বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের চিত্রনাট্যে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সুব্রত সেনগুপ্ত’। নব্বইয়ের দশকের শেষ ভাগে উপমহাদেশে যখন সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল, সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্যটি। ২৫ মিনিট ব্যাপ্তির এই স্বল্পদৈর্ঘ্য বানিয়েছেন আবীর ফেরদৌস মুখর ৷ আজ ১ মে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্যটি ৷
পরিচালক আবীর ফেরদৌস মুখর বলেন, ‘আমার সৌভাগ্য হয়েছিল তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টে কাজ করার। সেখানেই প্রথম এই চিত্রনাট্যের সঙ্গে পরিচয়। ক্যাথরিন ম্যামের অনুমতিতে আমরা এ কাজ শুরু করি। মূল চিত্রনাট্যের আবহ বজায় রেখে আমরা আমাদের ভাবনা যোগ করেছি। সুব্রত সেনগুপ্তের শুট শুরু করি ২০১৮ সালে ৷ সেই সময়কার অভিজ্ঞতা বলা শুরু করলে আসলে শেষ করতে পারব না—এতটা ইমোশন জড়িয়ে আছে এটার সঙ্গে। আসলে প্রত্যেক মানুষের কষ্ট, ভালোবাসা মিশে আছে এই কাজের সঙ্গে।’
স্বল্পদৈর্ঘ্যটিতে সুব্রত সেনগুপ্তের ভূমিকায় অভিনয় করেছেন আহসান স্মরণ। এ ছাড়া আরও অভিনয় করেছেন আশিক সালেহীন, ফারিহা, আফরা, ফাহমিদ ফারাবী শাওনসহ আরও অনেকে।
একই দিনে চরকিতে মুক্তি পেয়েছে আরও চার তরুণ নির্মাতার বানানো চারটি স্বল্পদৈর্ঘ্য। এগুলো হলো আহসান স্মরণের ‘আকাশে’, মাহমুদুল হাসান আদনানের ‘দ্য স্কাই গেটস গ্লুমি অ্যাট নাইট’, মাহমুদ হাসানের ‘ইতিবৃত্ত কিংবা বাস্তবতার পুনরারম্ভ’ এবং ফুয়াদুজ্জামান ফুয়াদের ‘শব্দের ভেতর ঘর’।
‘আকাশে’ শর্টফিল্মটি ড্রামা ও কমেডি ঘরানার, যার কাহিনি নুরুদ্দীন নামের এক তরুণের আকাশে যাওয়ার স্বপ্ন নিয়ে। অন্যদিকে শব্দের ভেতরে ঘর সিনেমার কাহিনি গড়ে উঠেছে বন্ধুত্ব ও স্বপ্ন-বাস্তবতার কঠিন লড়াইয় নিয়ে।
অনাকাঙ্ক্ষিত ভুল ও বিশ্বাসঘাতকতার জেরে বিভার ব্যক্তি, পারিবারিক ও সামাজিক জীবনে নেমে আসে নির্মম বাস্তবতা। সেখান থেকে পুনরারম্ভ করার গল্প নিয়ে নির্মিত ‘ইতিবৃত্ত কিংবা বাস্তবতার পুনরারম্ভ’। আর ড্রামা ঘরানায় নির্মিত হয়েছে ‘দ্য স্কাই গেটস গ্লুমি অ্যাট নাইট’।
প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের চিত্রনাট্যে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সুব্রত সেনগুপ্ত’। নব্বইয়ের দশকের শেষ ভাগে উপমহাদেশে যখন সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল, সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্যটি। ২৫ মিনিট ব্যাপ্তির এই স্বল্পদৈর্ঘ্য বানিয়েছেন আবীর ফেরদৌস মুখর ৷ আজ ১ মে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্যটি ৷
পরিচালক আবীর ফেরদৌস মুখর বলেন, ‘আমার সৌভাগ্য হয়েছিল তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টে কাজ করার। সেখানেই প্রথম এই চিত্রনাট্যের সঙ্গে পরিচয়। ক্যাথরিন ম্যামের অনুমতিতে আমরা এ কাজ শুরু করি। মূল চিত্রনাট্যের আবহ বজায় রেখে আমরা আমাদের ভাবনা যোগ করেছি। সুব্রত সেনগুপ্তের শুট শুরু করি ২০১৮ সালে ৷ সেই সময়কার অভিজ্ঞতা বলা শুরু করলে আসলে শেষ করতে পারব না—এতটা ইমোশন জড়িয়ে আছে এটার সঙ্গে। আসলে প্রত্যেক মানুষের কষ্ট, ভালোবাসা মিশে আছে এই কাজের সঙ্গে।’
স্বল্পদৈর্ঘ্যটিতে সুব্রত সেনগুপ্তের ভূমিকায় অভিনয় করেছেন আহসান স্মরণ। এ ছাড়া আরও অভিনয় করেছেন আশিক সালেহীন, ফারিহা, আফরা, ফাহমিদ ফারাবী শাওনসহ আরও অনেকে।
একই দিনে চরকিতে মুক্তি পেয়েছে আরও চার তরুণ নির্মাতার বানানো চারটি স্বল্পদৈর্ঘ্য। এগুলো হলো আহসান স্মরণের ‘আকাশে’, মাহমুদুল হাসান আদনানের ‘দ্য স্কাই গেটস গ্লুমি অ্যাট নাইট’, মাহমুদ হাসানের ‘ইতিবৃত্ত কিংবা বাস্তবতার পুনরারম্ভ’ এবং ফুয়াদুজ্জামান ফুয়াদের ‘শব্দের ভেতর ঘর’।
‘আকাশে’ শর্টফিল্মটি ড্রামা ও কমেডি ঘরানার, যার কাহিনি নুরুদ্দীন নামের এক তরুণের আকাশে যাওয়ার স্বপ্ন নিয়ে। অন্যদিকে শব্দের ভেতরে ঘর সিনেমার কাহিনি গড়ে উঠেছে বন্ধুত্ব ও স্বপ্ন-বাস্তবতার কঠিন লড়াইয় নিয়ে।
অনাকাঙ্ক্ষিত ভুল ও বিশ্বাসঘাতকতার জেরে বিভার ব্যক্তি, পারিবারিক ও সামাজিক জীবনে নেমে আসে নির্মম বাস্তবতা। সেখান থেকে পুনরারম্ভ করার গল্প নিয়ে নির্মিত ‘ইতিবৃত্ত কিংবা বাস্তবতার পুনরারম্ভ’। আর ড্রামা ঘরানায় নির্মিত হয়েছে ‘দ্য স্কাই গেটস গ্লুমি অ্যাট নাইট’।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
২৯ মিনিট আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
৪ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৬ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৯ ঘণ্টা আগে