Ajker Patrika

শাকিবের ‘রাজকুমার’ সিনেমার টাইটেল গানে বালাম-কোনাল

শাকিবের ‘রাজকুমার’ সিনেমার টাইটেল গানে বালাম-কোনাল

ঢালিউডের শীর্ষনায়ক শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমার টাইটেল গান ‘ও প্রিয়তমা’র মাধ্যমে রাজকীয়ভাবে ফেরেন কণ্ঠশিল্পী বালাম। কোনালের সঙ্গে তাঁর এই গানটি পায় বেশ জনপ্রিয়তা। এবার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত ‘রাজকুমার’ সিনেমার টাইটেল গান নিয়ে আসছেন বালাম-কোনাল জুটি।

রোমান্টিক ঘরানার গানটির শিরোনাম ‘রাজকুমার’। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল এবং সুর সংগীত করেছেন আকাশ সেন।

গেল বছর মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’র রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ নিয়ে হিমেল আশরাফ নির্মাণ করছেন ‘রাজকুমার’। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন লোকেশনে ‘রাজকুমার’ গানের দৃশ্যধারণ হয়েছে। গানটির চিত্রায়ণে শাকিবের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে। শিগগিরই গানটি অনলাইনে উন্মুক্ত হবে, এমনটা ইঙ্গিত দিলেন সংশ্লিষ্টরা।

পরিচালক হিমেল আশরাফ আগেই জানিয়েছেন, ‘রাজকুমার’ দিয়ে বাংলা সিনেমায় নতুন ইতিহাস লেখা হতে পারে। আরশাদ আদনানের প্রযোজনায় প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, এরফান মৃধা শিবলু, ডাক্তার এজাজ প্রমুখ।

প্রসঙ্গত, গেল বছর ‘প্রিয়তমা’ গানটি দর্শকপ্রিয়তা লাভ করে। সিনেমাটির সাফল্যের পেছনে গানটিরও রয়েছে বিশেষ অবদান। স্বল্পসময়ে প্রথম বাংলা সিনেমার গান হিসেবে ১০০ মিলিয়ন ভিউসের ক্লাবে প্রবেশ করে গানটি, এ ছাড়া টানা দেড় মাস মিউজিকের গ্লোবাল ১০০ টপ লিস্টের ৩৫ তম অবস্থানে ছিল গানটির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত