পাপ করে কে? পায় কে শাস্তি? কে যে ধরে কার কান
লাভ নাই এত্ত ভাবনা ভাইবা সব ভুইলা জোরে মারো টান…
গানটির শেষে লাইন দুটি এমনই। রাসেল মাহমুদের লেখা ও জাহিদ নিরবের সুরে গানটি গেয়েছেন মাহমুদুল হাসান। সপ্তাহ শেষে দর্শকদের দারুণ এই সারপ্রাইজ দিয়েছে চরকি।
চরকি তাদের ফেসবুক পেজে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মুক্তি দিয়েছে দারাজ নিবেদিত চরকি। অরিজিনাল সিনেমা ‘টান’-এর একটি টিজার। মাত্র ৫৩ সেকেন্ডের ভিডিওটি দেখে যেন মন ভরল না!
র্যাপ গানের তালে তালে দেখা যাচ্ছে সিয়াম আর বুবলীকে। প্রথমবারের মতো চরকির জন্য জুটি বেঁধেছেন হালের ব্যস্ততম এই নায়ক-নায়িকা। তাঁদের দুজনের লুকও ছিল বেশ চোখে পড়ার মতো। রায়হান রাফি পরিচালিত ‘টান’ চিত্রনায়িকা বুবলীর প্রথম ওয়েব ফিল্ম। চরকির সঙ্গে রাফির এটি দ্বিতীয় সিনেমা।
টিজারে দেখা মিলেছে বর্তমানের আরেক আলোচিত ও দক্ষ অভিনেতা সোহেল মণ্ডলের। সব মিলিয়ে বোঝা যাচ্ছে টান হতে চলেছে এ বছরের অন্যতম আলোচিত কনটেন্ট।
অবনী-রাশেদ দুজনেই হৃদয়ের টানে পালিয়ে যায় দূরান্তে। টুনাটুনির সুখ-দুঃখের প্রেম বাস্তবতায় হঠাৎ ঘটে যায় এক বীভৎস দুর্ঘটনা। এরপর বের হয়ে আসতে থাকে অন্য এক অদ্ভুত গল্পের উপাখ্যান।
এমনই গল্প নিয়ে বানানো হয়েছে চরকি অরিজিনাল সিনেমা ‘টান’। আর হ্যাঁ, ‘টান’ কবে মুক্তি পাচ্ছে তা জানতে চোখ রাখুন চরকির পর্দায়।
পাপ করে কে? পায় কে শাস্তি? কে যে ধরে কার কান
লাভ নাই এত্ত ভাবনা ভাইবা সব ভুইলা জোরে মারো টান…
গানটির শেষে লাইন দুটি এমনই। রাসেল মাহমুদের লেখা ও জাহিদ নিরবের সুরে গানটি গেয়েছেন মাহমুদুল হাসান। সপ্তাহ শেষে দর্শকদের দারুণ এই সারপ্রাইজ দিয়েছে চরকি।
চরকি তাদের ফেসবুক পেজে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মুক্তি দিয়েছে দারাজ নিবেদিত চরকি। অরিজিনাল সিনেমা ‘টান’-এর একটি টিজার। মাত্র ৫৩ সেকেন্ডের ভিডিওটি দেখে যেন মন ভরল না!
র্যাপ গানের তালে তালে দেখা যাচ্ছে সিয়াম আর বুবলীকে। প্রথমবারের মতো চরকির জন্য জুটি বেঁধেছেন হালের ব্যস্ততম এই নায়ক-নায়িকা। তাঁদের দুজনের লুকও ছিল বেশ চোখে পড়ার মতো। রায়হান রাফি পরিচালিত ‘টান’ চিত্রনায়িকা বুবলীর প্রথম ওয়েব ফিল্ম। চরকির সঙ্গে রাফির এটি দ্বিতীয় সিনেমা।
টিজারে দেখা মিলেছে বর্তমানের আরেক আলোচিত ও দক্ষ অভিনেতা সোহেল মণ্ডলের। সব মিলিয়ে বোঝা যাচ্ছে টান হতে চলেছে এ বছরের অন্যতম আলোচিত কনটেন্ট।
অবনী-রাশেদ দুজনেই হৃদয়ের টানে পালিয়ে যায় দূরান্তে। টুনাটুনির সুখ-দুঃখের প্রেম বাস্তবতায় হঠাৎ ঘটে যায় এক বীভৎস দুর্ঘটনা। এরপর বের হয়ে আসতে থাকে অন্য এক অদ্ভুত গল্পের উপাখ্যান।
এমনই গল্প নিয়ে বানানো হয়েছে চরকি অরিজিনাল সিনেমা ‘টান’। আর হ্যাঁ, ‘টান’ কবে মুক্তি পাচ্ছে তা জানতে চোখ রাখুন চরকির পর্দায়।
ছয় বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। নাম ‘বোকা’। এটি জয়ের পঞ্চম স্টুডিও অ্যালবাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই অ্যালবামের প্রথম গান ‘তোমাকে ভুলতে সময় লাগবে’।
২ ঘণ্টা আগেআজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
৩ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগেবুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
১১ ঘণ্টা আগে