হলিউডের অন্যতম দুই বড় তারকা আবার একসঙ্গে কাজে ফিরেছেন। ১৬ বছর পর ফের একসঙ্গে দেখা যাবে ব্র্যাড পিট আর জর্জ ক্লুনিকে। জন ওয়াটস পরিচালিত অ্যাকশন-কমেডি সিনেমা ‘উলভস’-এ দেখা যাবে তাঁদের। চলতি বছরের সেপ্টেম্বরের শেষে মুক্তি পাবে সিনেমাটি।
দুই সুপারস্টারকে একসঙ্গে নিয়ে সিনেমার ট্রেলার সামনে আসতেই বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে প্রবল উন্মাদনা। সোশ্যাল মিডিয়ায় একবাক্যে প্রায় সবাই সিনেমাটি দেখার জন্য অপেক্ষা শুরুর কথা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘এত দিন ধরে এ রকমই একটা রি-ইউনিয়নের অপেক্ষায় ছিলাম। ভীষণ রোমাঞ্চিত।’ অন্য একজনের মন্তব্য, ‘আমার চোখে সুপারহিরোদের মুভি তো এটাই। দুই পছন্দের তারকাকে একসঙ্গে দেখতে পাব। ভিজ্যুয়াল ট্রিট আর দারুণ একটা মুভির অপেক্ষায় রইলাম।’
সিনেমার ট্রেলারের ঝলকে দেখা গেছে, এক হত্যা রহস্য সমাধানের জন্য ফিক্সারের সাহায্য নেন এক নারী। তবে কোনো একজন নন, একসঙ্গে দুজন হাজির হন সেই কেসের সুরাহা করতে। একে অপরের সঙ্গে কাজ করার ইচ্ছা না থাকলেও প্রয়োজনের খাতিরে জর্জ ক্লুনি আর ব্র্যাড পিটকে একসঙ্গে কাজ শুরু করতে হয়। ‘লোন উলভ’ হয়ে কাজ করতে অভ্যস্ত হলেও একসঙ্গে ‘উলভস’ কীভাবে এই মৃত্যুরহস্যের সুরাহা করে, সেই খোঁজই ক্রমশ প্রকাশ্যে আসে।
দুই মেগাস্টারের পাশাপাশি অস্টিন আব্রামস, অ্যামি রায়ান, পূর্ণা জগন্নাথনের মতো অভিনেতারা রয়েছেন এই সিনেমায়। ২০০৮ সালে ‘বার্ন আফটার রিডিং’ সিনেমাতে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল ব্র্যাড পিট আর জর্জ ক্লুনিকে। তাঁর আগে ‘ওশিয়ান ইলেভেন’ এবং সেই সিনেমার সিক্যোয়েলগুলোতে একসঙ্গে কাজ করেছিলেন হলিউডের দুই মেগাস্টার।
মাঝে ব্র্যাড পিটের সঙ্গে কাজ করার প্রসঙ্গে মজা করে জর্জ বলেছিলেন, ‘প্রিটি বয়ের সঙ্গে ফের কাজ করতে পেরে ভালো লেগেছে। মাঝে অনেকটা সময় কেটে গেছে।’
এমনিতে ব্যক্তিগত জীবনে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ব্র্যাড পিটের। প্রাক্তন স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে দীর্ঘ আইনি লড়াই চলছে তাঁর, যা ক্রমশ আরও তিক্ত হয়ে উঠছে। এর মাঝেই কিছুদিন আগে ব্র্যাড-অ্যাঞ্জেলিনার মেয়ে ভিভিয়েনা তাঁর নাম থেকে ঝেড়ে ফেলেছেন পিট পদবি। গত বছর বড় মেয়ে জাহারার পর এবার আর এক মেয়েও বাবা ব্র্যাড পিটের পরিচয় ঝেড়ে ফেলে বেছে নিয়েছেন তাঁর মা অ্যাঞ্জেলিনা জোলির পরিচয়।
হলিউডের অন্যতম দুই বড় তারকা আবার একসঙ্গে কাজে ফিরেছেন। ১৬ বছর পর ফের একসঙ্গে দেখা যাবে ব্র্যাড পিট আর জর্জ ক্লুনিকে। জন ওয়াটস পরিচালিত অ্যাকশন-কমেডি সিনেমা ‘উলভস’-এ দেখা যাবে তাঁদের। চলতি বছরের সেপ্টেম্বরের শেষে মুক্তি পাবে সিনেমাটি।
