বিরতি কাটিয়ে শুটিংয়ে ফিরছেন চিত্রনায়িকা পরীমণি। রায়হান রাফির পরিচালনায় একটি ওয়েব সিনেমার শুটিংয়ে ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। নাম ‘মায়া’। এ মাসেই শুরু হবে সিনেমাটির শুটিং। এখন চলছে রিহার্সাল। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নির্মাতা রাফি।
নতুন সিনেমা নিয়ে রায়হান রাফি বলেন, ‘আমি যে রকম গল্প নিয়ে কাজ করতে পছন্দ করি, মায়া সিনেমাটিও তেমন। পরিবার এবং সম্পর্কের গল্প। সিনেমাটি দেখার পর দর্শক এক মায়ায় জড়িয়ে যাবেন। এটা মূলত নারীপ্রধান গল্প। তাই চেয়েছিলাম শক্তিমান কোনো অভিনয়শিল্পীকে নিয়ে কাজটি করতে। গল্পটা যখন লিখছিলাম তখনই পরীর কথা মাথায় এসেছে। একদিন পরীকে গল্পটা শোনালাম। তাঁর খুব ভালো লাগল। এর পর থেকে গল্পের মধ্যেই থাকার চেষ্টা করছে সে। আশা করছি, দর্শককে আরও একটি ভালো সিনেমা উপহার দিতে পারব।’
এর আগে রাফির ‘অক্সিজেন’ নামের স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করার কথা ছিল পরীমণির। শেষ পর্যন্ত করা হয়নি কাজটি। পরে সেই সিনেমায় অভিনয় করেছিলেন মাহিয়া মাহি। অবশেষে মায়া দিয়ে রাফির নির্দেশনায় কাজ শুরু করছেন পরী। তবে, তাঁর বিপরীতে কে থাকছেন তা নিশ্চিত করেননি রাফি। বলেছেন, ‘কয়েকজনের সঙ্গে কথাবার্তা চলছে, চূড়ান্ত হলেই জানাব। তাই বলে থেমে নেই আমরা। ১০ দিন ধরে চলছে রিহার্সাল। সেখানে নিয়মিত অংশ নিচ্ছেন পরী। ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে নিজেকে পুরোপুরি প্রস্তুত করে নিচ্ছেন তিনি।’
আমি যে রকম গল্প নিয়ে কাজ করতে পছন্দ করি, মায়া সিনেমাটিও তেমন। পরিবার এবং সম্পর্কের গল্প। সিনেমাটি দেখার পর দর্শক এক মায়ায় জড়িয়ে যাবে।
—রায়হান রাফি, নির্মাতা
নির্মাতা জানিয়েছেন, ২৩ সেপ্টেম্বর থেকে ঢাকায় শুরু হবে মায়া সিনেমার শুটিং। টানা শুটিং করে শেষ করতে চান দৃশ্যধারণের কাজ। ওয়েবফিল্মটি নির্মাণ করা হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জের জন্য।
দীর্ঘদিন নতুন কোনো কাজ শুরু না করলেও বড় পর্দা ও ওটিটিতে নিয়মিত দেখা গেছে পরীমণিকে। সবশেষ ৭ সেপ্টেম্বর বঙ্গ বিডিতে মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত ওয়েবফিল্ম ‘পাফ ড্যাডি’। এতে পরীর সঙ্গে আরও রয়েছেন আজাদ আবুল কালাম, আব্দুন নূর সজল প্রমুখ।
বিরতি কাটিয়ে শুটিংয়ে ফিরছেন চিত্রনায়িকা পরীমণি। রায়হান রাফির পরিচালনায় একটি ওয়েব সিনেমার শুটিংয়ে ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। নাম ‘মায়া’। এ মাসেই শুরু হবে সিনেমাটির শুটিং। এখন চলছে রিহার্সাল। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নির্মাতা রাফি।
নতুন সিনেমা নিয়ে রায়হান রাফি বলেন, ‘আমি যে রকম গল্প নিয়ে কাজ করতে পছন্দ করি, মায়া সিনেমাটিও তেমন। পরিবার এবং সম্পর্কের গল্প। সিনেমাটি দেখার পর দর্শক এক মায়ায় জড়িয়ে যাবেন। এটা মূলত নারীপ্রধান গল্প। তাই চেয়েছিলাম শক্তিমান কোনো অভিনয়শিল্পীকে নিয়ে কাজটি করতে। গল্পটা যখন লিখছিলাম তখনই পরীর কথা মাথায় এসেছে। একদিন পরীকে গল্পটা শোনালাম। তাঁর খুব ভালো লাগল। এর পর থেকে গল্পের মধ্যেই থাকার চেষ্টা করছে সে। আশা করছি, দর্শককে আরও একটি ভালো সিনেমা উপহার দিতে পারব।’
এর আগে রাফির ‘অক্সিজেন’ নামের স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করার কথা ছিল পরীমণির। শেষ পর্যন্ত করা হয়নি কাজটি। পরে সেই সিনেমায় অভিনয় করেছিলেন মাহিয়া মাহি। অবশেষে মায়া দিয়ে রাফির নির্দেশনায় কাজ শুরু করছেন পরী। তবে, তাঁর বিপরীতে কে থাকছেন তা নিশ্চিত করেননি রাফি। বলেছেন, ‘কয়েকজনের সঙ্গে কথাবার্তা চলছে, চূড়ান্ত হলেই জানাব। তাই বলে থেমে নেই আমরা। ১০ দিন ধরে চলছে রিহার্সাল। সেখানে নিয়মিত অংশ নিচ্ছেন পরী। ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে নিজেকে পুরোপুরি প্রস্তুত করে নিচ্ছেন তিনি।’
আমি যে রকম গল্প নিয়ে কাজ করতে পছন্দ করি, মায়া সিনেমাটিও তেমন। পরিবার এবং সম্পর্কের গল্প। সিনেমাটি দেখার পর দর্শক এক মায়ায় জড়িয়ে যাবে।
—রায়হান রাফি, নির্মাতা
নির্মাতা জানিয়েছেন, ২৩ সেপ্টেম্বর থেকে ঢাকায় শুরু হবে মায়া সিনেমার শুটিং। টানা শুটিং করে শেষ করতে চান দৃশ্যধারণের কাজ। ওয়েবফিল্মটি নির্মাণ করা হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জের জন্য।
দীর্ঘদিন নতুন কোনো কাজ শুরু না করলেও বড় পর্দা ও ওটিটিতে নিয়মিত দেখা গেছে পরীমণিকে। সবশেষ ৭ সেপ্টেম্বর বঙ্গ বিডিতে মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত ওয়েবফিল্ম ‘পাফ ড্যাডি’। এতে পরীর সঙ্গে আরও রয়েছেন আজাদ আবুল কালাম, আব্দুন নূর সজল প্রমুখ।
তিনি আগে কখনোই ঢাকায় আসেননি। বান্দরবানে যেখানে ওনার বাড়ি সেখান থেকে বান্দরবান শহরে আসতেও প্রায় এক দিন লাগে। ওনার বয়স ৬০-এর বেশি। তাঁকে ঢাকায় নিয়ে এসেছিলেন তাঁর মেয়ে। তিনিও প্রথম ঢাকায় এলেন। মণিপুরি ঢোলের পুং গ্রুপটার খবর দিয়েছে আমার স্ত্রী।
১০ ঘণ্টা আগেঋতুপর্ণা সেনগুপ্তর নতুন সিনেমা ‘বেলা’। বেলা দের এই বায়োপিকে ঋতুপর্ণা অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে। কে এই বেলা দে? আকাশবাণী কলকাতার বিশিষ্ট সঞ্চালিকা, নির্দেশক ও লেখিকা। হাজারো নারীর অনুপ্রেরণা তিনি। বাঙালি নারীদের স্বাধীনতা আর স্বীকৃতির জন্য যাঁরা লড়াই করেছেন, তাঁদের মধ্যে একেবারে প্রথম সারির
১০ ঘণ্টা আগেপারিবারিক সম্পর্কের ভাঙাগড়া, ভালোবাসা আর ত্যাগের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘দেয়াল’। শফিক রিয়ানের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজীব। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ, নওবা তাহিয়া, শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু প্রমুখ। আনিসুর রহমান রাজীব বলেন, ‘গল্পটা একেবারেই আমাদের চার
১০ ঘণ্টা আগেতিন বছর পর ওয়েব সিরিজ নিয়ে ওটিটিতে ফিরছেন আফরান নিশো। অভিনয় করেছেন ভিকি জাহেদের পরিচালনায় ‘আকা’ সিরিজে। এতে নিশোর সঙ্গী হয়েছেন মাসুমা রহমান নাবিলা।
২১ ঘণ্টা আগে