Ajker Patrika

শাহরুখের ‘ডানকি’র প্রদর্শনী দিয়ে টঙ্গীতে নতুন সিনেপ্লেক্সের যাত্রা শুরু 

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১৪: ২২
শাহরুখের ‘ডানকি’র প্রদর্শনী দিয়ে টঙ্গীতে নতুন সিনেপ্লেক্সের যাত্রা শুরু 

শাহরুখ খানের ‘ডানকি’ সিনেমা দিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে দেশের আরেকটি নতুন সিনেপ্লেক্স। আজ শুক্রবার বেলা ৩টায় রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটির মাধ্যমে পর্দা উঠবে টঙ্গীর সাবা সোহানা সিনেপ্লেক্সের।

সাবা সোহানা সিনেপ্লেক্সের দায়িত্বে থাকা হৃদয় আজকের পত্রিকাকে বলেন, ‘আজ শাহরুখ খানের ‘‘ডানকি’’ সিনেমার মাধ্যমে আমাদের সিনেপ্লেক্সের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আমরা ইতিমধ্যে দর্শকদের ভালো সাড়া পাচ্ছি। প্রতিদিন দুপুর ১২টা, বেলা ৩টা, সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় সিনেমার শো চলবে।’

তিনি আরও জানিয়েছেন, ৭৫ জন দর্শক ধারণক্ষমতার মিনি সিনেপ্লেক্সটি সম্পূর্ণ শীতাতপনিয়ন্ত্রিত এবং এতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

‘ডানকি’র প্রদর্শনী দিয়ে আজ টঙ্গীতে যাত্রা শুরু করছে নতুন সিনেপ্লেক্সউল্লেখ্য, গতকাল আনকাট সেনসর পেয়ে বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘ডানকি’। কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে রাত ৯টা ৩০ মিনিট থেকে চলছে রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটি। আজ শুক্রবার থেকে দেশের ৪৬টি প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি। সিনেমাটি যৌথভাবে বাংলাদেশে আমদানি করেছে কিবরিয়া ফিল্মস ও অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

প্রসঙ্গত, চলতি বছরে তৃতীয়বারের মতো পর্দায় এসেছেন শাহরুখ। ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর পর এবার মুক্তি পেল ‘ডানকি’। প্রথম দুটি সিনেমাই বক্স অফিসে বাজিমাত করেছে দারুণভাবে। এবার দেখার পালা সিনেমাটি বক্স অফিসে কেমন দাপট দেখাতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত