প্রতিশ্রুতিবদ্ধ তাঁরা। জানান, ‘খাই’–এর সুন্দর শৈশব নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করেন তাঁরা দু’জন। যুক্তরাষ্ট্রের ব্যস্ততম দুই তারকা হওয়ায় স্বাভাবিকভাবেই সময় একটি বড় ইস্যু তাঁদের জন্য। তাই, আগে থেকেই দিনের সময়সূচি সমন্বয় করে নেন।
ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে জিজি হাদিদ বলেছেন, তিনি তাঁর কর্মজীবনকে এমনভাবে পরিচালনা করেন যেন মাতৃত্বের দায়িত্বে তা বাধা হয়ে দাঁড়াতে না পারে। যদিও সব সময় পরিকল্পনামাফিক সবকিছু হয় না। তবে, আগে থেকে যদি ঠিক করা থাকে কখন কোন কাজটা করা হবে তাহলে, অনেক ক্ষেত্রেই সবকিছু সামলে নেওয়া যায়।
এ সময় ব্যক্তিজীবন নিয়ে ভক্ত–অনুরাগীদের অতিরিক্ত আগ্রহ এবং হুটহাট মন্তব্য করে ফেলা নিয়ে কিছুটা বিরক্তিও প্রকাশ করেন তিনি। বলেন, ‘সমস্যা হলো—সামাজিক মাধ্যমে দু–একটি ঘটনার ছোট ক্লিপ দেখেই অনেকে মনে করেন আমাদের জীবনের সবকিছু তাঁরা জানেন। কিন্তু বাস্তবতা হলো, আমাদের জীবনের সবকিছু আমরা জনসমক্ষে আনতে ইচ্ছুক নই। কিছু জিনিস একান্তই ব্যক্তিগত।’
যদিও জিজি স্পষ্ট করে কোনো ঘটনার কথা বলেননি। তবে, অনেকেই বলছেন, ২০২১ সালে মা ইয়োলান্ডা হাদিদের সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হওয়া নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল সেদিকেই ইঙ্গিত করেছেন তিনি। সেবছর, জিজি হাদিদের তৎকালীন প্রেমিক জায়ান মালিকের বিরুদ্ধে চারটি হয়রানি অভিযোগ তোলেন ইয়োলান্ডা।
জিজি হাদিদ আরও বলেন, ‘নিজেদের প্রতি সর্বোচ্চ সম্মান রেখে খাইকে একসঙ্গে বড় করতে চাই আমি আর জায়ান। শুধু আমরা একটা সন্তানের বাবা–মা এ জন্য নয়, আমরা যে একসঙ্গে সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছি সে জন্যও নিজেদের প্রতি সম্মান রাখা জরুরি। পাশাপাশি ওই সময়গুলোর প্রতিও সম্মান রাখা জরুরি।’
এর আগে ২০২৩ সালের জুলাইয়ে একটি সাক্ষাৎকারে জায়ানও একই মনোভাবের কথা বলেন। জায়ান বলেন, ‘আমার জীবনে সবচেয়ে মূল্যবান বিষয় হলো সময়। আমি এটা এমন বিষয়ের পেছনে নষ্ট করতে চাই না যেখানে আমার নিজেকে বারবার ব্যাখ্যা করতে হবে। আমি জানতাম পরিস্থিতি কী ছিল, যারা জড়িত ছিল তারাও জানত। এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।’
উল্লেখ্য, জায়ান মালিকের সঙ্গে বিচ্ছেদের পর অস্কারজয়ী হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিওর সঙ্গে একাধিকবার ক্যামেরাবন্দী হয়েছেন জিজি হাদিদ। অবশ্য তিনি কখনোই সে সম্পর্কের কথা স্বীকার করেননি। বর্তমানে আরেক হলিউড অভিনেতা ব্র্যাডলি কুপারের সঙ্গে সম্পর্কে রয়েছেন জিজি। এই সম্পর্ক অবশ্য প্রকাশ্য। এই সম্পর্কে খুব সুখেই আছেন বলে সম্প্রতি ভোগ ম্যাগাজিনকে জানিয়েছেন জিজি।
সাত মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে ৫ আগস্ট দেশে ফেরেন অভিনেতা অপূর্ব। ঘুম থেকে জেগে বাবাকে দেখে অবাক হয়ে যায় অপূর্বর ছেলে আয়াশ! আনন্দে কেঁদে ফেলে। এমন ভিডিও প্রকাশের পর নেতিবাচক মন্তব্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।
৭ ঘণ্টা আগে৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। এ উপলক্ষে আজ ৮ আগস্ট শুক্রবার রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচারিত হবে নাটক ‘জয়া’। নাম ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতি সিনহা।
১২ ঘণ্টা আগে‘বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক’-প্রতিপাদ্য নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতার পঞ্চম আসর। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজকেরা।
১৫ ঘণ্টা আগেকানাডার সারেতে জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মার সদ্য চালু হওয়া ‘ক্যাপস ক্যাফে’তে এক মাসের মধ্যে দ্বিতীয়বার গুলি ঘটনা ঘটল। এই হামলার দায় স্বীকার করেছে গুরপ্রীত সিং ওরফে গোল্ডি ধিলন এবং লরেন্স বিষ্ণোই গ্যাং। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা এই হামলার দায় স্বীকার করেছে।
১৬ ঘণ্টা আগে