Ajker Patrika

সবচেয়ে বেশি সিনেমা হলে ‘বাজি’

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২২: ৩০
সবচেয়ে বেশি সিনেমা হলে ‘বাজি’

বাংলাদেশে চলতি বছর সবচেয়ে বেশি সিনেমা হলে মুক্তি পেল ভারতীয় ছবি ‘বাজি’। আজ শুক্রবার মুক্তি পেয়েছে জিৎ প্রযোজিত ছবিটি। ছবিতে অভিনয় করেছেন জিৎ ও মিমি। ‘বাজি’ এদেশে আমদানি করেছে তিতাস কথাচিত্র। বিনিময়ে পশ্চিমবঙ্গে যাওয়ার কথা রয়েছে ‘রাত্রির যাত্রী’ ছবিটি।

তিতাস কথাচিত্রের কর্ণধার আবুল কালাম জানান, ঢাকাসহ সারা দেশে ৪৩টি সিনেমা হলে ‘বাজি’ মুক্তি পেয়েছে। এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর খুলছে মধুমিতা, মধুবনসহ বেশ কয়েকটি হল। একই দিনে দেশের মাত্র চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দেশীয় সিনেমা ‘চন্দ্রাবতী কথা’। ছবিটি স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা ও ধানমন্ডি শাখা ছাড়াও যমুনা ব্লকবাস্টার ও নারায়ণগঞ্জের সিনেস্কোপে মুক্তি পেয়েছে।

‘বাজি’ ছবির পোস্টারঅন্যদিকে রাশিদ পলাশের প্রথম চলচ্চিত্র ‘পদ্মাপূরাণ’ হলমুখী করছে দর্শককে। তাই তো মুক্তির দ্বিতীয় সপ্তাহেও ছবিটি থাকছে স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে। শুধু ঢাকাতে না দ্বিতীয় সপ্তাহে চট্টগ্রামের সুগন্ধায়ও দেখা যাবে ছবিটি। এ ছাড়া ঢাকার সৈনিক ক্লাবে নতুন করে মুক্তি পাচ্ছে ‘পদ্মাপূরাণ’।

জিতের ‘বাজি’ দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে। তেলেগু ব্লকবাস্টার ছবি ‘নান্নাকু প্রেমাথো’র রিমেক ছবি ‘বাজি’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত