বিনোদন প্রতিবেদক, ঢাকা
সারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ। এবার জানা গেল নতুন আরও এক সিনেমার খবর। ঈদে সিনেমা নিয়ে আসছেন আদর আজাদ ও শবনম বুবলী। ‘পিনিক’ নামের সিনেমাটি বানাচ্ছেন জাহিদ জুয়েল।
গতকাল জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ করে ঈদে মুক্তির ঘোষণা দেওয়া হয়। পোস্টারেও পাওয়া গেল অ্যাকশনের আমেজ। বিশাল অস্ত্রাগারের মধ্যে পায়ের ওপর পা তুলে বসে আছেন আদর আজাদ। চোখে চশমা, ঠোঁটে জ্বলন্ত সিগারেট। পুরো ঘরে থরে থরে অস্ত্র সাজানো। ট্যাগ লাইনে লেখা ‘কেউ নিষ্পাপ না’।
আদর আজাদ ও শবনম বুবলী জুটির তৃতীয় সিনেমা পিনিক। এর আগে সৈকত নাসিরের ‘তালাশ’ ও সাইফ চন্দনের ‘লোকাল’ সিনেমায় দেখা গেছে এ জুটিকে। ২ নভেম্বর থেকে কক্সবাজার ও রামু এলাকায় শুরু হয়েছে শুটিং। ৩০ নভেম্বর পর্যন্ত টানা কাজ করে শুটিং শেষ করতে চান নির্মাতা। সিনেমার প্রধান সহকারী পরিচালকের কাজ করছেন অপূর্ব রানা।
পিনিক সিনেমাটি প্রযোজনা করছে ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট। সহপ্রযোজনা ও আয়োজকের দায়িত্বে আছেন অভিনেতা শিমুল খান। সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করছেন তিনি। সিনেমাটি নিয়ে শিমুল খান বলেন, ‘দারুণ গল্পের একটি সিনেমা পিনিক। চমৎকার লোকেশনে শুটিং হচ্ছে। ঈদের সময় মানুষ যে ধরনের সিনেমা দেখতে চায়, ঠিক সে রকম একটি সিনেমা। তাই রোজার ঈদে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সিনেমাটিতে আরও অভিনয় করছেন আলিরাজ, ফজলুর রহমান বাবু, জয়িতা মহলানবীশ, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু, নাজনীন শবনম, নাফিস আহমেদ বিন্দু প্রমুখ।
সারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ। এবার জানা গেল নতুন আরও এক সিনেমার খবর। ঈদে সিনেমা নিয়ে আসছেন আদর আজাদ ও শবনম বুবলী। ‘পিনিক’ নামের সিনেমাটি বানাচ্ছেন জাহিদ জুয়েল।
গতকাল জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ করে ঈদে মুক্তির ঘোষণা দেওয়া হয়। পোস্টারেও পাওয়া গেল অ্যাকশনের আমেজ। বিশাল অস্ত্রাগারের মধ্যে পায়ের ওপর পা তুলে বসে আছেন আদর আজাদ। চোখে চশমা, ঠোঁটে জ্বলন্ত সিগারেট। পুরো ঘরে থরে থরে অস্ত্র সাজানো। ট্যাগ লাইনে লেখা ‘কেউ নিষ্পাপ না’।
আদর আজাদ ও শবনম বুবলী জুটির তৃতীয় সিনেমা পিনিক। এর আগে সৈকত নাসিরের ‘তালাশ’ ও সাইফ চন্দনের ‘লোকাল’ সিনেমায় দেখা গেছে এ জুটিকে। ২ নভেম্বর থেকে কক্সবাজার ও রামু এলাকায় শুরু হয়েছে শুটিং। ৩০ নভেম্বর পর্যন্ত টানা কাজ করে শুটিং শেষ করতে চান নির্মাতা। সিনেমার প্রধান সহকারী পরিচালকের কাজ করছেন অপূর্ব রানা।
পিনিক সিনেমাটি প্রযোজনা করছে ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট। সহপ্রযোজনা ও আয়োজকের দায়িত্বে আছেন অভিনেতা শিমুল খান। সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করছেন তিনি। সিনেমাটি নিয়ে শিমুল খান বলেন, ‘দারুণ গল্পের একটি সিনেমা পিনিক। চমৎকার লোকেশনে শুটিং হচ্ছে। ঈদের সময় মানুষ যে ধরনের সিনেমা দেখতে চায়, ঠিক সে রকম একটি সিনেমা। তাই রোজার ঈদে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সিনেমাটিতে আরও অভিনয় করছেন আলিরাজ, ফজলুর রহমান বাবু, জয়িতা মহলানবীশ, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু, নাজনীন শবনম, নাফিস আহমেদ বিন্দু প্রমুখ।
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৬ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
১০ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
২০ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
২১ ঘণ্টা আগে