ফেসবুকে নায়িকা জাহারা মিতুর একটি পোস্টের কারণে নির্মাতা দীপংকর দীপনের সংসারে দেখা দিল কালো মেঘের ঘটা। সম্প্রতি সেলিব্রিটি ক্রিকেট লিগের লোগো উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন দীপংকর দীপন, জাহারা মিতু, পরীমণিসহ শোবিজের অনেক তারকা। অনুষ্ঠানের প্রায় শেষের দিকে নির্মাতা চয়নিকা চৌধুরী দীপনকে বলেন, ‘দাদা, পরীমণি চায় আপনার সঙ্গে রাজ্যর (পরীমণির ছেলে) ছবি থাকুক। পরী অপেক্ষা করছে।’ রাজ্যকে নিয়ে ছবি তোলার সময় জাহারা মিতুসহ অনেকেই এসে ছবি তুলেছেন দীপন ও রাজ্যর সঙ্গে। সেই ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে মিতু ক্যাপশনে লেখেন, ‘আমাদের একটা পরীর বাচ্চা আছে।’
মিতুর দেওয়া সেই পোস্টে নানাজন নানা মন্তব্য করতে শুরু করেন। এমনকি দীপন ও মিতুর মধ্যে ‘বিশেষ সম্পর্ক’র ইঙ্গিতও করেন অনেকে। সেই সূত্র ধরেই কালো মেঘে ছেয়ে যায় দীপনের দাম্পত্য জীবন। মঙ্গলবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়ে ঘটনার ব্যাখা দেন দীপন। জাহারা মিতুর উদ্দেশে তিনি লেখেন, ‘এটা কী পোস্ট ভাই? এই পোস্টের ছবি ও লেখা মিলে কী দাঁড়ায়? কমেন্ট দেখো, যা তুমি ডিলিটও করোনি। আর এদিকে অন্যদের বোঝাতে বোঝাতে আমার জীবন শেষ যে মিতুর সঙ্গে আমার কোনো (বিশেষ) সম্পর্ক নেই; … আর পারিবারিক অশান্তির কথা তো না-ই বললাম, সেটা সবাই বুঝবে।’
দীপনের পোস্টে মন্তব্য করে মিতু বলেছেন, ‘রাজ্য আমাদের পুরো বাংলাদেশের। হয়তো অর্থটাই ভুল বুঝেছেন। ব্যক্তিগত জীবনে কী প্যারায় আছেন, তা তো আমরা জানি না। তবে আমার এই পোস্টে আমার অজান্তে বৌদি কোনো কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখিত।… আপনাকে ক্রপ করে বাদ দিলে ব্যাপারটা অসম্মানের হতো। তাই পোস্টটা অনলি মি করে দিলাম। ব্যক্তিগত জীবনে শান্তি ফিরে আসুক দাদাভাই।’
এরপরেই নায়িকা ও নির্মাতার ভার্চুয়াল ঝামেলায় চলে আসেন দীপংকর দীপনের স্ত্রী সংযুক্তা সাহা মিশু। গতকাল দুপুরে ফেসবুকে তিনি লেখেন, ‘নির্মাতা দীপংকর দীপন কার সঙ্গে মেশে, কী খায়, কী পরে, কোন দেশে যায়, আর কী কী করে বেড়ায়, আমি সেটা জানি না। কিন্তু নিজেদের দোষ ঢাকতে আমাকে বলির পাঠা বানাবেন না। জাহারা মিতুকে আমি চিনিও না। ... প্রতিটি মানুষের ব্যক্তিগত জীবন আছে। দীপনেরও আছে, আমারও আছে। তাই এগুলো নিয়ে আমাদের বহু বহু দিন কোনো মাথাব্যথা নেই।’
সংযুক্তা আরও লেখেন, ‘ওই মেয়েকে (জাহারা মিতু) নিয়ে দীপনের স্ট্যাটাস দেখে বুঝলাম; তাকে (দীপন) আশেপাশের লোকজন অথবা তার এখনকার “একান্ত” কেউ চাপ দিয়েছে আর তাই সে স্ট্যাটাস দিয়ে তার দোষ ফুরিয়েছেন। বলির বকরা বানিয়েছেন আমাকে। ঘর আর পারিবারিক জীবনের কথা বলে নিজেকে বিপদের বাইরে ভালো মানুষ সাজিয়ে রাখলেন; আরেকবার বিক্রি করলেন আমাকে!’
দীপংকর দীপনের উদ্দেশে সংযুক্তা লিখেছেন, ‘সারাজীবন তুমি তোমার স্বার্থে আমাকে বেচে গেলে। প্রথম থেকে শেষ পর্যন্ত, যখনই তোমার কোনও সমস্যা হয়, টেকনিক্যালি ঘর-সংসার আর আমার নাম বলে দাও। ১০ বছরে কোনও দিন কাউকে জানিয়েছি যে, তুমি মাঠে, ঘাটে, পথে আমাকে বিক্রি করো? কোনও কাজ আটকে গেলে আমার নাম, টাকা পয়সা আটকে গেলে আমার নাম, আমার জন্য তোমার সিনেমা হয় না, আমার জন্য তোমার নাটক হয় না, আমার জন্য তোমার বন্ধু হয় না, আমার জন্য তোমার বাচ্চা হয় না, রিয়েলি!
আমি তোমার নাম বেচে কোনও দিন এক কাপ চা-ও খাইনি। তাই এবার মাফ দাও। আমার কথা বলে তোমার অপরাধ ঢাকা বন্ধ করো।’
দীপংকর-সংযুক্তার এই ভার্চুয়াল পারিবারিক যুদ্ধে আর যুক্ত হননি মিতু। তবে নিজের ফেসবুক প্রোফাইলে পোস্টটি অনলি মি করে দিয়েছেন।
ফেসবুকে নায়িকা জাহারা মিতুর একটি পোস্টের কারণে নির্মাতা দীপংকর দীপনের সংসারে দেখা দিল কালো মেঘের ঘটা। সম্প্রতি সেলিব্রিটি ক্রিকেট লিগের লোগো উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন দীপংকর দীপন, জাহারা মিতু, পরীমণিসহ শোবিজের অনেক তারকা। অনুষ্ঠানের প্রায় শেষের দিকে নির্মাতা চয়নিকা চৌধুরী দীপনকে বলেন, ‘দাদা, পরীমণি চায় আপনার সঙ্গে রাজ্যর (পরীমণির ছেলে) ছবি থাকুক। পরী অপেক্ষা করছে।’ রাজ্যকে নিয়ে ছবি তোলার সময় জাহারা মিতুসহ অনেকেই এসে ছবি তুলেছেন দীপন ও রাজ্যর সঙ্গে। সেই ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে মিতু ক্যাপশনে লেখেন, ‘আমাদের একটা পরীর বাচ্চা আছে।’
মিতুর দেওয়া সেই পোস্টে নানাজন নানা মন্তব্য করতে শুরু করেন। এমনকি দীপন ও মিতুর মধ্যে ‘বিশেষ সম্পর্ক’র ইঙ্গিতও করেন অনেকে। সেই সূত্র ধরেই কালো মেঘে ছেয়ে যায় দীপনের দাম্পত্য জীবন। মঙ্গলবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়ে ঘটনার ব্যাখা দেন দীপন। জাহারা মিতুর উদ্দেশে তিনি লেখেন, ‘এটা কী পোস্ট ভাই? এই পোস্টের ছবি ও লেখা মিলে কী দাঁড়ায়? কমেন্ট দেখো, যা তুমি ডিলিটও করোনি। আর এদিকে অন্যদের বোঝাতে বোঝাতে আমার জীবন শেষ যে মিতুর সঙ্গে আমার কোনো (বিশেষ) সম্পর্ক নেই; … আর পারিবারিক অশান্তির কথা তো না-ই বললাম, সেটা সবাই বুঝবে।’
দীপনের পোস্টে মন্তব্য করে মিতু বলেছেন, ‘রাজ্য আমাদের পুরো বাংলাদেশের। হয়তো অর্থটাই ভুল বুঝেছেন। ব্যক্তিগত জীবনে কী প্যারায় আছেন, তা তো আমরা জানি না। তবে আমার এই পোস্টে আমার অজান্তে বৌদি কোনো কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখিত।… আপনাকে ক্রপ করে বাদ দিলে ব্যাপারটা অসম্মানের হতো। তাই পোস্টটা অনলি মি করে দিলাম। ব্যক্তিগত জীবনে শান্তি ফিরে আসুক দাদাভাই।’
এরপরেই নায়িকা ও নির্মাতার ভার্চুয়াল ঝামেলায় চলে আসেন দীপংকর দীপনের স্ত্রী সংযুক্তা সাহা মিশু। গতকাল দুপুরে ফেসবুকে তিনি লেখেন, ‘নির্মাতা দীপংকর দীপন কার সঙ্গে মেশে, কী খায়, কী পরে, কোন দেশে যায়, আর কী কী করে বেড়ায়, আমি সেটা জানি না। কিন্তু নিজেদের দোষ ঢাকতে আমাকে বলির পাঠা বানাবেন না। জাহারা মিতুকে আমি চিনিও না। ... প্রতিটি মানুষের ব্যক্তিগত জীবন আছে। দীপনেরও আছে, আমারও আছে। তাই এগুলো নিয়ে আমাদের বহু বহু দিন কোনো মাথাব্যথা নেই।’
সংযুক্তা আরও লেখেন, ‘ওই মেয়েকে (জাহারা মিতু) নিয়ে দীপনের স্ট্যাটাস দেখে বুঝলাম; তাকে (দীপন) আশেপাশের লোকজন অথবা তার এখনকার “একান্ত” কেউ চাপ দিয়েছে আর তাই সে স্ট্যাটাস দিয়ে তার দোষ ফুরিয়েছেন। বলির বকরা বানিয়েছেন আমাকে। ঘর আর পারিবারিক জীবনের কথা বলে নিজেকে বিপদের বাইরে ভালো মানুষ সাজিয়ে রাখলেন; আরেকবার বিক্রি করলেন আমাকে!’
দীপংকর দীপনের উদ্দেশে সংযুক্তা লিখেছেন, ‘সারাজীবন তুমি তোমার স্বার্থে আমাকে বেচে গেলে। প্রথম থেকে শেষ পর্যন্ত, যখনই তোমার কোনও সমস্যা হয়, টেকনিক্যালি ঘর-সংসার আর আমার নাম বলে দাও। ১০ বছরে কোনও দিন কাউকে জানিয়েছি যে, তুমি মাঠে, ঘাটে, পথে আমাকে বিক্রি করো? কোনও কাজ আটকে গেলে আমার নাম, টাকা পয়সা আটকে গেলে আমার নাম, আমার জন্য তোমার সিনেমা হয় না, আমার জন্য তোমার নাটক হয় না, আমার জন্য তোমার বন্ধু হয় না, আমার জন্য তোমার বাচ্চা হয় না, রিয়েলি!
আমি তোমার নাম বেচে কোনও দিন এক কাপ চা-ও খাইনি। তাই এবার মাফ দাও। আমার কথা বলে তোমার অপরাধ ঢাকা বন্ধ করো।’
দীপংকর-সংযুক্তার এই ভার্চুয়াল পারিবারিক যুদ্ধে আর যুক্ত হননি মিতু। তবে নিজের ফেসবুক প্রোফাইলে পোস্টটি অনলি মি করে দিয়েছেন।
শাশ্বত চট্টোপাধ্যায় এখন শুধু বাংলার নন, বলিউডেও তাঁর ব্যস্ততা বেড়েছে। তবু বাংলাদেশের সিরিজে অভিনয়ের প্রস্তাব পেতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। বাংলাদেশে আসতে পারবেন, এটাই ছিল তাঁর প্রধান আগ্রহের বিষয়। সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় ‘গুলমোহর’ সিরিজের শুটিং করতে গত বছর ঢাকায় এসেছিলেন শাশ্বত।
৪ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী সেলেনা গোমেজ। গত বছর বিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সেই সেলেনাই নাকি হিমশিম খাচ্ছেন কর্মীদের বেতন দিতে। প্রতিষ্ঠান চালাতে তাঁর মা ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছেন। ফোর্বসে এমন খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন সেলেনা।
৫ ঘণ্টা আগেকিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক বানিয়েছিলেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে, প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি এবার আসছে টিভির পর্দায়।
৫ ঘণ্টা আগে১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১ দিন আগে