আজ এফডিসিতে বিভিন্ন সংগঠনের আয়োজনে উদ্যাপন করা হয়েছে মহান বিজয় দিবস। শিল্পী সমিতির পক্ষ থেকে বিজয় দিবসের আয়োজনে সকাল সাড়ে ১১টার দিকে এফডিসিতে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন সংগঠনটির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। সেখানেই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
গত এক বছরে শিল্পী সমিতির সফলতা কি এমন প্রশ্নের জবাবে নিপুণ আক্তার বলেন, ‘এই এক বছরের সফলতা আপনাদের চোখের সামনে। এত বছর অমিতাভ বচ্চন, শাহরুখ খানের পাশে বাংলাদেশের কোনো শিল্পী দাঁড়ায়নি। কিন্তু গতকাল আমাদের চলচ্চিত্রের হয়ে চঞ্চল চৌধুরী তাদের পাশে দাঁড়িয়েছেন।’
‘চঞ্চল চৌধুরীতো এফডিসিকেন্দ্রিক শিল্পী না’- এই মন্তব্যের শুনে কিছুটা বিরক্তি নিয়ে নিপুণ বলেন, ‘এই বিষয়টি নিয়ে মানুষ শুধু শুধু দ্বন্দ্ব তৈরি করে। চঞ্চল চৌধুরী কি একবারও বলেছেন- আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার নেব না। উনি কিন্তু কলকাতা চলচ্চিত্র উৎসব গিয়ে বলেছেন- আমি বাংলাদেশ চলচ্চিত্র থেকে এসেছি। উনি বলেননি যে, আমি বাংলাদেশ টিভি থেকে এসেছি। এই ধরনের দ্বন্দ্ব দয়া করে আর কেউ তৈরি করবেন না। অভিনয়শিল্পীদের মধ্যে ভাগাভাগির কিছু নেই।’
নিপুণ বলেন, ‘দেখুন আমি চঞ্চল চৌধুরীর সিনেমার প্রমোশনও কিন্তু করেছি। তাঁরা টিভির আর আমি ফিল্মের এমন চিন্তা তো আমার মাথা কখনো আসেনি। আমার সিনেমা যেখানে দেখানো হয়, তাদের সিনেমাও তো সেই স্ক্রিনেই দেখানো হয়। এরপর থেকে যিনি এমন প্রশ্নের মাধ্যমে দ্বন্দ্ব তৈরি করতে চাইবে আমি তাঁর বিষয়ে তথ্য মন্ত্রণালয়ে অভিযোগ করব।
‘এখন আমিই ৮-১০টি সিনেমায় কাজ করছি। তার মানে কি? আমার হাতেই যদি এই পরিমাণ কাজ থেকে থাকে তাহলে নতুন যারা কাজ করছেন তাদের হাতে তো সময়ই নেই। দেখুন, গত ২০ বছর আগে বাংলাদেশের চলচ্চিত্রে আপনারা যা দেখেছেন এখন তার চেয়েও বেশি পাবেন। কারণ, আপনারা দেখেছেন অনেক বছর পর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বলিউডের সেরা তারকাদের সঙ্গে বাংলাদেশের অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী দাঁড়িয়েছেন। এটা আমাদের অর্জন।’
এসময় শিল্পী সমিতির সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক চিত্রনায়িকা শাহানুর, অঞ্জনা রহমান, চিত্রনায়ক ওমর সানীসহ চলচ্চিত্রের অনেকেই উপস্থিত ছিলেন।
আজ এফডিসিতে বিভিন্ন সংগঠনের আয়োজনে উদ্যাপন করা হয়েছে মহান বিজয় দিবস। শিল্পী সমিতির পক্ষ থেকে বিজয় দিবসের আয়োজনে সকাল সাড়ে ১১টার দিকে এফডিসিতে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন সংগঠনটির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। সেখানেই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
গত এক বছরে শিল্পী সমিতির সফলতা কি এমন প্রশ্নের জবাবে নিপুণ আক্তার বলেন, ‘এই এক বছরের সফলতা আপনাদের চোখের সামনে। এত বছর অমিতাভ বচ্চন, শাহরুখ খানের পাশে বাংলাদেশের কোনো শিল্পী দাঁড়ায়নি। কিন্তু গতকাল আমাদের চলচ্চিত্রের হয়ে চঞ্চল চৌধুরী তাদের পাশে দাঁড়িয়েছেন।’
‘চঞ্চল চৌধুরীতো এফডিসিকেন্দ্রিক শিল্পী না’- এই মন্তব্যের শুনে কিছুটা বিরক্তি নিয়ে নিপুণ বলেন, ‘এই বিষয়টি নিয়ে মানুষ শুধু শুধু দ্বন্দ্ব তৈরি করে। চঞ্চল চৌধুরী কি একবারও বলেছেন- আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার নেব না। উনি কিন্তু কলকাতা চলচ্চিত্র উৎসব গিয়ে বলেছেন- আমি বাংলাদেশ চলচ্চিত্র থেকে এসেছি। উনি বলেননি যে, আমি বাংলাদেশ টিভি থেকে এসেছি। এই ধরনের দ্বন্দ্ব দয়া করে আর কেউ তৈরি করবেন না। অভিনয়শিল্পীদের মধ্যে ভাগাভাগির কিছু নেই।’
নিপুণ বলেন, ‘দেখুন আমি চঞ্চল চৌধুরীর সিনেমার প্রমোশনও কিন্তু করেছি। তাঁরা টিভির আর আমি ফিল্মের এমন চিন্তা তো আমার মাথা কখনো আসেনি। আমার সিনেমা যেখানে দেখানো হয়, তাদের সিনেমাও তো সেই স্ক্রিনেই দেখানো হয়। এরপর থেকে যিনি এমন প্রশ্নের মাধ্যমে দ্বন্দ্ব তৈরি করতে চাইবে আমি তাঁর বিষয়ে তথ্য মন্ত্রণালয়ে অভিযোগ করব।
‘এখন আমিই ৮-১০টি সিনেমায় কাজ করছি। তার মানে কি? আমার হাতেই যদি এই পরিমাণ কাজ থেকে থাকে তাহলে নতুন যারা কাজ করছেন তাদের হাতে তো সময়ই নেই। দেখুন, গত ২০ বছর আগে বাংলাদেশের চলচ্চিত্রে আপনারা যা দেখেছেন এখন তার চেয়েও বেশি পাবেন। কারণ, আপনারা দেখেছেন অনেক বছর পর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বলিউডের সেরা তারকাদের সঙ্গে বাংলাদেশের অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী দাঁড়িয়েছেন। এটা আমাদের অর্জন।’
এসময় শিল্পী সমিতির সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক চিত্রনায়িকা শাহানুর, অঞ্জনা রহমান, চিত্রনায়ক ওমর সানীসহ চলচ্চিত্রের অনেকেই উপস্থিত ছিলেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নায়ক রুবেলের মৃত্যুর খবর। এমন ঘটনায় বিরক্তি প্রকাশের পাশাপাশি যাঁরা মিথ্যা ছড়াচ্ছেন, তাঁদের হুঁশিয়ার করে দিলেন রুবেলের বড় ভাই অভিনেতা, প্রযোজক ও নির্দেশক মাসুদ পারভেজ সোহেল রানা।
২ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়া দিল্লি পাকিস্তানের সঙ্গে ৬ দশকের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। তবে সেই ঘোষণা কতটা কার্যকর হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। দুই দেশের মূল ধারার গণমাধ্যম এই বিষয়ে সেই অর্থে কোনো তথ্য দেয়নি।
৫ ঘণ্টা আগেঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
১২ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
১২ ঘণ্টা আগে