ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে কামার আহমাদ সাইমন পরিচালিত ডকু–ড্রামা ফিল্ম ‘নীল মুকুট’। আগামী ৮ আগস্ট ছবিটি মুক্তি দেবে তারা। একই দিনে ছবির নির্মাতা কামার আহমাদ সাইমনের জন্মদিন। এই দিনে দর্শকদের জন্য ছবিটি হতে যাচ্ছে বিশেষ উপহার।
কামার আহমাদ সাইমন বলেন, ‘জন্মদিন নিয়ে আমার বিশেষ কোনো উত্তেজনা কাজ করে না কখনোই। কিন্তু ইদানীং সকালে যখন ঘুম থেকে উঠি, মনে হয় যেন একটা নতুন জন্ম পেলাম। চারপাশে এতো হাহাকার আর মৃত্যুর মাঝখানে আমার জন্মদিনে ‘নীল মুকুট’ মুক্তির খবর একটা অন্যরকম অনুভূতি তৈরি করেছে।’
‘নীল মুকুট’ ছবির শুটিং হয়েছে হাইতিতে। এই ছবির বিষয়বস্তুতে আছে রহস্য। যেটি এখনই খোলাসা করতে চান না নির্মাতা। গত বছর ছবিটি মুক্তি দেওয়ার কথা ছিল। ওই সময় কামার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কোনো আন্তর্জাতিক উৎসব নয়, এই ছবিটি সবার আগে দেখবে বাংলাদেশের দর্শক। কিন্তু করোনা পরিস্থিতিতে দেশের প্রেক্ষাগৃহগুলো বন্ধ হয়ে যাওয়ায় থেমে যায় ছবির মুক্তি। অবশেষে গত মাসে ঘোষণা আসে, ‘নীল মুকুট’ মুক্তি পাবে চরকিতে।
গত ১২ জুলাই যাত্রা শুরু করে চরকি। এরই মধ্যে অরিজিনাল সিরিজ, অরিজিনাল ফিল্ম ও অ্যান্থলজি সিরিজ মুক্তি দিয়ে সাড়া ফেলেছে প্ল্যাটফর্মটি। ব্যক্তিক্রমধর্মী কনটেন্ট নির্বাচনের কারণে তারা প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে। এবার অপেক্ষা চরকি নিবেদিত ‘নীল মুকুট’–এর।
ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে কামার আহমাদ সাইমন পরিচালিত ডকু–ড্রামা ফিল্ম ‘নীল মুকুট’। আগামী ৮ আগস্ট ছবিটি মুক্তি দেবে তারা। একই দিনে ছবির নির্মাতা কামার আহমাদ সাইমনের জন্মদিন। এই দিনে দর্শকদের জন্য ছবিটি হতে যাচ্ছে বিশেষ উপহার।
কামার আহমাদ সাইমন বলেন, ‘জন্মদিন নিয়ে আমার বিশেষ কোনো উত্তেজনা কাজ করে না কখনোই। কিন্তু ইদানীং সকালে যখন ঘুম থেকে উঠি, মনে হয় যেন একটা নতুন জন্ম পেলাম। চারপাশে এতো হাহাকার আর মৃত্যুর মাঝখানে আমার জন্মদিনে ‘নীল মুকুট’ মুক্তির খবর একটা অন্যরকম অনুভূতি তৈরি করেছে।’
‘নীল মুকুট’ ছবির শুটিং হয়েছে হাইতিতে। এই ছবির বিষয়বস্তুতে আছে রহস্য। যেটি এখনই খোলাসা করতে চান না নির্মাতা। গত বছর ছবিটি মুক্তি দেওয়ার কথা ছিল। ওই সময় কামার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কোনো আন্তর্জাতিক উৎসব নয়, এই ছবিটি সবার আগে দেখবে বাংলাদেশের দর্শক। কিন্তু করোনা পরিস্থিতিতে দেশের প্রেক্ষাগৃহগুলো বন্ধ হয়ে যাওয়ায় থেমে যায় ছবির মুক্তি। অবশেষে গত মাসে ঘোষণা আসে, ‘নীল মুকুট’ মুক্তি পাবে চরকিতে।
গত ১২ জুলাই যাত্রা শুরু করে চরকি। এরই মধ্যে অরিজিনাল সিরিজ, অরিজিনাল ফিল্ম ও অ্যান্থলজি সিরিজ মুক্তি দিয়ে সাড়া ফেলেছে প্ল্যাটফর্মটি। ব্যক্তিক্রমধর্মী কনটেন্ট নির্বাচনের কারণে তারা প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে। এবার অপেক্ষা চরকি নিবেদিত ‘নীল মুকুট’–এর।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
৬ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১১ ঘণ্টা আগে