বিনোদন ডেস্ক
অভিনয়শিল্পীর সবচেয়ে বড় গুণ কী? অনেকে হয়তো বলবেন, ভালো অভিনয় করা, চরিত্রকে দ্রুত আয়ত্তে আনা কিংবা দর্শকদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করতে পারা। তবে লিয়াম নিসনের কাছে এসবের চেয়েও গুরুত্বপূর্ণ হলো শুটিং সেটে সময়মতো উপস্থিত হওয়া। এটা যেকোনো অভিনেতার সবচেয়ে বড় দায়িত্ব বলেও মনে করেন তিনি।
৭৩ বছর বয়সী এই হলিউড অভিনেতা সম্প্রতি অ্যাকশনের গণ্ডি পেরিয়ে ‘দ্য নেকেড গান’ দিয়ে পা রেখেছেন কমেডির দুনিয়ায়। এতে লিয়াম নিসনের সঙ্গী হয়েছেন পামেলা অ্যান্ডারসন। ১ আগস্ট মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিনেই বিশ্বজুড়ে আয় করেছে প্রায় ২৮ মিলিয়ন ডলার; যেকোনো কমেডি সিনেমার জন্য যা দুর্দান্ত শুরু।
রোলিং স্টোনকে দেওয়া এক সাক্ষাৎকারে লিয়াম নিসন জানান, যেসব তারকা শুটিংয়ে দেরি করে আসেন, তাঁদের পছন্দ করেন না তিনি। এ ধরনের অভিনেতার সঙ্গে কখনো কাজ করতেও চান না।
লিয়াম নিসন বলেন, ‘অনেক অভিনেতা-অভিনেত্রীর সম্পর্কে এমন বিরক্তিকর গল্প শুনতে পাই; যারা খুব প্রতিভাবান, কিন্তু দুই-তিন-চার ঘণ্টা দেরিতে শুটিংয়ে আসে, আমি কখনো তাদের সঙ্গে কাজ করতে চাই না। এটা খুবই অপমানজনক। আপনার জন্য সেটে এত মানুষ অপেক্ষা করছে। আপনার উচিত সময়মতো শুটিংয়ে পৌঁছে তাদের সম্মান জানানো।’ কাদের উদ্দেশে এমন কথা বলেছেন লিয়াম নিসন, তা স্পষ্ট করেননি। তবে এ মন্তব্য দ্য নেকেড গান সিনেমার কোনো সহশিল্পীকে নিয়ে নয়।
দ্য নেকেড গান সিনেমায় এক আনাড়ি পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন লিয়াম নিসন। দীর্ঘ অভিনয়জীবনে এ ধরনের কমেডি চরিত্রে খুব কমই দেখা গেছে তাঁকে। বরং দর্শক তাঁকে অ্যাকশন সিনেমাতেই দেখে অভ্যস্ত। তবে বয়স বেড়েছে। ইদানীং তাই অ্যাকশনে অতটা সায় দিচ্ছেন না অভিনেতা। জানিয়েছেন, এখনো প্রায়ই অ্যাকশন সিনেমায় অভিনয়ের প্রস্তাব আসে, কিন্তু সেগুলোতে তেমন আগ্রহ বোধ করেন না তিনি।
নিজের অ্যাকশন স্টান্ট নিজেই করে অভ্যস্ত লিয়াম নিসন। কখনো স্টান্টম্যানের সাহায্য নেননি। এখনো নিতে চান না। তাই অ্যাকশন থেকে দূরত্ব বজায় রাখছেন। অভিনেতা বলেন, ‘আমি দর্শককে ধোঁকা দিতে চাই না। তাঁরা পর্দায় আমার অ্যাকশন দৃশ্য দেখবে, কিন্তু তাতে আমি নেই। আমি তা করতে চাই না। এখন আমার ৭৩ বছর চলছে। এ বয়সে ওয়াকার কিংবা ওয়াকিং স্টিক নিয়েও অ্যাকশন করতে পারব না।’
লিয়াম নিসন তাই অ্যাকশনের বাইরে ভিন্ন ধরনের গল্পে আগ্রহী হয়ে উঠেছেন। তিনি জানান, চিত্রনাট্যকারদের প্রতি তাঁর ভরসা আছে। তাঁরা নিশ্চয়ই নিসনের জন্য ভালো গল্প লিখবেন। তবে হরর সিনেমা তিনি কখনো করবেন না, সে কথাও জানিয়ে দিয়েছেন অভিনেতা।
অভিনয়শিল্পীর সবচেয়ে বড় গুণ কী? অনেকে হয়তো বলবেন, ভালো অভিনয় করা, চরিত্রকে দ্রুত আয়ত্তে আনা কিংবা দর্শকদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করতে পারা। তবে লিয়াম নিসনের কাছে এসবের চেয়েও গুরুত্বপূর্ণ হলো শুটিং সেটে সময়মতো উপস্থিত হওয়া। এটা যেকোনো অভিনেতার সবচেয়ে বড় দায়িত্ব বলেও মনে করেন তিনি।
৭৩ বছর বয়সী এই হলিউড অভিনেতা সম্প্রতি অ্যাকশনের গণ্ডি পেরিয়ে ‘দ্য নেকেড গান’ দিয়ে পা রেখেছেন কমেডির দুনিয়ায়। এতে লিয়াম নিসনের সঙ্গী হয়েছেন পামেলা অ্যান্ডারসন। ১ আগস্ট মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিনেই বিশ্বজুড়ে আয় করেছে প্রায় ২৮ মিলিয়ন ডলার; যেকোনো কমেডি সিনেমার জন্য যা দুর্দান্ত শুরু।
