Ajker Patrika

অবসরে যাচ্ছেন অস্কারজয়ী অভিনেত্রী জুডি ডেঞ্চ

আপডেট : ২৯ মে ২০২৪, ১১: ৪৮
অবসরে যাচ্ছেন অস্কারজয়ী অভিনেত্রী জুডি ডেঞ্চ

অবসরের ঘোষণা দিলেন অস্কার বিজয়ী ব্রিটিশ অভিনেত্রী জুডি ডেঞ্চ। দ্য গার্ডিয়ান জানিয়েছে, শারীরিক বেশ কিছু সমস্যায় ভুগছেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ৬০ বছরের অভিনয় ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জুডি ডেঞ্চ জানিয়েছেন, তাঁর হাতে এখন কোনো কাজ নেই। আবার শরীরও ভালো যাচ্ছে না ইদানীং। তাই তাঁর এই অবসরের সিদ্ধান্ত। তিনি আরও জানিয়েছেন, অনেক দিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন। কিন্তু ইদানীং দেখতে বেশ অসুবিধা হচ্ছে তাঁর।

২০১২ সাল থেকেই ম্যাকিউলার ডিজেনারেশনে ভুগছেন জুডি ডেঞ্চ। অভিনেত্রীর বয়স এখন ৮৯, চোখের সমস্যায় চিত্রনাট্য পড়তেও হচ্ছে সমস্যা। তাই নতুন সিনেমা হাতে নিচ্ছেন না তিনি।

‘বন্ড’ সিরিজের দৃশ্যে জুডি ডেঞ্চবন্ড সিরিজের মোট সাতটি ছবিতে ‘এম’ চরিত্রে অভিনয় করেছেন জুডি ডেঞ্চ। এর মধ্যে ‘ডাই অ্যানাদার ডে’ (২০০২), ‘ক্যাসিনো রয়্যাল’ (২০০৬), ‘কোয়ান্টাম অব সোলেস’ (২০০৮), ‘স্কাইফল’ (২০১২) এবং ‘স্পেক্টার’ (২০১৫) উল্লেখযোগ্য। ১৯৯৮ সালে ‘শেক্‌সপিয়ার ইন লাভ’ সিনেমায় রানি প্রথম এলিজাবেথ চরিত্রে অভিনয়ের জন্য সেরা ‘পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী’র অস্কার জেতেন। জুডি ডেঞ্চকে সবশেষ ২০২২ সালে ‘স্পিরিটেড’ সিনেমায় দেখা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত