বিনোদন প্রতিবেদক, ঢাকা
এবার ঈদে ওটিটিতে তিনটি ভিন্ন কনটেন্ট নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী রুনা খান। দুটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে রুনা খান অভিনীত দুটি সিরিজ ও একটি সিনেমা। হইচইয়ে দেখা যাবে সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’, অন্যদিকে আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘পাপ কাহিনী’ নামের সিরিজ ও সিনেমা ‘নীলামন্থন’।
আব্বাস নামের এক ট্রাক ড্রাইভারের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব সিরিজ বোহেমিয়ান ঘোড়া। সাত জেলায় সাতটি বিয়ে করেছে আব্বাস। সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সুনিপুণভাবে সাত সংসার সামলায় সে। ৮ নম্বর বিয়ে করার পর তার জীবনে শুরু হয় গন্ডগোল। এই সিরিজে রুনা খান অভিনয় করেছেন আম্বিয়া চরিত্রে। সে আব্বাসের ৬ নম্বর স্ত্রী। আম্বিয়া খুব আত্মবিশ্বাসী ও গরম মেজাজের। বাবার দেওয়া খাবার হোটেল চালায়। তার আরেকটি ইচ্ছা ওয়ার্ড কমিশনার হওয়া এবং আব্বাসের ট্রাকে চড়ে শহরজুড়ে নিজের নির্বাচনী প্রচার করা। সম্প্রতি সিরিজের ট্রেলার প্রকাশের পর নজর কেড়েছেন রুনা খান। আব্বাস চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন তানজিকা আমিন, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, রোবেনা রেজা জুঁই, ফারহানা হামিদ প্রমুখ। আগামী ৫ জুন হইচইয়ে মুক্তি পাবে সিরিজটি। বোহেমিয়ান ঘোড়া নিয়ে রুনা বলেন, ‘গল্প, নির্মাণ, অভিনয়শিল্পী সব মিলিয়ে দারুণ একটি কাজ হয়েছে। ট্রেলার প্রকাশের পর অনেক প্রশংসা পেয়েছি। আশা করি পুরো সিরিজটি সবাই পছন্দ করবে।’
তৌফিক এলাহীর নীলপদ্ম সিনেমায় একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। অভিনয়ের জন্য প্রথমবার গিয়েছিলেন দৌলতদিয়ার যৌনপল্লিতে। সেখানেই হয়েছে শুটিং। সিনেমায় রুনার চরিত্রের নাম নীলা বা নীলপদ্ম। যৌনপল্লিতেই তার জন্ম ও বেড়ে ওঠা। এতে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, শাহেদ আলী প্রমুখ। চলতি বছর জানুয়ারিতে অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত সিনেমাটি এবার দেখা যাবে ঘরে বসে। ঈদ উপলক্ষে আইস্ক্রিনে মুক্তি পাবে নীলপদ্ম। সিনেমাটি নিয়ে রুনা বলেন, ‘নীলাকে দিয়েই নির্মাতা দেখাতে চেয়েছেন যৌনকর্মীদের জীবনসংগ্রাম, তাদের আর্থসামাজিক অবস্থান, তারা সমাজকে কীভাবে দেখে, সমাজ তাদের কীভাবে দেখে ইত্যাদি বিষয়। এ কাজের সুবাদে জীবনে প্রথম দৌলতদিয়ার যৌনপল্লিতে গিয়েছি। সেখানেই শুটিং হয়েছে সিনেমাটির।’
একই প্ল্যাটফর্মে ঈদ উৎসবে দেখা যাবে রুনা খান অভিনীত ‘পাপ কাহিনী’। তিন পর্বের সিরিজটি পরিচালনা করেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। স্বামী-স্ত্রীর প্রেম, বিশ্বাস ও প্রতিশোধের গল্প নিয়ে এই সিরিজ। রুনা খানের চরিত্রের নাম রুপা। তার স্বামী মফিজ চরিত্রে অভিনয় করেছেন জয়। এতে দুটি ভিন্ন লুকে দেখা যাবে রুনা খানকে। গ্রামের এক গৃহবধূ রুপার গল্প দিয়ে শুরু, সেই রুপা গল্পের ধারাবাহিকতায় হয়ে ওঠে শহরের আধুনিক এক নারী। আরও আছেন মৌসুমী মৌ, তানজিয়া জামান মিথিলা প্রমুখ।
এবার ঈদে ওটিটিতে তিনটি ভিন্ন কনটেন্ট নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী রুনা খান। দুটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে রুনা খান অভিনীত দুটি সিরিজ ও একটি সিনেমা। হইচইয়ে দেখা যাবে সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’, অন্যদিকে আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘পাপ কাহিনী’ নামের সিরিজ ও সিনেমা ‘নীলামন্থন’।
আব্বাস নামের এক ট্রাক ড্রাইভারের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব সিরিজ বোহেমিয়ান ঘোড়া। সাত জেলায় সাতটি বিয়ে করেছে আব্বাস। সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সুনিপুণভাবে সাত সংসার সামলায় সে। ৮ নম্বর বিয়ে করার পর তার জীবনে শুরু হয় গন্ডগোল। এই সিরিজে রুনা খান অভিনয় করেছেন আম্বিয়া চরিত্রে। সে আব্বাসের ৬ নম্বর স্ত্রী। আম্বিয়া খুব আত্মবিশ্বাসী ও গরম মেজাজের। বাবার দেওয়া খাবার হোটেল চালায়। তার আরেকটি ইচ্ছা ওয়ার্ড কমিশনার হওয়া এবং আব্বাসের ট্রাকে চড়ে শহরজুড়ে নিজের নির্বাচনী প্রচার করা। সম্প্রতি সিরিজের ট্রেলার প্রকাশের পর নজর কেড়েছেন রুনা খান। আব্বাস চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন তানজিকা আমিন, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, রোবেনা রেজা জুঁই, ফারহানা হামিদ প্রমুখ। আগামী ৫ জুন হইচইয়ে মুক্তি পাবে সিরিজটি। বোহেমিয়ান ঘোড়া নিয়ে রুনা বলেন, ‘গল্প, নির্মাণ, অভিনয়শিল্পী সব মিলিয়ে দারুণ একটি কাজ হয়েছে। ট্রেলার প্রকাশের পর অনেক প্রশংসা পেয়েছি। আশা করি পুরো সিরিজটি সবাই পছন্দ করবে।’
তৌফিক এলাহীর নীলপদ্ম সিনেমায় একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। অভিনয়ের জন্য প্রথমবার গিয়েছিলেন দৌলতদিয়ার যৌনপল্লিতে। সেখানেই হয়েছে শুটিং। সিনেমায় রুনার চরিত্রের নাম নীলা বা নীলপদ্ম। যৌনপল্লিতেই তার জন্ম ও বেড়ে ওঠা। এতে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, শাহেদ আলী প্রমুখ। চলতি বছর জানুয়ারিতে অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত সিনেমাটি এবার দেখা যাবে ঘরে বসে। ঈদ উপলক্ষে আইস্ক্রিনে মুক্তি পাবে নীলপদ্ম। সিনেমাটি নিয়ে রুনা বলেন, ‘নীলাকে দিয়েই নির্মাতা দেখাতে চেয়েছেন যৌনকর্মীদের জীবনসংগ্রাম, তাদের আর্থসামাজিক অবস্থান, তারা সমাজকে কীভাবে দেখে, সমাজ তাদের কীভাবে দেখে ইত্যাদি বিষয়। এ কাজের সুবাদে জীবনে প্রথম দৌলতদিয়ার যৌনপল্লিতে গিয়েছি। সেখানেই শুটিং হয়েছে সিনেমাটির।’
একই প্ল্যাটফর্মে ঈদ উৎসবে দেখা যাবে রুনা খান অভিনীত ‘পাপ কাহিনী’। তিন পর্বের সিরিজটি পরিচালনা করেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। স্বামী-স্ত্রীর প্রেম, বিশ্বাস ও প্রতিশোধের গল্প নিয়ে এই সিরিজ। রুনা খানের চরিত্রের নাম রুপা। তার স্বামী মফিজ চরিত্রে অভিনয় করেছেন জয়। এতে দুটি ভিন্ন লুকে দেখা যাবে রুনা খানকে। গ্রামের এক গৃহবধূ রুপার গল্প দিয়ে শুরু, সেই রুপা গল্পের ধারাবাহিকতায় হয়ে ওঠে শহরের আধুনিক এক নারী। আরও আছেন মৌসুমী মৌ, তানজিয়া জামান মিথিলা প্রমুখ।
ব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
২ ঘণ্টা আগেজনপ্রিয় তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে। সিরিজটির প্রথম ছয়টি সিজন বাংলা ডাবিং করে দেখানোর জন্য সম্প্রতি এসআরকে গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে টফি। এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান...
৩ ঘণ্টা আগেগত বছর প্রয়াত হয়েছেন দুই সংগীত তারকা শাফিন আহমেদ ও হাসান আবিদুর রেজা জুয়েল। তাঁদের স্মরণে ‘স্মৃতিতে সুরের সারথি’ নামের অনুষ্ঠান আয়োজন করা হয় গতকাল শনিবার।
১৩ ঘণ্টা আগে