আগামী ৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দীপংকর দীপনের ‘অন্তর্জাল’। বলা হচ্ছে দেশের প্রথম সাইবার থ্রিলার সিনেমা এটি। বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি অপশক্তির ষড়যন্ত্র, সাইবার হামলা আর সেটাকে মোকাবিলার গল্প উঠে আসবে এতে। অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এ বি এম সুমন, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।
মঙ্গলবার এফডিসিতে হয়ে গেল সিনেমার টাইটেল গানের দৃশ্যধারণের কাজ। এতে অংশ নিয়েছেন সিয়াম, মিমসহ সিনেমার বেশির ভাগ অভিনয়শিল্পী। গানটি সিনেমায় নয়, ব্যবহার করা হবে প্রচারে। তবে গানটি কে গেয়েছেন তা জানা যায়নি।
প্রমোশনাল গানটি নিয়ে সিয়াম আহমেদ বলেন, ‘সোম ও মঙ্গলবার এফডিসিতে অন্তর্জালের টাইটেল গানের শুটিং করেছি। প্রথম দিন রিহার্সাল ও শেষ দিন ছিল শুটিং। অন্তর্জাল মূলত নতুন প্রজন্মের সিনেমা। ভবিষ্যতে যদি বাংলাদেশে কোনো সাইবার যুদ্ধ হয়, তখন কিন্তু মূল যোদ্ধা হবে নতুনেরা। আমাদের সিনেমাটি তাদের উৎসাহিত করার জন্যই। সেই দর্শকদের লক্ষ রেখেই হিপহপ ঘরানায় তৈরি হয়েছে গানটি।’
অসুস্থ শরীরে গানের শুটিং করেছেন বলে জানালেন সিয়াম। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে, চিকিৎসক জানান, ব্ল্যাড ইনফেকশন হয়েছে তাঁর। সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয় তাঁকে। কিন্তু গানের শুটিং পড়ায় অসুস্থ শরীরেই অংশ নিয়েছেন তিনি। এ বিষয়ে সিয়াম বলেন, ‘আমি কখনোই চাই না আমার জন্য শুটিং আটকে থাকুক। পুরো টিম মিলে এত বছর চেষ্টার পর সিনেমাটি তৈরি হয়েছে। দর্শকদের দেখানোর সময় চলে এসেছে। প্রমোশনাল এই গানটি দর্শকের জন্য বাড়তি উপহার। কোনোভাবে চাচ্ছিলাম না দর্শকদের এ উপহার থেকে বঞ্চিত করতে।’
শিগগিরই গানটির প্রচার শুরু হবে বলে জানালেন সিয়াম। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত অন্তর্জাল প্রযোজনা করেছে মোশন পিপল স্টুডিওস লিমিটেড ও স্পেলবাউন্ড লিও বার্নেট।
আগামী ৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দীপংকর দীপনের ‘অন্তর্জাল’। বলা হচ্ছে দেশের প্রথম সাইবার থ্রিলার সিনেমা এটি। বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি অপশক্তির ষড়যন্ত্র, সাইবার হামলা আর সেটাকে মোকাবিলার গল্প উঠে আসবে এতে। অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এ বি এম সুমন, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।
মঙ্গলবার এফডিসিতে হয়ে গেল সিনেমার টাইটেল গানের দৃশ্যধারণের কাজ। এতে অংশ নিয়েছেন সিয়াম, মিমসহ সিনেমার বেশির ভাগ অভিনয়শিল্পী। গানটি সিনেমায় নয়, ব্যবহার করা হবে প্রচারে। তবে গানটি কে গেয়েছেন তা জানা যায়নি।
প্রমোশনাল গানটি নিয়ে সিয়াম আহমেদ বলেন, ‘সোম ও মঙ্গলবার এফডিসিতে অন্তর্জালের টাইটেল গানের শুটিং করেছি। প্রথম দিন রিহার্সাল ও শেষ দিন ছিল শুটিং। অন্তর্জাল মূলত নতুন প্রজন্মের সিনেমা। ভবিষ্যতে যদি বাংলাদেশে কোনো সাইবার যুদ্ধ হয়, তখন কিন্তু মূল যোদ্ধা হবে নতুনেরা। আমাদের সিনেমাটি তাদের উৎসাহিত করার জন্যই। সেই দর্শকদের লক্ষ রেখেই হিপহপ ঘরানায় তৈরি হয়েছে গানটি।’
অসুস্থ শরীরে গানের শুটিং করেছেন বলে জানালেন সিয়াম। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে, চিকিৎসক জানান, ব্ল্যাড ইনফেকশন হয়েছে তাঁর। সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয় তাঁকে। কিন্তু গানের শুটিং পড়ায় অসুস্থ শরীরেই অংশ নিয়েছেন তিনি। এ বিষয়ে সিয়াম বলেন, ‘আমি কখনোই চাই না আমার জন্য শুটিং আটকে থাকুক। পুরো টিম মিলে এত বছর চেষ্টার পর সিনেমাটি তৈরি হয়েছে। দর্শকদের দেখানোর সময় চলে এসেছে। প্রমোশনাল এই গানটি দর্শকের জন্য বাড়তি উপহার। কোনোভাবে চাচ্ছিলাম না দর্শকদের এ উপহার থেকে বঞ্চিত করতে।’
শিগগিরই গানটির প্রচার শুরু হবে বলে জানালেন সিয়াম। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত অন্তর্জাল প্রযোজনা করেছে মোশন পিপল স্টুডিওস লিমিটেড ও স্পেলবাউন্ড লিও বার্নেট।
ভারতের প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক বনি কাপুর প্রয়াত স্ত্রী ও অভিনেত্রী শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে আইনি লড়াইয়ে নেমেছেন। ওই জমির ওপর অবৈধ মালিকানা দাবি করছেন অভিযোগ করে অন্তত তিনজন ব্যক্তির বিরুদ্ধে তিনি মাদ্রাজ হাইকোর্টে মামলা করেছেন।
৬ ঘণ্টা আগেতিনি আগে কখনোই ঢাকায় আসেননি। বান্দরবানে যেখানে ওনার বাড়ি সেখান থেকে বান্দরবান শহরে আসতেও প্রায় এক দিন লাগে। ওনার বয়স ৬০-এর বেশি। তাঁকে ঢাকায় নিয়ে এসেছিলেন তাঁর মেয়ে। তিনিও প্রথম ঢাকায় এলেন। মণিপুরি ঢোলের পুং গ্রুপটার খবর দিয়েছে আমার স্ত্রী।
১৬ ঘণ্টা আগেঋতুপর্ণা সেনগুপ্তর নতুন সিনেমা ‘বেলা’। বেলা দের এই বায়োপিকে ঋতুপর্ণা অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে। কে এই বেলা দে? আকাশবাণী কলকাতার বিশিষ্ট সঞ্চালিকা, নির্দেশক ও লেখিকা। হাজারো নারীর অনুপ্রেরণা তিনি। বাঙালি নারীদের স্বাধীনতা আর স্বীকৃতির জন্য যাঁরা লড়াই করেছেন, তাঁদের মধ্যে একেবারে প্রথম সারির
১৭ ঘণ্টা আগেপারিবারিক সম্পর্কের ভাঙাগড়া, ভালোবাসা আর ত্যাগের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘দেয়াল’। শফিক রিয়ানের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজীব। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ, নওবা তাহিয়া, শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু প্রমুখ। আনিসুর রহমান রাজীব বলেন, ‘গল্পটা একেবারেই আমাদের চার
১৭ ঘণ্টা আগে