হলিউড অভিনেতা ও মিউজিশিয়ান মার্টিন মুল মারা গেছেন। গত বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলসে তাঁর মৃত্যু হয়। অভিনেতার মৃত্যুর খবর ইনস্টাগ্রামে নিশ্চিত করেছেন মেয়ে ম্যাগী।
ইনস্টাগ্রামে বাবার মৃত্যুর কথা জানিয়ে ম্যাগী লিখেছেন, ‘ভীষণ মর্মাহত হয়ে এ সংবাদ শেয়ার করছি, দীর্ঘ অসুস্থতার সঙ্গে কঠিন লড়াইয়ের পর আমার বাবা গত ২৭ জুন নিজ বাড়িতে মারা গেছেন।’
১৯৭০-এর দশকের টিভি সিরিজ ‘ফার্নউড টু নাইট’ দিয়ে বিনোদন জগতে যাত্রা হয় মার্টিন মুলের। ‘ক্লু’ ও ‘অ্যারেস্টেড ডেভেলপমেন্ট’-এর মতো সিরিজে দেখা গেছে তাঁকে। জনপ্রিয় কমিক সিরিজ ‘রোজেন’ এ তাঁর কর্নেল মাস্টার্ডের চরিত্রটি দর্শকপ্রিয় হয়েছিল।
১৯৯৮-২০০৪ পর্যন্ত মার্টিন মুল নিয়মিত ছিলেন ‘হলিউড স্কোয়ার’গেম শোতে। ২০০৮-১৩ সাল পর্যন্ত ‘টু অ্যান্ড আ হাফ ম্যান’-এ রাসেল চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। দর্শকপ্রিয় হয়ে ওঠার কারণে সিরিজটি দীর্ঘদিন টেলিভিশনের পর্দায় পরিচালিত হয়েছে। প্রায় ২৬টি পর্ব ছিল সিরিজটির।
অভিনয় ছাড়াও মিউজিশিয়ান হিসেবেও মার্টিন মুলারের জনপ্রিয়তা ছিল। তিনি ১৯৭০ সালে জেন মরগানের বিখ্যাত ‘আ গার্ল নেমড জনি ক্যাশ’ গানটি লিখেছিলেন। গানটি কান্ট্রি টপ চার্টের ৬১ নম্বরে উঠে এসেছিল।
২০১৬ সালে টেলিভিশন সিরিজ ‘ভিপ’ এ অভিনয়ের জন্য এমি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন।
হলিউড অভিনেতা ও মিউজিশিয়ান মার্টিন মুল মারা গেছেন। গত বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলসে তাঁর মৃত্যু হয়। অভিনেতার মৃত্যুর খবর ইনস্টাগ্রামে নিশ্চিত করেছেন মেয়ে ম্যাগী।
ইনস্টাগ্রামে বাবার মৃত্যুর কথা জানিয়ে ম্যাগী লিখেছেন, ‘ভীষণ মর্মাহত হয়ে এ সংবাদ শেয়ার করছি, দীর্ঘ অসুস্থতার সঙ্গে কঠিন লড়াইয়ের পর আমার বাবা গত ২৭ জুন নিজ বাড়িতে মারা গেছেন।’
১৯৭০-এর দশকের টিভি সিরিজ ‘ফার্নউড টু নাইট’ দিয়ে বিনোদন জগতে যাত্রা হয় মার্টিন মুলের। ‘ক্লু’ ও ‘অ্যারেস্টেড ডেভেলপমেন্ট’-এর মতো সিরিজে দেখা গেছে তাঁকে। জনপ্রিয় কমিক সিরিজ ‘রোজেন’ এ তাঁর কর্নেল মাস্টার্ডের চরিত্রটি দর্শকপ্রিয় হয়েছিল।
১৯৯৮-২০০৪ পর্যন্ত মার্টিন মুল নিয়মিত ছিলেন ‘হলিউড স্কোয়ার’গেম শোতে। ২০০৮-১৩ সাল পর্যন্ত ‘টু অ্যান্ড আ হাফ ম্যান’-এ রাসেল চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। দর্শকপ্রিয় হয়ে ওঠার কারণে সিরিজটি দীর্ঘদিন টেলিভিশনের পর্দায় পরিচালিত হয়েছে। প্রায় ২৬টি পর্ব ছিল সিরিজটির।
অভিনয় ছাড়াও মিউজিশিয়ান হিসেবেও মার্টিন মুলারের জনপ্রিয়তা ছিল। তিনি ১৯৭০ সালে জেন মরগানের বিখ্যাত ‘আ গার্ল নেমড জনি ক্যাশ’ গানটি লিখেছিলেন। গানটি কান্ট্রি টপ চার্টের ৬১ নম্বরে উঠে এসেছিল।
২০১৬ সালে টেলিভিশন সিরিজ ‘ভিপ’ এ অভিনয়ের জন্য এমি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে