গত সপ্তাহের মতো এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে দুটি সিনেমা। সরকারি অনুদানে নির্মিত মহান মুক্তিযুদ্ধ বিষয়ক ‘১৯৭১: সেই সব দিন’ ও শিশুতোষ সিনেমা ‘আম-কাঁঠালের ছুটি’। গত সপ্তাহের সিনেমা দুটি আলোচনা সৃষ্টি করতে না পারলেও এবারের দুই সিনেমা নিয়ে আশাবাদী সিনেমাসংশ্লিষ্ট ব্যক্তিরা।
১৯৭১: সেই সব দিন
নন্দিত অভিনেতা ও নাট্যকার প্রয়াত ড. ইনামুল হকের গল্প-ভাবনায় নির্মিত হয়েছে ‘১৯৭১: সেই সব দিন’। নির্মাণ করেছেন তাঁরই কন্যা অভিনেত্রী ও নির্দেশক হৃদি হক। সরকারি অনুদানে নির্মিত এ সিনেমা দিয়ে বড় পর্দার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন হৃদি হক। অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, আব্দুন নূর সজল, সানজিদা প্রীতি, লিটু আনাম, তারিন জাহান, হৃদি হক, সাজু খাদেম প্রমুখ। হৃদি হক বলেন, ‘১৯৭১: সেই সব দিন’ ৫০ বছরের বেশি আগের গল্প। এই দীর্ঘ সময়ে শুধু শহরের আদলই বদলায়নি, মানুষের নিত্য অনুষঙ্গ, পোশাকের ধরন—বদলেছে সবই। শুটিংয়ে এ বিষয়গুলোতে দিতে হয়েছে সর্বোচ্চ মনোযোগ। আমাদের হাতে বেশি বাজেটও ছিল না। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম, প্রপার গবেষণার। সিনেমাটি নির্মাণে আমাদের চেষ্টা ও যত্নের কোনো ত্রুটি রাখিনি।’
আজ সারা দেশের ১০টি হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
আম-কাঁঠালের ছুটি
শরীফ উদ্দিন সবুজের ছোট গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘আম-কাঁঠালের ছুটি’। শিশুতোষ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মোহাম্মদ নূরুজ্জামান। এটি নির্মাতার প্রথম সিনেমা। গত শতাব্দীর সত্তর, আশি কিংবা মধ্য নব্বইয়ের দশকে যাঁরা শৈশব-কৈশোর পার করেছেন, তাঁরা তাঁদের সেই বয়সের যাপিত জীবনের ছায়া এই চলচ্চিত্রে দেখতে পাবেন বলে মনে করেন নির্মাতা। সেই সঙ্গে আমাদের লোকজ সংস্কৃতির সঙ্গে পরিচিত হবে নতুন প্রজন্মের শিশু-কিশোররা। প্রযোজনা, পরিচালনা, চিত্রনাট্য রচনার পাশাপাশি সাউন্ড ডিজাইনও করেছেন মোহাম্মদ নূরুজ্জামান। অভিনয়ে লিয়ন, জুবায়ের, আরিফ, হালিমা, তানজিল, ফাতেমা প্রমুখ।
বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয়েছে আম-কাঁঠালের ছুটি। আজ থেকে সারা দেশের ৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
গত সপ্তাহের মতো এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে দুটি সিনেমা। সরকারি অনুদানে নির্মিত মহান মুক্তিযুদ্ধ বিষয়ক ‘১৯৭১: সেই সব দিন’ ও শিশুতোষ সিনেমা ‘আম-কাঁঠালের ছুটি’। গত সপ্তাহের সিনেমা দুটি আলোচনা সৃষ্টি করতে না পারলেও এবারের দুই সিনেমা নিয়ে আশাবাদী সিনেমাসংশ্লিষ্ট ব্যক্তিরা।
১৯৭১: সেই সব দিন
নন্দিত অভিনেতা ও নাট্যকার প্রয়াত ড. ইনামুল হকের গল্প-ভাবনায় নির্মিত হয়েছে ‘১৯৭১: সেই সব দিন’। নির্মাণ করেছেন তাঁরই কন্যা অভিনেত্রী ও নির্দেশক হৃদি হক। সরকারি অনুদানে নির্মিত এ সিনেমা দিয়ে বড় পর্দার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন হৃদি হক। অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, আব্দুন নূর সজল, সানজিদা প্রীতি, লিটু আনাম, তারিন জাহান, হৃদি হক, সাজু খাদেম প্রমুখ। হৃদি হক বলেন, ‘১৯৭১: সেই সব দিন’ ৫০ বছরের বেশি আগের গল্প। এই দীর্ঘ সময়ে শুধু শহরের আদলই বদলায়নি, মানুষের নিত্য অনুষঙ্গ, পোশাকের ধরন—বদলেছে সবই। শুটিংয়ে এ বিষয়গুলোতে দিতে হয়েছে সর্বোচ্চ মনোযোগ। আমাদের হাতে বেশি বাজেটও ছিল না। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম, প্রপার গবেষণার। সিনেমাটি নির্মাণে আমাদের চেষ্টা ও যত্নের কোনো ত্রুটি রাখিনি।’
আজ সারা দেশের ১০টি হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
আম-কাঁঠালের ছুটি
শরীফ উদ্দিন সবুজের ছোট গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘আম-কাঁঠালের ছুটি’। শিশুতোষ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মোহাম্মদ নূরুজ্জামান। এটি নির্মাতার প্রথম সিনেমা। গত শতাব্দীর সত্তর, আশি কিংবা মধ্য নব্বইয়ের দশকে যাঁরা শৈশব-কৈশোর পার করেছেন, তাঁরা তাঁদের সেই বয়সের যাপিত জীবনের ছায়া এই চলচ্চিত্রে দেখতে পাবেন বলে মনে করেন নির্মাতা। সেই সঙ্গে আমাদের লোকজ সংস্কৃতির সঙ্গে পরিচিত হবে নতুন প্রজন্মের শিশু-কিশোররা। প্রযোজনা, পরিচালনা, চিত্রনাট্য রচনার পাশাপাশি সাউন্ড ডিজাইনও করেছেন মোহাম্মদ নূরুজ্জামান। অভিনয়ে লিয়ন, জুবায়ের, আরিফ, হালিমা, তানজিল, ফাতেমা প্রমুখ।
বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয়েছে আম-কাঁঠালের ছুটি। আজ থেকে সারা দেশের ৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
ভারতের প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক বনি কাপুর প্রয়াত স্ত্রী ও অভিনেত্রী শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে আইনি লড়াইয়ে নেমেছেন। ওই জমির ওপর অবৈধ মালিকানা দাবি করছেন অভিযোগ করে অন্তত তিনজন ব্যক্তির বিরুদ্ধে তিনি মাদ্রাজ হাইকোর্টে মামলা করেছেন।
১৩ ঘণ্টা আগেতিনি আগে কখনোই ঢাকায় আসেননি। বান্দরবানে যেখানে ওনার বাড়ি সেখান থেকে বান্দরবান শহরে আসতেও প্রায় এক দিন লাগে। ওনার বয়স ৬০-এর বেশি। তাঁকে ঢাকায় নিয়ে এসেছিলেন তাঁর মেয়ে। তিনিও প্রথম ঢাকায় এলেন। মণিপুরি ঢোলের পুং গ্রুপটার খবর দিয়েছে আমার স্ত্রী।
১ দিন আগেঋতুপর্ণা সেনগুপ্তর নতুন সিনেমা ‘বেলা’। বেলা দের এই বায়োপিকে ঋতুপর্ণা অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে। কে এই বেলা দে? আকাশবাণী কলকাতার বিশিষ্ট সঞ্চালিকা, নির্দেশক ও লেখিকা। হাজারো নারীর অনুপ্রেরণা তিনি। বাঙালি নারীদের স্বাধীনতা আর স্বীকৃতির জন্য যাঁরা লড়াই করেছেন, তাঁদের মধ্যে একেবারে প্রথম সারির
১ দিন আগেপারিবারিক সম্পর্কের ভাঙাগড়া, ভালোবাসা আর ত্যাগের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘দেয়াল’। শফিক রিয়ানের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজীব। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ, নওবা তাহিয়া, শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু প্রমুখ। আনিসুর রহমান রাজীব বলেন, ‘গল্পটা একেবারেই আমাদের চার
১ দিন আগে