রোলিং স্টোনকে দেওয়া এক সাক্ষাৎকারে লিয়াম নিসন জানান, যেসব তারকা শুটিংয়ে দেরি করে আসেন, তাঁদের পছন্দ করেন না তিনি। এ ধরনের অভিনেতার সঙ্গে কখনো কাজ করতেও চান না।
লিয়াম নিসন বলেন, ‘অনেক অভিনেতা-অভিনেত্রীর সম্পর্কে এমন বিরক্তিকর গল্প শুনতে পাই; যারা খুব প্রতিভাবান, কিন্তু দুই-তিন-চার ঘণ্টা দেরিতে শুটিংয়ে আসে, আমি কখনো তাদের সঙ্গে কাজ করতে চাই না। এটা খুবই অপমানজনক। আপনার জন্য সেটে এত মানুষ অপেক্ষা করছে। আপনার উচিত সময়মতো শুটিংয়ে পৌঁছে তাদের সম্মান জানানো।’ কাদের উদ্দেশে এমন কথা বলেছেন লিয়াম নিসন, তা স্পষ্ট করেননি। তবে এ মন্তব্য দ্য নেকেড গান সিনেমার কোনো সহশিল্পীকে নিয়ে নয়।
দ্য নেকেড গান সিনেমায় এক আনাড়ি পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন লিয়াম নিসন। দীর্ঘ অভিনয়জীবনে এ ধরনের কমেডি চরিত্রে খুব কমই দেখা গেছে তাঁকে। বরং দর্শক তাঁকে অ্যাকশন সিনেমাতেই দেখে অভ্যস্ত। তবে বয়স বেড়েছে। ইদানীং তাই অ্যাকশনে অতটা সায় দিচ্ছেন না অভিনেতা। জানিয়েছেন, এখনো প্রায়ই অ্যাকশন সিনেমায় অভিনয়ের প্রস্তাব আসে, কিন্তু সেগুলোতে তেমন আগ্রহ বোধ করেন না তিনি।
নিজের অ্যাকশন স্টান্ট নিজেই করে অভ্যস্ত লিয়াম নিসন। কখনো স্টান্টম্যানের সাহায্য নেননি। এখনো নিতে চান না। তাই অ্যাকশন থেকে দূরত্ব বজায় রাখছেন। অভিনেতা বলেন, ‘আমি দর্শককে ধোঁকা দিতে চাই না। তাঁরা পর্দায় আমার অ্যাকশন দৃশ্য দেখবে, কিন্তু তাতে আমি নেই। আমি তা করতে চাই না। এখন আমার ৭৩ বছর চলছে। এ বয়সে ওয়াকার কিংবা ওয়াকিং স্টিক নিয়েও অ্যাকশন করতে পারব না।’
লিয়াম নিসন তাই অ্যাকশনের বাইরে ভিন্ন ধরনের গল্পে আগ্রহী হয়ে উঠেছেন। তিনি জানান, চিত্রনাট্যকারদের প্রতি তাঁর ভরসা আছে। তাঁরা নিশ্চয়ই নিসনের জন্য ভালো গল্প লিখবেন। তবে হরর সিনেমা তিনি কখনো করবেন না, সে কথাও জানিয়ে দিয়েছেন অভিনেতা।
মডেলিংয়ে ক্যারিয়ার শুরু সুনেরাহ বিনতে কামালের। ২০১৯ সালে তানিম রহমান অংশুর ‘ন ডরাই’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু তাঁর। অভিষেকে বাজিমাত করেছেন, পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। টিভিতে তাঁর প্রথম নাটক ‘শূন্য থেকে শুরু’। ২০২২ সালের নাটকটিতে তিনি অভিনয় করেছিলেন তাহসানের সঙ্গে...
১ ঘণ্টা আগেকানিজ নীরার উপস্থাপনায় বিটিভিতে প্রচারিত হচ্ছে বাংলা গানের বিবর্তন নিয়ে অনুষ্ঠান ‘স্মৃতিময় গানগুলো’। অনুষ্ঠানের গবেষক ও আলোচক হিসেবে থাকছেন সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। গত রোববার বিটিভির স্টুডিওতে হয়ে গেল অনুষ্ঠানটির নতুন পর্বের শুটিং।
১ ঘণ্টা আগেবন্ধ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের এবিসি চ্যানেলের জনপ্রিয় লেট নাইট শো ‘জিমি কিমেল লাইভ’। ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভের বলি হতে হয়েছে জনপ্রিয় উপস্থাপক জিমি কিমেলের এই অনুষ্ঠানকে। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে চলছে তোলপাড়।
১ ঘণ্টা আগেসংগীতশিল্পী, গীতিকার ও অভিনেতা তাহসান খান গান ছেড়ে দিয়ে ‘জিহাদিদের মতো’ কথা বলছেন বলে মন্তব্য করেছেন নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। তিনি বলেছেন, ‘তিনি (তাহসান) তো জিহাদিদের মতোই কথা বললেন, যে জিহাদিরা বাউল উৎসব বন্ধ করছে, লালন মেলা বন্ধ করছে, স্কুলে গানের শিক্ষক বন্ধ করছে...
১১ ঘণ্টা আগে