আসছে ৩১ আগস্ট পর্দা উঠবে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ আসর ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবের। উৎসব সামনে রেখে এবারের প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে নির্বাচিত সিনেমার তালিকা প্রকাশ করা হয়েছে। মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (২৬ জুলাই) এই তালিকা ঘোষণা করেন উৎসবের পরিচালক আলবার্তো বারবারা।
এবার প্রতিযোগিতা বিভাগের ২৩টি সিনেমা লড়বে সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়নের জন্য। নোয়া বামবাচ পরিচালিত ‘হোয়াইট নয়েজ’ সিনেমা দিয়ে উৎসবের পর্দা উঠবে।
ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল বিভাগের প্রতিযোগিতায় রয়েছেন বিশ্বের খ্যাতিমান নির্মাতারা। ড্যারেন অ্যারোনোফস্কি আছেন ‘দ্য হুইল’ সিনেমা নিয়ে। দীর্ঘ প্রায় এক দশক পর অ্যান্ড্রু ডমিনিক ফিরছেন নতুন সিনেমা ‘ব্লন্ড’ দিয়ে। ২০১৫ সালে ‘রেভেন্যান্ট’ সিনেমা দিয়ে অস্কার জয়ের পর আর কোনো সিনেমা বানাননি আলেজান্দ্রো গঞ্জালেজ ইনারিতু। মেক্সিকান এই চলচ্চিত্র নির্মাতা এবার ‘বারডো’ দিয়ে ফিরছেন। তালিকায় আরও রয়েছেন লুকা গোওডাগিনো, জোয়ানা হগ ও লরা পোইট্রাসের মতো নির্মাতারা।
৭৯তম ভেনিস চলচ্চিত্র উৎসবে আউট অব কমপিটিশন ফিকশন ও নন ফিকশন বিভাগে জায়গা করে নিয়েছে ১০টি করে সিনেমা। গত বছর ৭৮তম ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার গোল্ডেন লায়ন জিতেছিল ফরাসি ছবি ‘হ্যাপেনিং’। আগামী ৩১ আগস্ট শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবারের ভেনিস চলচ্চিত্র উৎসব। আসরের শেষ দিন দেখানো হবে ‘আদার পিপলস চিলড্রেন’ সিনেমাটি।
এবারের প্রতিযোগিতা বিভাগের সিনেমাগুলো:
আসছে ৩১ আগস্ট পর্দা উঠবে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ আসর ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবের। উৎসব সামনে রেখে এবারের প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে নির্বাচিত সিনেমার তালিকা প্রকাশ করা হয়েছে। মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (২৬ জুলাই) এই তালিকা ঘোষণা করেন উৎসবের পরিচালক আলবার্তো বারবারা।
এবার প্রতিযোগিতা বিভাগের ২৩টি সিনেমা লড়বে সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়নের জন্য। নোয়া বামবাচ পরিচালিত ‘হোয়াইট নয়েজ’ সিনেমা দিয়ে উৎসবের পর্দা উঠবে।
ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল বিভাগের প্রতিযোগিতায় রয়েছেন বিশ্বের খ্যাতিমান নির্মাতারা। ড্যারেন অ্যারোনোফস্কি আছেন ‘দ্য হুইল’ সিনেমা নিয়ে। দীর্ঘ প্রায় এক দশক পর অ্যান্ড্রু ডমিনিক ফিরছেন নতুন সিনেমা ‘ব্লন্ড’ দিয়ে। ২০১৫ সালে ‘রেভেন্যান্ট’ সিনেমা দিয়ে অস্কার জয়ের পর আর কোনো সিনেমা বানাননি আলেজান্দ্রো গঞ্জালেজ ইনারিতু। মেক্সিকান এই চলচ্চিত্র নির্মাতা এবার ‘বারডো’ দিয়ে ফিরছেন। তালিকায় আরও রয়েছেন লুকা গোওডাগিনো, জোয়ানা হগ ও লরা পোইট্রাসের মতো নির্মাতারা।
৭৯তম ভেনিস চলচ্চিত্র উৎসবে আউট অব কমপিটিশন ফিকশন ও নন ফিকশন বিভাগে জায়গা করে নিয়েছে ১০টি করে সিনেমা। গত বছর ৭৮তম ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার গোল্ডেন লায়ন জিতেছিল ফরাসি ছবি ‘হ্যাপেনিং’। আগামী ৩১ আগস্ট শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবারের ভেনিস চলচ্চিত্র উৎসব। আসরের শেষ দিন দেখানো হবে ‘আদার পিপলস চিলড্রেন’ সিনেমাটি।
এবারের প্রতিযোগিতা বিভাগের সিনেমাগুলো:
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
১২ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১ দিন আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১ দিন আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১ দিন আগে