বিনোদন ডেস্ক
জাপানি মনস্টার গডজিলা পর্দায় প্রথম দেখা দেয় ১৯৫৪ সালে। ওই বছরের ৩ নভেম্বর হলে মুক্তি পায় ‘গজিরা’, যাতে প্রধান চরিত্র হয়ে দেখা দেয় গডজিলা। সে হিসাবে এ মনস্টারের পর্দায় অভিষেকের ৭০ বছর পূর্ণ হবে আগামীকাল। এটিই সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা ফ্র্যাঞ্চাইজি।
৭০ পূর্তি উপলক্ষে গডজিলাকে নিয়ে নতুন ঘোষণা দিল জাপানি প্রযোজনা প্রতিষ্ঠান টোহো স্টুডিওজ। তারা জানিয়েছে, বড় পর্দায় আবার ফিরছে গডজিলা।
গত বছর জাপানি সিনেমা ‘গডজিলা মাইনাস ওয়ান’ বক্স অফিসে ব্যাপক আলোড়ন তৈরি করে। ৯৬তম অস্কারে সেরা ভিজুয়াল ইফেক্টের পুরস্কারও পায়। সিনেমাটি পরিচালনা করেছিলেন তাকাশি ইয়ামাজাকি। ভিএফএক্সের দায়িত্বও তিনি সামলেছেন। তাঁর হাতেই নির্মিত হবে গডজিলার পরের পর্ব।
শুক্রবার এক্সে টোহো একটি ভিডিও পোস্ট করে জানিয়েছে এ খবর। ভিডিওতে তাকাশি ইয়ামাজাকিকে বলতে শোনা যায়, ‘আমার কাছে একটা দারুণ খবর আছে। গডজিলা সিরিজের নতুন সিনেমাটি পরিচালনা করব। আমাদের সঙ্গেই থাকুন।’
নতুন সিনেমাটি গডজিলা মাইনাস ওয়ানের সিকুয়েল হবে, নাকি স্বতন্ত্র সিনেমা হিসেবেই নির্মিত হবে, তা এখনো জানা যায়নি। ওই সিনেমার বাজেট ছিল ১৫ মিলিয়ন ডলার, আয় করেছিল ১১৬ মিলিয়ন। নতুন সিনেমাটি নির্মিত হবে এর চেয়েও বড় আয়োজনে।
যুদ্ধবিধ্বস্ত জাপানিদের জন্য গডজিলা চরিত্রটি ছিল পারমাণবিক গণহত্যার প্রতিবাদের প্রতীক। এরপর অনেক দশক কেটেছে। এই দীর্ঘ সময়ে গডজিলার জনপ্রিয়তা এতটুকুও কমেনি, বরং দিনে দিনে বেড়েছে। এ পর্যন্ত ৩৭টি সিকুয়েল তৈরি হয়েছে এ সিনেমার। এ ছাড়া টিভি সিরিজ, ভিডিও গেমস ও কমিকসেও জনপ্রিয়তা পেয়েছে গডজিলা।
শুরুর দিকে গডজিলাকে মানবজাতির ক্ষতি করা দানব হিসেবে দেখানো হলেও পরবর্তী সময়ে মানুষের বন্ধু হিসেবে বারবার হাজির হয়েছে এ মনস্টার। সাগরের তলদেশ থেকে উঠে আসা পারমাণবিক শক্তিসম্পন্ন এই দানব অনেক সিনেমায় পৃথিবীকে অন্যান্য দানবের হাত থেকেও রক্ষা করেছে।
জাপানি মনস্টার গডজিলা পর্দায় প্রথম দেখা দেয় ১৯৫৪ সালে। ওই বছরের ৩ নভেম্বর হলে মুক্তি পায় ‘গজিরা’, যাতে প্রধান চরিত্র হয়ে দেখা দেয় গডজিলা। সে হিসাবে এ মনস্টারের পর্দায় অভিষেকের ৭০ বছর পূর্ণ হবে আগামীকাল। এটিই সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা ফ্র্যাঞ্চাইজি।
৭০ পূর্তি উপলক্ষে গডজিলাকে নিয়ে নতুন ঘোষণা দিল জাপানি প্রযোজনা প্রতিষ্ঠান টোহো স্টুডিওজ। তারা জানিয়েছে, বড় পর্দায় আবার ফিরছে গডজিলা।
গত বছর জাপানি সিনেমা ‘গডজিলা মাইনাস ওয়ান’ বক্স অফিসে ব্যাপক আলোড়ন তৈরি করে। ৯৬তম অস্কারে সেরা ভিজুয়াল ইফেক্টের পুরস্কারও পায়। সিনেমাটি পরিচালনা করেছিলেন তাকাশি ইয়ামাজাকি। ভিএফএক্সের দায়িত্বও তিনি সামলেছেন। তাঁর হাতেই নির্মিত হবে গডজিলার পরের পর্ব।
শুক্রবার এক্সে টোহো একটি ভিডিও পোস্ট করে জানিয়েছে এ খবর। ভিডিওতে তাকাশি ইয়ামাজাকিকে বলতে শোনা যায়, ‘আমার কাছে একটা দারুণ খবর আছে। গডজিলা সিরিজের নতুন সিনেমাটি পরিচালনা করব। আমাদের সঙ্গেই থাকুন।’
নতুন সিনেমাটি গডজিলা মাইনাস ওয়ানের সিকুয়েল হবে, নাকি স্বতন্ত্র সিনেমা হিসেবেই নির্মিত হবে, তা এখনো জানা যায়নি। ওই সিনেমার বাজেট ছিল ১৫ মিলিয়ন ডলার, আয় করেছিল ১১৬ মিলিয়ন। নতুন সিনেমাটি নির্মিত হবে এর চেয়েও বড় আয়োজনে।
যুদ্ধবিধ্বস্ত জাপানিদের জন্য গডজিলা চরিত্রটি ছিল পারমাণবিক গণহত্যার প্রতিবাদের প্রতীক। এরপর অনেক দশক কেটেছে। এই দীর্ঘ সময়ে গডজিলার জনপ্রিয়তা এতটুকুও কমেনি, বরং দিনে দিনে বেড়েছে। এ পর্যন্ত ৩৭টি সিকুয়েল তৈরি হয়েছে এ সিনেমার। এ ছাড়া টিভি সিরিজ, ভিডিও গেমস ও কমিকসেও জনপ্রিয়তা পেয়েছে গডজিলা।
শুরুর দিকে গডজিলাকে মানবজাতির ক্ষতি করা দানব হিসেবে দেখানো হলেও পরবর্তী সময়ে মানুষের বন্ধু হিসেবে বারবার হাজির হয়েছে এ মনস্টার। সাগরের তলদেশ থেকে উঠে আসা পারমাণবিক শক্তিসম্পন্ন এই দানব অনেক সিনেমায় পৃথিবীকে অন্যান্য দানবের হাত থেকেও রক্ষা করেছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অভিনেতা শাকিব খান। ফেরার আগেই গুছিয়ে নিয়েছেন শিডিউল। দিন দুয়েকের বিশ্রাম সেরেই সে অনুযায়ী শুরু করেছেন কাজ। ৫ অক্টোবর থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার।
৪ ঘণ্টা আগেবলিউডে এ বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘সাইয়ারা’। নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডাকে নিয়ে তৈরি সাইয়ারা ব্যবসার অঙ্কে পেছনে ফেলে দিয়েছে জনপ্রিয় অনেক অভিনেতার সিনেমাকে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসাসফল প্রেমের গল্প হিসেবে জায়গা করে নিয়েছে এটি।
৪ ঘণ্টা আগেসংগীতজীবনের ২৫ বছরে এসে বিদায়ের ঘোষণা দিয়েছেন তাহসান। গত ২০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে তাহসান জানান, মিউজিক ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন তিনি। তাহসানের হঠাৎ এমন ঘোষণায় ব্যাপক হইচই পড়ে যায়।
৪ ঘণ্টা আগে৮ অক্টোবর পথচলার ২১ বছর পূর্তি উদ্যাপন করতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স। ওই দিন স্টার সিনেপ্লেক্সের যেকোনো সিনেমার জন্য একটি টিকিট কিনলে আরেকটি টিকিট ফ্রি পাবেন দর্শকেরা।
১৫ ঘণ্টা আগে