Ajker Patrika

সেপ্টেম্বরে মুক্তি পাবে বঙ্গবন্ধুর বায়োপিক

সেপ্টেম্বরে মুক্তি পাবে বঙ্গবন্ধুর বায়োপিক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি হয়েছে বায়োপিক। ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালনা করেছেন ‘মুজিব: একটি জাতির রূপকার’ নামের সিনেমাটি। এ বছর বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে প্রকাশ করা হয়েছিল সিনেমার প্রথম পোস্টার। ঈদ উপলক্ষে এল দ্বিতীয় পোস্টার। একইসঙ্গে জানানো হলো বঙ্গবন্ধুর বায়োপিক মুক্তির সম্ভাব্য তারিখ।

জানা গেছে, এ বছরের সেপ্টেম্বরে মুক্তি পাবে ‘মুজিব: একটি জাতির রূপকার’। তবে কোন তারিখে দেখা যাবে সিনেমাটি, সেটি নিশ্চিত করে জানানো হয়নি। সিনেমাটির প্রথম পোস্টারে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের আদলে জনসাধারণের উদ্দেশে হাত নাড়ার দৃশ্য রাখা হয়। দ্বিতীয় পোস্টারেও একই দৃশ্য রাখা হয়েছে। তবে খানিকটা বদল আনা হয়েছে। আগের পোস্টারে শুধু হাত দেখা গিয়েছিল। এবারের পোস্টারে দেখা গেছে বঙ্গবন্ধুর লুকে অভিনেতা আরিফিন শুভর সাইড প্রোফাইল।

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার পোস্টারবাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। অন্যান্য চরিত্রে আছেন নুসরাত ফারিয়া, তৌকীর আহমেদ, রাইসুল ইসলাম আসাদ, সাবিলা নূর, সিয়াম আহমেদ, খায়রুল আলম সবুজ, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, প্রার্থনা দীঘি, রিয়াজসহ আরও অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

দেশে প্রথমবারের মতো চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই, সুবিধা কী

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাচ্ছেন না মোদি, কী বার্তা দিচ্ছে দিল্লি

মেডিকেল কলেজ: মানের ঘাটতিতে হবে বন্ধ

রূপপুরের বালিশ-কাণ্ডে এক প্রকৌশলীকে বাধ্যতামূলক অবসর, অন্যজনের নিম্ন গ্রেডে অবনমন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত