বিনোদন ডেস্ক
এত দিনে অভিনেত্রী গাল গাদত জায়গা পেলেন হলিউডের বিখ্যাত ওয়াক অব ফেমে। গত মঙ্গলবার সেখানে বসানো হলো তাঁর নামাঙ্কিত তারকা। এর আগে তাঁকে সম্মাননা দেয় হলিউড চেম্বার অব কমার্স। তবে ওয়াক অব ফেমে গাল গাদতের নাম বসানো নিয়ে বেশ উত্তেজনা ছড়িয়েছে। হয়েছে সংঘর্ষ।
গাল গাদত ইসরায়েলি অভিনেত্রী। দেশটির সামরিক বাহিনীতেও বছর দুয়েক ছিলেন। নিজের দেশের পক্ষে তিনি সব সময় সরব। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যে আগ্রাসন চলছে, সেটার বিপক্ষে অনেক তারকা কথা বললেও গাল গাদতের অবস্থান ইসরায়েলের পক্ষে। ফলে ওয়াক অব ফেমের অনুষ্ঠানে তাঁকে সমর্থন করে ইসরায়েলের পতাকা হাতে অবস্থান নিয়েছিলেন অনেক ইসরায়েলি। অন্যদিকে, ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের বিরোধিতা করে এবং অবিলম্বে যুদ্ধবিরতির দাবি নিয়ে এসেছিলেন অনেকে। ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা।
একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। ফিলিস্তিনপন্থী ও ইসরায়েলপন্থীদের যুদ্ধক্ষেত্রে পরিণত হয় গাল গাদতের ওয়াক অব ফেম অনুষ্ঠান। হলিউড রিপোর্টার জানিয়েছে, হলিউড বুলেভার্ডের যে স্থানে গাল গাদতের অনুষ্ঠান চলছিল, তার মাত্র কয়েক ফুট দূরেই জড়ো হয়ে স্লোগান দিচ্ছিলেন ইসরায়েল সমর্থকেরা। কাছেই অবস্থান নিয়েছিলেন ফিলিস্তিন সমর্থকেরা। দুই পক্ষ স্লোগান দিচ্ছিল। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।
তবে পুলিশ আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল। তাই দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। ভিড় নিয়ন্ত্রণের জন্য কয়েকজনকে আটক করে পরে ছেড়ে দেওয়া হয়। ওয়াক অব ফেমের অনুষ্ঠান ঘিরে সৃষ্ট এ ঘটনায় এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি গাল গাদত।
ওয়াক অব ফেমের অনুষ্ঠানে গাল গাদত এসেছিলেন সপরিবারে। তাঁর সঙ্গে ছিলেন স্বামী জারন ভার্সানো ও চার মেয়ে আলমা, মায়া, ড্যানিয়েলা এবং ওরি। পরিচালক প্যাটি জেনকিন্স ও অভিনেতা ভিন ডিজেলও ছিলেন অনুষ্ঠানে।
হলিউড তারকাদের স্বপ্নের জায়গা ওয়াক অব ফেম। এটা মূলত লস অ্যাঞ্জেলেসের হলিউড বুলেভার্ড ও ভাইন স্ট্রিটের প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্যের ফুটপাত। বিখ্যাত অভিনয়শিল্পী, সংগীতশিল্পী, প্রযোজক, পরিচালক, নাট্য/সংগীতের দল কিংবা কাল্পনিক চরিত্রের নামে তারকা অঙ্কিত আছে এ ফুটপাতে। ১৯৬০ সাল থেকে এ পর্যন্ত সেখানে স্থান পেয়েছে ২ হাজার ৮০০ তারকার নাম।
এত দিনে অভিনেত্রী গাল গাদত জায়গা পেলেন হলিউডের বিখ্যাত ওয়াক অব ফেমে। গত মঙ্গলবার সেখানে বসানো হলো তাঁর নামাঙ্কিত তারকা। এর আগে তাঁকে সম্মাননা দেয় হলিউড চেম্বার অব কমার্স। তবে ওয়াক অব ফেমে গাল গাদতের নাম বসানো নিয়ে বেশ উত্তেজনা ছড়িয়েছে। হয়েছে সংঘর্ষ।
গাল গাদত ইসরায়েলি অভিনেত্রী। দেশটির সামরিক বাহিনীতেও বছর দুয়েক ছিলেন। নিজের দেশের পক্ষে তিনি সব সময় সরব। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যে আগ্রাসন চলছে, সেটার বিপক্ষে অনেক তারকা কথা বললেও গাল গাদতের অবস্থান ইসরায়েলের পক্ষে। ফলে ওয়াক অব ফেমের অনুষ্ঠানে তাঁকে সমর্থন করে ইসরায়েলের পতাকা হাতে অবস্থান নিয়েছিলেন অনেক ইসরায়েলি। অন্যদিকে, ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের বিরোধিতা করে এবং অবিলম্বে যুদ্ধবিরতির দাবি নিয়ে এসেছিলেন অনেকে। ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা।
একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। ফিলিস্তিনপন্থী ও ইসরায়েলপন্থীদের যুদ্ধক্ষেত্রে পরিণত হয় গাল গাদতের ওয়াক অব ফেম অনুষ্ঠান। হলিউড রিপোর্টার জানিয়েছে, হলিউড বুলেভার্ডের যে স্থানে গাল গাদতের অনুষ্ঠান চলছিল, তার মাত্র কয়েক ফুট দূরেই জড়ো হয়ে স্লোগান দিচ্ছিলেন ইসরায়েল সমর্থকেরা। কাছেই অবস্থান নিয়েছিলেন ফিলিস্তিন সমর্থকেরা। দুই পক্ষ স্লোগান দিচ্ছিল। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।
তবে পুলিশ আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল। তাই দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। ভিড় নিয়ন্ত্রণের জন্য কয়েকজনকে আটক করে পরে ছেড়ে দেওয়া হয়। ওয়াক অব ফেমের অনুষ্ঠান ঘিরে সৃষ্ট এ ঘটনায় এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি গাল গাদত।
ওয়াক অব ফেমের অনুষ্ঠানে গাল গাদত এসেছিলেন সপরিবারে। তাঁর সঙ্গে ছিলেন স্বামী জারন ভার্সানো ও চার মেয়ে আলমা, মায়া, ড্যানিয়েলা এবং ওরি। পরিচালক প্যাটি জেনকিন্স ও অভিনেতা ভিন ডিজেলও ছিলেন অনুষ্ঠানে।
হলিউড তারকাদের স্বপ্নের জায়গা ওয়াক অব ফেম। এটা মূলত লস অ্যাঞ্জেলেসের হলিউড বুলেভার্ড ও ভাইন স্ট্রিটের প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্যের ফুটপাত। বিখ্যাত অভিনয়শিল্পী, সংগীতশিল্পী, প্রযোজক, পরিচালক, নাট্য/সংগীতের দল কিংবা কাল্পনিক চরিত্রের নামে তারকা অঙ্কিত আছে এ ফুটপাতে। ১৯৬০ সাল থেকে এ পর্যন্ত সেখানে স্থান পেয়েছে ২ হাজার ৮০০ তারকার নাম।
সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অভিনেতা শাকিব খান। ফেরার আগেই গুছিয়ে নিয়েছেন শিডিউল। দিন দুয়েকের বিশ্রাম সেরেই সে অনুযায়ী শুরু করেছেন কাজ। ৫ অক্টোবর থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার।
৯ মিনিট আগেবলিউডে এ বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘সাইয়ারা’। নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডাকে নিয়ে তৈরি সাইয়ারা ব্যবসার অঙ্কে পেছনে ফেলে দিয়েছে জনপ্রিয় অনেক অভিনেতার সিনেমাকে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসাসফল প্রেমের গল্প হিসেবে জায়গা করে নিয়েছে এটি।
২২ মিনিট আগেসংগীতজীবনের ২৫ বছরে এসে বিদায়ের ঘোষণা দিয়েছেন তাহসান। গত ২০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে তাহসান জানান, মিউজিক ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন তিনি। তাহসানের হঠাৎ এমন ঘোষণায় ব্যাপক হইচই পড়ে যায়।
৩২ মিনিট আগে৮ অক্টোবর পথচলার ২১ বছর পূর্তি উদ্যাপন করতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স। ওই দিন স্টার সিনেপ্লেক্সের যেকোনো সিনেমার জন্য একটি টিকিট কিনলে আরেকটি টিকিট ফ্রি পাবেন দর্শকেরা।
১২ ঘণ্টা আগে