দুই সুপারস্টারকে একসঙ্গে নিয়ে সিনেমার ট্রেলার সামনে আসতেই বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে প্রবল উন্মাদনা। সোশ্যাল মিডিয়ায় একবাক্যে প্রায় সবাই সিনেমাটি দেখার জন্য অপেক্ষা শুরুর কথা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘এত দিন ধরে এ রকমই একটা রি-ইউনিয়নের অপেক্ষায় ছিলাম। ভীষণ রোমাঞ্চিত।’ অন্য একজনের মন্তব্য, ‘আমার চোখে সুপারহিরোদের মুভি তো এটাই। দুই পছন্দের তারকাকে একসঙ্গে দেখতে পাব। ভিজ্যুয়াল ট্রিট আর দারুণ একটা মুভির অপেক্ষায় রইলাম।’
সিনেমার ট্রেলারের ঝলকে দেখা গেছে, এক হত্যা রহস্য সমাধানের জন্য ফিক্সারের সাহায্য নেন এক নারী। তবে কোনো একজন নন, একসঙ্গে দুজন হাজির হন সেই কেসের সুরাহা করতে। একে অপরের সঙ্গে কাজ করার ইচ্ছা না থাকলেও প্রয়োজনের খাতিরে জর্জ ক্লুনি আর ব্র্যাড পিটকে একসঙ্গে কাজ শুরু করতে হয়। ‘লোন উলভ’ হয়ে কাজ করতে অভ্যস্ত হলেও একসঙ্গে ‘উলভস’ কীভাবে এই মৃত্যুরহস্যের সুরাহা করে, সেই খোঁজই ক্রমশ প্রকাশ্যে আসে।
দুই মেগাস্টারের পাশাপাশি অস্টিন আব্রামস, অ্যামি রায়ান, পূর্ণা জগন্নাথনের মতো অভিনেতারা রয়েছেন এই সিনেমায়। ২০০৮ সালে ‘বার্ন আফটার রিডিং’ সিনেমাতে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল ব্র্যাড পিট আর জর্জ ক্লুনিকে। তাঁর আগে ‘ওশিয়ান ইলেভেন’ এবং সেই সিনেমার সিক্যোয়েলগুলোতে একসঙ্গে কাজ করেছিলেন হলিউডের দুই মেগাস্টার।
মাঝে ব্র্যাড পিটের সঙ্গে কাজ করার প্রসঙ্গে মজা করে জর্জ বলেছিলেন, ‘প্রিটি বয়ের সঙ্গে ফের কাজ করতে পেরে ভালো লেগেছে। মাঝে অনেকটা সময় কেটে গেছে।’
এমনিতে ব্যক্তিগত জীবনে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ব্র্যাড পিটের। প্রাক্তন স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে দীর্ঘ আইনি লড়াই চলছে তাঁর, যা ক্রমশ আরও তিক্ত হয়ে উঠছে। এর মাঝেই কিছুদিন আগে ব্র্যাড-অ্যাঞ্জেলিনার মেয়ে ভিভিয়েনা তাঁর নাম থেকে ঝেড়ে ফেলেছেন পিট পদবি। গত বছর বড় মেয়ে জাহারার পর এবার আর এক মেয়েও বাবা ব্র্যাড পিটের পরিচয় ঝেড়ে ফেলে বেছে নিয়েছেন তাঁর মা অ্যাঞ্জেলিনা জোলির পরিচয়।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
১০ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
২১ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
২১ ঘণ্টা আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
২১ ঘণ্টা আগে