Ajker Patrika

স্পেনে বাঁধন পেলেন সেরা অভিনেত্রীর পুরস্কার

স্পেনে বাঁধন পেলেন সেরা অভিনেত্রীর পুরস্কার

আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা নিয়ে পৃথিবীর বিভিন্ন উৎসবে ঘুরছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এরমধ্যে অস্ট্রেলিয়ার এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস, ভারতের কেরালার চলচ্চিত্র উৎসবসহ অনেক জায়গা থেকে পুরস্কার-প্রশংসা পেয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। সিনেমাটির প্রধান অভিনেত্রী হিসেবে বাঁধন সব উৎসবে যোগ দিয়েছেন। পেয়েছেন স্বীকৃতি।

এবার স্পেন থেকে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেলেন বাঁধন। স্পেনের ‘ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ’-এ সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। আর সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। শনিবার (২ জুলাই) উৎসবের সমাপনী দিনে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম।

স্পেনের চলচ্চিত্র উৎসবে আজমেরী হক বাঁধনসেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত বাঁধন বলেন, ‘আসলে অনুভূতিটা ভীষণ আলাদা এ জন্য যে এখানে আমি একা একটা বাংলাদেশি মেয়ে এসেছি। এখানকার সংস্কৃতি ও ভাষা একদমই আলাদা। বুঝতেও অসুবিধা হচ্ছিল। উৎসবের পরিচালক আমাকে জানিয়েছেন, আমাদের সিনেমা দেখে ওরা মুগ্ধ। উৎসবে যখনই আমার কারও সঙ্গে দেখা হয়, জুরি মেম্বার ও দর্শক সবাই আমাকে রেহানা বলে ডাকেন। পরিচয় করিয়ে দেন, উনি হচ্ছেন বাঁধন, ইনিই রেহানা, বাংলাদেশ থেকে এসেছেন।’

আব্দুল্লাহ মোহাম্মদ সাদ নির্মিত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় বাঁধন ছাড়াও অভিনয় করেছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত