কলকাতায় অভিনেত্রী সোহিনী সরকার ও পরিচালক সুব্রত সেনের দ্বন্দ্ব চরমে। সোহিনীর ওপর বেজায় চটেছেন পরিচালক সুব্রত সেন। সোহিনীর সঙ্গে তাঁর হোয়াটস অ্যাপ চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে নিজেই ক্ষোভ প্রকাশ করেন তিনি। নিজের নতুন ছবিতে একটি চরিত্রের জন্য সোহিনীকে পছন্দ করেছিলেন। ছবি নিয়ে কথাবার্তাও হয়েছে। কিন্তু পরিচালকের দাবি যে, সোহিনী বারবার সময় দিয়েও তাঁর সঙ্গে দেখা করতে আসেননি, তাঁর ফোন ধরেননি, এমনকি তাঁর মেসেজেরও রিপ্লাই করেননি। এতেই বিরক্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্কিনশট পোস্ট করেন তিনি। সোহিনীর উদ্দেশ্যে লেখেন, ‘যথেষ্ট হয়েছে, কেউ এত গুরুত্বপূর্ণ নয় যে তাঁকে বদলানো যাবে না।’
ব্যক্তিগত কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার জন্য অনেকেই পরিচালকের উপর ক্ষুব্ধ হয়েছেন। সুব্রত সেনের এই পোস্টের পর ভারতীয় গণমাধ্যমকে সোহিনী জানান যে, সুব্রত সেনের সঙ্গে দেখা করার কোন তারিখ দেওয়া হয়নি। তাছাড়া শুক্রবার তাঁর মায়ের জন্মদিন ছিল। এর মধ্যে অন্য ছবির ডাবিং নিয়েও ব্যস্ততা আছে। তাই তার কল ধরা হয়নি।
তিনি আরও জানান, তিনি এখনও ছবির চিত্রনাট্যই হাতে পাননি। সুব্রত সেনের গল্প শুনেই তিনি রাজি হয়েছিলেন। চিত্রনাট্য না শুনিয়েই সোহিনীকে পারিশ্রমিকও দিতে চেয়েছিলেন পরিচালক। কিন্তু সোহিনী তাতে রাজি হননি। বেশ কয়েকদিন শুটিংয়ে ব্যস্ত থাকার কারণেই পরিচালকের ফোন ধরতে পারেননি বলে জানিয়েছেন অভিনেত্রী।
অন্যদিকে পরিচালক সুব্রত সেন জানিয়েছেন, সোহিনী তাঁর সঙ্গে দেখা করতেই আসেননি। সবাই এসে চিত্রনাট্য পড়ে গেছেন। কিন্তু সোহিনী আসেননি। তাই জন্যই তাঁকে বারবার ফোন করেছেন পরিচালক।
সোহিনীর দাবি, সুব্রত সেন তাঁকে অপমান করেছেন। কারণ পরিচালক গণমাধ্যমে বলেছেন, সোহিনীর বয়ফ্রেন্ড রণজয় বিষ্ণুকে না নেওয়ার কারণেই কি এই ছবি করতে চাইছেন না তিনি? এতেই ক্ষুব্ধ সোহিনী। তাঁর দাবি, তিনি কখনই রণজয়কে এই ছবিতে নিতে অনুরোধ করেননি। এটা পরিচালক মিথ্যা বলেছেন। সোহিনীর দাবি, ফোন না ধরতে পারা যদি অপেশাদার আচরণ হয়, তাহলে চিত্রনাট্য না শুনিয়ে আগাম পারিশ্রমিক নিতে জোর করাও কি অপেশাদার আচরণ নয়?
সুব্রত সেন জানিয়েছেন, তিনি সোহিনীকে রবিবার অবধি সময় দিয়েছেন। তার মধ্যেই সোহিনী যেন তাঁকে জানিয়ে দেন যে তিনি এই ছবি করবেন কি করবেন না। অন্যদিকে সোহিনী জানিয়েছেন, শনিবার সকালে কিছুটা বিরক্ত আর অপমানিত হয়েই পরিচালকের প্রশ্নের উত্তর দেননি তিনি।
কলকাতায় অভিনেত্রী সোহিনী সরকার ও পরিচালক সুব্রত সেনের দ্বন্দ্ব চরমে। সোহিনীর ওপর বেজায় চটেছেন পরিচালক সুব্রত সেন। সোহিনীর সঙ্গে তাঁর হোয়াটস অ্যাপ চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে নিজেই ক্ষোভ প্রকাশ করেন তিনি। নিজের নতুন ছবিতে একটি চরিত্রের জন্য সোহিনীকে পছন্দ করেছিলেন। ছবি নিয়ে কথাবার্তাও হয়েছে। কিন্তু পরিচালকের দাবি যে, সোহিনী বারবার সময় দিয়েও তাঁর সঙ্গে দেখা করতে আসেননি, তাঁর ফোন ধরেননি, এমনকি তাঁর মেসেজেরও রিপ্লাই করেননি। এতেই বিরক্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্কিনশট পোস্ট করেন তিনি। সোহিনীর উদ্দেশ্যে লেখেন, ‘যথেষ্ট হয়েছে, কেউ এত গুরুত্বপূর্ণ নয় যে তাঁকে বদলানো যাবে না।’
ব্যক্তিগত কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার জন্য অনেকেই পরিচালকের উপর ক্ষুব্ধ হয়েছেন। সুব্রত সেনের এই পোস্টের পর ভারতীয় গণমাধ্যমকে সোহিনী জানান যে, সুব্রত সেনের সঙ্গে দেখা করার কোন তারিখ দেওয়া হয়নি। তাছাড়া শুক্রবার তাঁর মায়ের জন্মদিন ছিল। এর মধ্যে অন্য ছবির ডাবিং নিয়েও ব্যস্ততা আছে। তাই তার কল ধরা হয়নি।
তিনি আরও জানান, তিনি এখনও ছবির চিত্রনাট্যই হাতে পাননি। সুব্রত সেনের গল্প শুনেই তিনি রাজি হয়েছিলেন। চিত্রনাট্য না শুনিয়েই সোহিনীকে পারিশ্রমিকও দিতে চেয়েছিলেন পরিচালক। কিন্তু সোহিনী তাতে রাজি হননি। বেশ কয়েকদিন শুটিংয়ে ব্যস্ত থাকার কারণেই পরিচালকের ফোন ধরতে পারেননি বলে জানিয়েছেন অভিনেত্রী।
অন্যদিকে পরিচালক সুব্রত সেন জানিয়েছেন, সোহিনী তাঁর সঙ্গে দেখা করতেই আসেননি। সবাই এসে চিত্রনাট্য পড়ে গেছেন। কিন্তু সোহিনী আসেননি। তাই জন্যই তাঁকে বারবার ফোন করেছেন পরিচালক।
সোহিনীর দাবি, সুব্রত সেন তাঁকে অপমান করেছেন। কারণ পরিচালক গণমাধ্যমে বলেছেন, সোহিনীর বয়ফ্রেন্ড রণজয় বিষ্ণুকে না নেওয়ার কারণেই কি এই ছবি করতে চাইছেন না তিনি? এতেই ক্ষুব্ধ সোহিনী। তাঁর দাবি, তিনি কখনই রণজয়কে এই ছবিতে নিতে অনুরোধ করেননি। এটা পরিচালক মিথ্যা বলেছেন। সোহিনীর দাবি, ফোন না ধরতে পারা যদি অপেশাদার আচরণ হয়, তাহলে চিত্রনাট্য না শুনিয়ে আগাম পারিশ্রমিক নিতে জোর করাও কি অপেশাদার আচরণ নয়?
সুব্রত সেন জানিয়েছেন, তিনি সোহিনীকে রবিবার অবধি সময় দিয়েছেন। তার মধ্যেই সোহিনী যেন তাঁকে জানিয়ে দেন যে তিনি এই ছবি করবেন কি করবেন না। অন্যদিকে সোহিনী জানিয়েছেন, শনিবার সকালে কিছুটা বিরক্ত আর অপমানিত হয়েই পরিচালকের প্রশ্নের উত্তর দেননি তিনি।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে