জামালপুরের মাদারগঞ্জে শুরু হয়েছে শাকিব খানের নতুন ছবির শুটিং। ছবির নাম ‘গলুই’। প্রথম দিনের শুটিংয়েই চমকে দিয়েছেন শাকিব খান। মাথায় গামছা বেঁধে লুঙ্গি পরেই শুটিংয়ে নেমেছেন জনপ্রিয় এ চিত্রনায়ক। শাকিব খানের শুটিংয়ে ছিল উপচে পড়া ভিড়। শুটিং ইউনিটের হিমশিম খেতে হয়েছে জনতার চাপ এড়াতে। পরিচালক অলিক বলেন, ‘এ লোকেশনে এর আগে শুটিং হয়নি। তাছাড়া শাকিব খান এসেছেন শুনে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ শুটিং এবং শাকিব খানকে একনজর দেখতে এসেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উৎসুক জনতা সামলাতে হিমশিম খাচ্ছেন। এর মধ্যেই ভালোভাবে এই লোকেশনে প্রথমদিনের শুটিং শেষ হলো।’
‘গলুই’ ছবিতে তাকে দেখা যাবে অজপাড়া গাঁয়ের এক মাঝির চরিত্রে। আর এ চরিত্র রূপদান করতে শাকিব নিজেকে পুরোপুরি ভেঙেছেন। তাই বোঝা গেল লুক দেখে!
গলুই-তে শাকিব খান লালু চরিত্রে অভিনয় করছেন। অলিকের ছবিতে অভিনয় করে এর আগে শাকিব খান জাতীয় পুরস্কারও পেয়েছেন। তাই নতুন এই ছবি নিয়ে শাকিবভক্তদের প্রত্যাশাও বেশ।
অলিক জানান, শাকিব খান নিজেকে পুরোপুরি ভেঙ্গে পর্দায় হাজির হচ্ছেন। দর্শকরা এক নতুন শাকিবকে দেখতে পাবে।
‘গলুই’ ছবিতে শাকিব খানের নায়িকা পূজা চেরী। বড় পর্দার দর্শক এবারই প্রথম নতুন জুটির রসায়ন দেখতে পাবেন। আরও অভিনয় করছেন আজিজুল হাকিমসহ একঝাক অভিনয়শিল্পী। ২০২০-২১ অর্থবছরে অনুদান পাওয়া ছবিটি প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু।
জামালপুরের মাদারগঞ্জে শুরু হয়েছে শাকিব খানের নতুন ছবির শুটিং। ছবির নাম ‘গলুই’। প্রথম দিনের শুটিংয়েই চমকে দিয়েছেন শাকিব খান। মাথায় গামছা বেঁধে লুঙ্গি পরেই শুটিংয়ে নেমেছেন জনপ্রিয় এ চিত্রনায়ক। শাকিব খানের শুটিংয়ে ছিল উপচে পড়া ভিড়। শুটিং ইউনিটের হিমশিম খেতে হয়েছে জনতার চাপ এড়াতে। পরিচালক অলিক বলেন, ‘এ লোকেশনে এর আগে শুটিং হয়নি। তাছাড়া শাকিব খান এসেছেন শুনে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ শুটিং এবং শাকিব খানকে একনজর দেখতে এসেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উৎসুক জনতা সামলাতে হিমশিম খাচ্ছেন। এর মধ্যেই ভালোভাবে এই লোকেশনে প্রথমদিনের শুটিং শেষ হলো।’
‘গলুই’ ছবিতে তাকে দেখা যাবে অজপাড়া গাঁয়ের এক মাঝির চরিত্রে। আর এ চরিত্র রূপদান করতে শাকিব নিজেকে পুরোপুরি ভেঙেছেন। তাই বোঝা গেল লুক দেখে!
গলুই-তে শাকিব খান লালু চরিত্রে অভিনয় করছেন। অলিকের ছবিতে অভিনয় করে এর আগে শাকিব খান জাতীয় পুরস্কারও পেয়েছেন। তাই নতুন এই ছবি নিয়ে শাকিবভক্তদের প্রত্যাশাও বেশ।
অলিক জানান, শাকিব খান নিজেকে পুরোপুরি ভেঙ্গে পর্দায় হাজির হচ্ছেন। দর্শকরা এক নতুন শাকিবকে দেখতে পাবে।
‘গলুই’ ছবিতে শাকিব খানের নায়িকা পূজা চেরী। বড় পর্দার দর্শক এবারই প্রথম নতুন জুটির রসায়ন দেখতে পাবেন। আরও অভিনয় করছেন আজিজুল হাকিমসহ একঝাক অভিনয়শিল্পী। ২০২০-২১ অর্থবছরে অনুদান পাওয়া ছবিটি প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু।
বলিউড অভিনেতা পরেশ রাওয়াল সম্প্রতি হাঁটুর ক্ষত সারাতে নিজের প্রস্রাব পান করেছেন বলে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তোলেন। তাঁর বক্তব্যের কয়েক দিন পর ‘আশিকি’ সিনেমার অভিনেত্রী অনু আগারওয়ালও জানালেন, তিনিও প্রস্রাব পান করেছেন এবং এর স্বাস্থ্য উপকারিতা পেয়েছেন।
১৪ ঘণ্টা আগেফেসবুকে শাকিব খান লেখেন, ’দিনরাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তাঁরা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রতিটি দৃশ্যের পেছনে থাকে তাঁদের নিঃশব্দ শ্রম।
২ দিন আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
২ দিন আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
২ দিন আগে