Ajker Patrika

যৌন নিপীড়ন: কেভিন স্পেসি ‘অণ্ডকোষ চেপে ধরে, ঘাড়ে চুমু দিয়ে বলেন শান্ত হও’

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ২১: ৪৮
যৌন নিপীড়ন: কেভিন স্পেসি ‘অণ্ডকোষ চেপে ধরে, ঘাড়ে চুমু দিয়ে বলেন শান্ত হও’

যৌন নিপীড়নের মামলায় হলিউড তারকা কেভিন স্পেসির বিরুদ্ধে যুক্তরাজ্যের আদালতে শুনানি চলছে। তাঁর বিরুদ্ধে চারজন পুরুষ যৌন নিপীড়নের ১২টি অভিযোগ এনেছেন।

আজ মঙ্গলবার তৃতীয় দিনের মতো শুনানি হয়। আদালত একজন ভুক্তভোগীর ভাই এবং তাঁর দুই সাবেক বান্ধবীর সাক্ষ্য শোনেন। এ ছাড়া পুলিশকে দেওয়া আরেকজন অভিযোগকারীর জবানবন্দির রেকর্ড আদালতে শোনানো হয়।

বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিদের বয়স ৩০-৪০ বছরের মধ্যে। স্পেসির বিরুদ্ধে আনা ১২টি অভিযোগের ঘটনার সময়কাল ২০০১ থেকে ২০১৩-এর মধ্যে।

প্রথম অভিযোগকারীর সাবেক প্রেমিকা আদালতকে বলেন, স্পেসি তাঁর প্রেমিকের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেছিলেন। তিনি বেশ কয়েকবার তাঁর পায়ে হাত রাখেন, এমনকি তাঁর অণ্ডকোষ চেপে ধরেন।

দ্বিতীয় সাক্ষীও ছিলেন প্রথম অভিযোগকারীর সাবেক প্রেমিকা। তিনি আদালতকে বলেন, স্পেসি তাঁর সাবেক প্রেমিকের হাঁটু স্পর্শ করেছিলেন এবং তাঁর হাঁটুতে হাত রেখেছিলেন।

তৃতীয় সাক্ষী অভিযোগকারীর ভাই আদালতকে জানান, স্পেসি তাঁর ভাইয়ের অণ্ডকোষ ‘বেশ শক্ত’ করে চেপে ধরেছিলেন।

সর্বশেষ আদালত পুলিশকে দেওয়া দ্বিতীয় অভিযোগকারীর জবানবন্দির রেকর্ড দেখেন। সেখানে অভিযোগকারী জানান, স্পেসি তাঁর ‘অণ্ডকোষ’ চেপে ধরেন এবং তাঁর ঘাড়ে চুম্বন করে তাঁকে শান্ত হতে বলেন। স্পেসি এই ব্যক্তির করা যৌন নিপীড়নের অভিযোগসহ তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
 
উল্লেখ্য, বছর ছয়েক আগে যৌন অসদাচরণের অভিযোগ আলোচনায় এলে দুবার অস্কারজয়ী হলিউডের এই জনপ্রিয় অভিনেতা লোকচক্ষুর অন্তরালে চলে যান। অভিযোগ ওঠার পর টিভি শো ‘হাউস অব কার্ডস’ এবং চলচ্চিত্র ‘অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড’ থেকেও বাদ পড়েন তিনি। খ্যাতিমান এই অভিনেতা ও পরিচালক ‘আমেরিকান বিউটি’ (২০০০) চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা ও ‘দি ইউজুয়াল সাসপেক্টস’ (১৯৯৬) ছবির জন্য সেরা সহ-অভিনেতা ক্যাটাগরিতে অস্কার পান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত