হলিউডের তারকা দম্পতিদের মধ্যে চর্চিত নাম জাডা পিঙ্কেট স্মিথ ও উইল স্মিথ। তবে বেশ কয়েক বছর ধরেই গুঞ্জন ছিল জাডা ও উইল আলাদা থাকছেন। আর এবার সেই গুঞ্জন সত্যি করেই বিচ্ছেদের কথা স্বীকার করলেন অভিনেত্রী জাডা পিঙ্কেট স্মিথ।
‘পিপল ম্যাগাজিন’কে দেওয়া সাক্ষাৎকারে জাডা পিঙ্কেট স্মিথ জানিয়েছেন, অভিনেতা উইল স্মিথের সঙ্গে তাঁর বৈবাহিক জীবন মোটেও শান্তির ছিল না। দাম্পত্য কলহের মধ্যেই কাটছিল দিন। তাই তাঁরা ২০১৬ সাল থেকেই আলাদা থাকছেন। যদিও তাঁদের আইনি বিচ্ছেদ এখনো হয়নি।জাডা পিঙ্কেট স্মিথ জানিয়েছেন, যখন উইল স্মিথ ২০২২-এর অস্কারে কমেডিয়ান ক্রিস রককে চড় মারেন, তত দিনে তাঁরা আলাদা হয়ে গেছেন। যদিও উইল স্মিথ ক্রিস রককে চড় মেরেছিলেন কারণ তিনি উপস্থাপনা করার সময় জাডার অসুস্থতা নিয়ে রসিকতা করেছিলেন। সেটাই ভালো লাগেনি উইল স্মিথের। লাইভ অনুষ্ঠানেই ঘটনাটা ঘটেছিল। জাডার কথায়, ‘প্রথমে ঘটনাটা তাঁর কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। মনে হয়েছিল এটা হয়তো অতিরঞ্জিত। পরে যখন উইল নিজের চেয়ারের দিকে হাঁটতে শুরু করেন, তখন বুঝতে পারি ঘটনাটা অতিরঞ্জিত নয়।’
জাডা বলেন, তিনি উইল স্মিথের পাশে থাকবেন। তবে একসঙ্গে হয়তো আর থাকা হবে না।
প্রসঙ্গত, ১৯৯৪ সালে উইল স্মিথ ও জাডা পিঙ্কেটের সাক্ষাৎ ঘটে। ১৯৯৭ সালে বিয়ে করেন তাঁরা। তাঁদের সংসারে জাডেন স্মিথ ও উইলো স্মিথ নামে দুই সন্তান রয়েছে।
হলিউডের তারকা দম্পতিদের মধ্যে চর্চিত নাম জাডা পিঙ্কেট স্মিথ ও উইল স্মিথ। তবে বেশ কয়েক বছর ধরেই গুঞ্জন ছিল জাডা ও উইল আলাদা থাকছেন। আর এবার সেই গুঞ্জন সত্যি করেই বিচ্ছেদের কথা স্বীকার করলেন অভিনেত্রী জাডা পিঙ্কেট স্মিথ।
‘পিপল ম্যাগাজিন’কে দেওয়া সাক্ষাৎকারে জাডা পিঙ্কেট স্মিথ জানিয়েছেন, অভিনেতা উইল স্মিথের সঙ্গে তাঁর বৈবাহিক জীবন মোটেও শান্তির ছিল না। দাম্পত্য কলহের মধ্যেই কাটছিল দিন। তাই তাঁরা ২০১৬ সাল থেকেই আলাদা থাকছেন। যদিও তাঁদের আইনি বিচ্ছেদ এখনো হয়নি।জাডা পিঙ্কেট স্মিথ জানিয়েছেন, যখন উইল স্মিথ ২০২২-এর অস্কারে কমেডিয়ান ক্রিস রককে চড় মারেন, তত দিনে তাঁরা আলাদা হয়ে গেছেন। যদিও উইল স্মিথ ক্রিস রককে চড় মেরেছিলেন কারণ তিনি উপস্থাপনা করার সময় জাডার অসুস্থতা নিয়ে রসিকতা করেছিলেন। সেটাই ভালো লাগেনি উইল স্মিথের। লাইভ অনুষ্ঠানেই ঘটনাটা ঘটেছিল। জাডার কথায়, ‘প্রথমে ঘটনাটা তাঁর কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। মনে হয়েছিল এটা হয়তো অতিরঞ্জিত। পরে যখন উইল নিজের চেয়ারের দিকে হাঁটতে শুরু করেন, তখন বুঝতে পারি ঘটনাটা অতিরঞ্জিত নয়।’
জাডা বলেন, তিনি উইল স্মিথের পাশে থাকবেন। তবে একসঙ্গে হয়তো আর থাকা হবে না।
প্রসঙ্গত, ১৯৯৪ সালে উইল স্মিথ ও জাডা পিঙ্কেটের সাক্ষাৎ ঘটে। ১৯৯৭ সালে বিয়ে করেন তাঁরা। তাঁদের সংসারে জাডেন স্মিথ ও উইলো স্মিথ নামে দুই সন্তান রয়েছে।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে